ETV Bharat / bharat

হামলার ঘটনায় HRD সচিবের সঙ্গে বৈঠক JNU কর্তৃপক্ষের - বৈঠকের ডাক HRD সচিবের

গতকাল সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন সহ কয়েকজন ছাত্র-ছাত্রী। সেই ঘটনায় আজ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠক হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

JNU
ছবি
author img

By

Published : Jan 6, 2020, 8:42 AM IST

Updated : Jan 6, 2020, 3:11 PM IST

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুষ্কৃতী হামলার ঘটনায় আজ বৈঠক করেন কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক (HRD) ৷ বৈঠকের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রোক্টর, রেক্টরকে সচিবালয়ে ডাকা হয় ৷ বৈঠক শেষে JNU-র চিফ প্রক্টর ধনঞ্জয় সিং জানান, এটা দুর্ভাগ্যজনক যে বিশ্ববিদ্যালয়ে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে । সচিবালয়ে আজ আমাদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে । পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয় তার চেষ্টা চলছে । এদিকে গতকালের ঘটনায় বসন্তকুঞ্জ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ ।

গতকাল সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । JNU-এ দুষ্কৃতী হামলায় IG-স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার পর এই নির্দেশ দেন তিনি ।

এই হামলায় ABVP-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে । JNU-র ছাত্র সংসদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, 'যে অধ্যাপকরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন, তাঁদেরও মারধর করে ABVP আশ্রিত গুন্ডারা । তাদের মুখ ঢাকা ছিল । ' পড়ুয়াদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রত্যেকে ৷ JNU-র পড়ুয়াদের দাবি,সন্ধ্যায় হস্টেলে ঢুকে লাঠি-রড উঁচিয়ে ছাত্রছাত্রীদের হুঁশিয়ারি দেওয়া হয় । তারপর দুষ্কৃতীরা পড়ুয়াদের উপরে হামলা চালায় । বাদ পড়েননি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারাও । ভাঙচুর করা হয় হস্টেলে । পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ উঠেছে পড়ুয়াদের তরফে ৷

নাগরিকত্ব সংশোধনী (2019) আইন ইশুসহ একাধিক বিষয়ে বারবার আন্দোলনের মুখ হয়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয় ৷ শাসক দলের কোপের মুখে পড়েছেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা ৷ সম্প্রতি CAA ইশুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ৷ ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ সেইসময়ও জামিয়ার পাশে দাঁড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুষ্কৃতী হামলার ঘটনায় আজ বৈঠক করেন কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক (HRD) ৷ বৈঠকের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রোক্টর, রেক্টরকে সচিবালয়ে ডাকা হয় ৷ বৈঠক শেষে JNU-র চিফ প্রক্টর ধনঞ্জয় সিং জানান, এটা দুর্ভাগ্যজনক যে বিশ্ববিদ্যালয়ে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে । সচিবালয়ে আজ আমাদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে । পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয় তার চেষ্টা চলছে । এদিকে গতকালের ঘটনায় বসন্তকুঞ্জ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ ।

গতকাল সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । JNU-এ দুষ্কৃতী হামলায় IG-স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার পর এই নির্দেশ দেন তিনি ।

এই হামলায় ABVP-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে । JNU-র ছাত্র সংসদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, 'যে অধ্যাপকরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন, তাঁদেরও মারধর করে ABVP আশ্রিত গুন্ডারা । তাদের মুখ ঢাকা ছিল । ' পড়ুয়াদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রত্যেকে ৷ JNU-র পড়ুয়াদের দাবি,সন্ধ্যায় হস্টেলে ঢুকে লাঠি-রড উঁচিয়ে ছাত্রছাত্রীদের হুঁশিয়ারি দেওয়া হয় । তারপর দুষ্কৃতীরা পড়ুয়াদের উপরে হামলা চালায় । বাদ পড়েননি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারাও । ভাঙচুর করা হয় হস্টেলে । পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ উঠেছে পড়ুয়াদের তরফে ৷

নাগরিকত্ব সংশোধনী (2019) আইন ইশুসহ একাধিক বিষয়ে বারবার আন্দোলনের মুখ হয়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয় ৷ শাসক দলের কোপের মুখে পড়েছেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা ৷ সম্প্রতি CAA ইশুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ৷ ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ সেইসময়ও জামিয়ার পাশে দাঁড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷

New Delhi, Jan 05 (ANI): Injured JNU students were taken to hospital after several goons entered the campus and allegedly attacked them. Jawaharlal Nehru University Student Union (JNUSU) president Aishe Ghosh was also allegedly attacked by masked goons at campus on January 05. Security was tightened outside JNU campus after the incident was reported. While JNU Students' Union claimed ABVP members of JNU behind attack on students and professors in Jawaharlal Nehru University campus, ABVP Delhi in a tweet claimed that Left student activists were behind violence in JNU campus.

Last Updated : Jan 6, 2020, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.