ETV Bharat / bharat

মুম্বইয়ে সারা রাত খোলা রাখা যাবে দোকান, সিদ্ধান্ত ঠাকরে মন্ত্রিসভার

author img

By

Published : Jan 23, 2020, 9:59 PM IST

'মুম্বই 24ঘণ্টা' নীতি এবারে চালু হতে চলেছে মহারাষ্ট্রে। এরফলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে বলে জানান পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে।

'Mmubai 24x7'  policy allowing by Maharastra govt
মুম্বই 24ঘণ্টা

মুম্বই, 23 জানুয়ারি: বাণিজ্য নগরীর বাসিন্দারা এবার থেকে রাতের শহরের আনন্দও উপভোগ করতে পারবেন। অফিস ফেরত মানুষেরা এবারে রাতে এবার শপিং করা, সিনেমা দেখা বা হোটেলে বসে খেতেও পারবেন। আগামী 27 জানুয়ারি থেকে এমনই নিয়ম লাগু করতে চলেছে মহারাষ্ট্র সরকার।

এতদিন পর্যন্ত রাত 10টার পর থেকে বন্ধ হয়ে যেত বাণিজ্য নগরীর দোকানপাট। রেস্তরাঁ ও পাবগুলি খোলা থাকত রাত 1.30পর্যন্ত। কিন্তু এবার থেকে, রাত 10টার পরও খোলা থাকবে বিভিন্ন শপিং মল, সিনেমা হল, দোকানপাট, রেস্তরাঁগুলো। তবে, পাবগুলো আগের মতো রাত 1.30টার সময় বন্ধ হয়ে যাবে।

এ দিন পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে জানান, মন্ত্রী জানান, বান্দ্রা কুরালা কমপ্লেক্স ও NCPA-এর কাছে নরিম্যান পয়েন্টের রাস্তার একটি লেন খাবারের দোকানের জন্য খোলা থাকবে। সেগুলির উপর নজরদারি চালাবেন ফুড অফিসারেরা।

তবে, সমস্ত দোকানপাট, শপিং মল যে খোলা রাখতেই হবে এমন কোনও বাধ্যতামূলক নেই। ব্যবসার ক্ষেত্রে যাদের সুবিধা হবে তারাই সারা রাত দোকান বা শপিং মল বা অন্য কোনও প্রতিষ্ঠান খুলে রাখতে পারেন বলেই জানান আদিত্য।

মুম্বই, 23 জানুয়ারি: বাণিজ্য নগরীর বাসিন্দারা এবার থেকে রাতের শহরের আনন্দও উপভোগ করতে পারবেন। অফিস ফেরত মানুষেরা এবারে রাতে এবার শপিং করা, সিনেমা দেখা বা হোটেলে বসে খেতেও পারবেন। আগামী 27 জানুয়ারি থেকে এমনই নিয়ম লাগু করতে চলেছে মহারাষ্ট্র সরকার।

এতদিন পর্যন্ত রাত 10টার পর থেকে বন্ধ হয়ে যেত বাণিজ্য নগরীর দোকানপাট। রেস্তরাঁ ও পাবগুলি খোলা থাকত রাত 1.30পর্যন্ত। কিন্তু এবার থেকে, রাত 10টার পরও খোলা থাকবে বিভিন্ন শপিং মল, সিনেমা হল, দোকানপাট, রেস্তরাঁগুলো। তবে, পাবগুলো আগের মতো রাত 1.30টার সময় বন্ধ হয়ে যাবে।

এ দিন পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে জানান, মন্ত্রী জানান, বান্দ্রা কুরালা কমপ্লেক্স ও NCPA-এর কাছে নরিম্যান পয়েন্টের রাস্তার একটি লেন খাবারের দোকানের জন্য খোলা থাকবে। সেগুলির উপর নজরদারি চালাবেন ফুড অফিসারেরা।

তবে, সমস্ত দোকানপাট, শপিং মল যে খোলা রাখতেই হবে এমন কোনও বাধ্যতামূলক নেই। ব্যবসার ক্ষেত্রে যাদের সুবিধা হবে তারাই সারা রাত দোকান বা শপিং মল বা অন্য কোনও প্রতিষ্ঠান খুলে রাখতে পারেন বলেই জানান আদিত্য।

Baramulla (JandK), Jan 23 (ANI): Union Minister of Law and Justice, Ravi Shankar Prasad visited Baramulla district on January 23. He interacted with the locals. He also launched the logo of district Baramulla. While speaking to media persons, he said,"PM wants tremendous development for JandK. Perhaps for the first time ever in independent India, all ministers of the centre, including senior ones, are here - monitoring everything and encouraging people. Children here are hungry for development, digital age, sports."

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.