ETV Bharat / bharat

নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী - security

ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৈঠকে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।

চলছে বৈঠক( ছবি সৌজন্যে ANI)
author img

By

Published : Feb 26, 2019, 11:34 AM IST

Updated : Feb 26, 2019, 11:43 AM IST

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৈঠকে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।


প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে জরুরি এই বৈঠক। সীমান্তের ওপারে ভারতীয় বায়ুসেনার অভিযানের কথা আজ সকালে প্রধানমন্ত্রীকে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপরই ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটিকে বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী।

আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। বায়ুসেনা সূত্রে খবর, বায়ুসেনার ১২ টি মিরাজ যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি।

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৈঠকে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।


প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে জরুরি এই বৈঠক। সীমান্তের ওপারে ভারতীয় বায়ুসেনার অভিযানের কথা আজ সকালে প্রধানমন্ত্রীকে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপরই ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটিকে বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী।

আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। বায়ুসেনা সূত্রে খবর, বায়ুসেনার ১২ টি মিরাজ যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি।

New Delhi, Feb 26(ANI): Rainfall is likely to be normal this year, private weather forecasting agency Skymet Weather said on Monday. Coming out with the first 'Preliminary Monsoon Forecast Guidance for 2019', Skymet said, "Our first guidance for Monsoon 2019 is that there is more than 50 per cent chance of normal monsoon. We will come out with another update in the first week of April."According to the Chief Executive Officer of Skymet Weather, Jatin Singh, "The El Nino conditions were on the rise in the Pacific Ocean till December last. The temperatures are now declining, and the probability of El Nino is also falling. This will reduce to about 50 per cent by the time Monsoon arrives with a gradual decline thereafter as well. Going by the early indications, this means it is going to be devolving El Nino year."India defines average, or normal, rainfall as between 96 per cent and 104 per cent of a 50-year average of 89 cm for the entire four-month season beginning June.
Last Updated : Feb 26, 2019, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.