ETV Bharat / bharat

ভুয়ো খবর রুখতে জম্মু ও কাশ্মীরে ফের বন্ধ মোবাইল পরিষেবা - army

ফের বন্ধ 2G মোবাইল পরিষেবা । প্ররোচনামূলক ভুয়ো খবর ছড়ানো রুখতে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ।

জম্মু ও কাশ্মীরে ফের বন্ধ 2G মোবাইল পরিষেবা
author img

By

Published : Aug 18, 2019, 4:10 PM IST

শ্রীনগর, 18 অগাস্ট : একদিনের মধ্যে ফের বন্ধ 2G মোবাইল পরিষেবা । ইদ ও স্বাধীনতা দিবসে বড়সড় বিক্ষোভ না হওয়ায় ধাপে ধাপে বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিয়েছিল জম্মু প্রশাসন । তবে এরই মাঝে প্ররোচনামূলক ভুয়ো খবর ছড়ানো রুখতে আবারও পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ।

রাজ্যের মুখ্যসচিব বি ভি আর সুব্রমনিয়ান জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তেই ৷ সেই মতোই মোট ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে । চালু হয়েছে প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন । শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা । তবে পরিস্থিতি খতিয়ে দেখে পরিষেবা বন্ধ করা হল ।

গতকালই কেন্দ্রের তরফে সুপ্রিমকোর্টকে বলা হয়, "জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে ৷ নিরাপত্তা সংস্থাগুলির উপর সুপ্রিম কোর্টকে অবশ্যই আস্থা রাখতে হবে ৷" তা ছাড়া কাশ্মীরে সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছিল আগেই ৷ আগামীকাল থেকে কাশ্মীরের বন্ধ স্কুল-কলেজও খোলার কথা ।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক গতকাল জানিয়েছিলেন, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত যা কড়াকড়ি ছিল তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে চারটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর সরকার । যার মধ্যে আছে, হুরিয়াত নেতাদের সতর্কতামূলক ভাবে আটক করে রাখা । সাম্প্রদায়িক বন্ধনের মাধ্যমে যুব সমাজকে পরিস্থিতি বোঝানো । নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রোখা ।

শ্রীনগর, 18 অগাস্ট : একদিনের মধ্যে ফের বন্ধ 2G মোবাইল পরিষেবা । ইদ ও স্বাধীনতা দিবসে বড়সড় বিক্ষোভ না হওয়ায় ধাপে ধাপে বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিয়েছিল জম্মু প্রশাসন । তবে এরই মাঝে প্ররোচনামূলক ভুয়ো খবর ছড়ানো রুখতে আবারও পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ।

রাজ্যের মুখ্যসচিব বি ভি আর সুব্রমনিয়ান জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তেই ৷ সেই মতোই মোট ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে । চালু হয়েছে প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন । শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা । তবে পরিস্থিতি খতিয়ে দেখে পরিষেবা বন্ধ করা হল ।

গতকালই কেন্দ্রের তরফে সুপ্রিমকোর্টকে বলা হয়, "জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে ৷ নিরাপত্তা সংস্থাগুলির উপর সুপ্রিম কোর্টকে অবশ্যই আস্থা রাখতে হবে ৷" তা ছাড়া কাশ্মীরে সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছিল আগেই ৷ আগামীকাল থেকে কাশ্মীরের বন্ধ স্কুল-কলেজও খোলার কথা ।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক গতকাল জানিয়েছিলেন, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত যা কড়াকড়ি ছিল তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে চারটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর সরকার । যার মধ্যে আছে, হুরিয়াত নেতাদের সতর্কতামূলক ভাবে আটক করে রাখা । সাম্প্রদায়িক বন্ধনের মাধ্যমে যুব সমাজকে পরিস্থিতি বোঝানো । নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রোখা ।

Intro:Body:

After consuming drugs young women riding a scooty on naked video got viral. The incident took place two days ago in the Belgaum district.



The young woman, who was sitting naked on a scooty come with a young man come towards the Club road via   Chennamma road. Then she droped the boy then went towards Hindalaga road.



It is suspected that a young woman and a group of friends might have betted for this manner.



It was happened on two days ago, around eight o'clock in the night. Some people in Belgaum have seen this and talked for a long time. CCTV footage of a young woman riding a bike herself with naked is captured.



The incident took place at the APMC Market Police Station.  Police have not yet given any comment on the incident.

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.