ETV Bharat / bharat

রাজ্যসভায় ভাইকোর মনোনয়নপত্র গ্রহণ নির্বাচন কমিশনের - dmk

তামিলনাড়ুতে DMK জোটের মাধ্যমে রাজ্যসভায় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি । গত 4 জুলাই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল । আজ তামিলনাড়ুর রাজনীতিবিদ MDMK প্রধান ভি গোপালাস্বামীর ( ভাইকো ) মনোনয়নপত্র গ্রহণ করল নির্বাচন কমিশন ।

রাজ্যসভায় ভাইকোর মনোনয়নপত্র গ্রহণ নির্বাচন কমিশনের
author img

By

Published : Jul 9, 2019, 1:16 PM IST

Updated : Jul 9, 2019, 1:53 PM IST

বেঙ্গালুরু, 9 জুলাই : তামিলনাড়ুর রাজনীতিবিদ MDMK প্রধান ভি গোপালাস্বামীর ( ভাইকো ) মনোনয়নপত্র গ্রহণ করল নির্বাচন কমিশন । তিনি কর্নাটকের রাজ্যসভায় DMK সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন ।

তামিলনাড়ুতে DMK জোটের মাধ্যমে রাজ্যসভায় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি । গত 4 জুলাই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ।

2002 সালে জয়ললিতাশাসিত AIDMK সরকারের আমলে আপত্তিকর মন্তব্য করার জন্য সন্ত্রাসদমন আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । ভেলোরে প্রায় এক বছর জেলে ছিলেন তিনি । 2009 সালে নিজের বই 'নান কুত্রাম সাতুগিরেন' প্রকাশের সময় তিনি বলেন, "শ্রীলংকায় LTTE-র বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না হলে ভারত কখনই এক দেশ থাকবে না "। এই মন্তব্যের উপর ভিত্তি করে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় । 2014 সালে তুলে নেওয়া হয় সেই মামলা ।

বেঙ্গালুরু, 9 জুলাই : তামিলনাড়ুর রাজনীতিবিদ MDMK প্রধান ভি গোপালাস্বামীর ( ভাইকো ) মনোনয়নপত্র গ্রহণ করল নির্বাচন কমিশন । তিনি কর্নাটকের রাজ্যসভায় DMK সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন ।

তামিলনাড়ুতে DMK জোটের মাধ্যমে রাজ্যসভায় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি । গত 4 জুলাই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ।

2002 সালে জয়ললিতাশাসিত AIDMK সরকারের আমলে আপত্তিকর মন্তব্য করার জন্য সন্ত্রাসদমন আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । ভেলোরে প্রায় এক বছর জেলে ছিলেন তিনি । 2009 সালে নিজের বই 'নান কুত্রাম সাতুগিরেন' প্রকাশের সময় তিনি বলেন, "শ্রীলংকায় LTTE-র বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না হলে ভারত কখনই এক দেশ থাকবে না "। এই মন্তব্যের উপর ভিত্তি করে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় । 2014 সালে তুলে নেওয়া হয় সেই মামলা ।

Mahasamund (Chhattisgarh), July 09 (ANI): Meet Toran Yadav, a para-athlete from Khatti village of Mahasamund district of Chhattisgarh. He represented India at 4th World Wealth Yoga Festival and Championship in Europe. Yadav won three silver medals in the championship. Indeed, Toran Yadav is an inspiration to all the youth. While speaking to ANI, Toran Yadav said, "I feel very proud to have represented India. I want to do something in the field of Yoga in future. I want to give the credits to my parents and my guru."

Last Updated : Jul 9, 2019, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.