ETV Bharat / bharat

কীভাবে দোষীদের শাস্তি দেওয়া উচিত শিখুক উত্তরপ্রদেশ পুলিশ : মায়াবতী

author img

By

Published : Dec 6, 2019, 11:11 AM IST

Updated : Dec 6, 2019, 12:43 PM IST

হায়দরাবাদের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত উত্তরপ্রদেশ পুলিশের ৷ মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধি পেলেও যোগী সরকার ঘুমাচ্ছে ৷ কটাক্ষ মায়াবতীর

image
মায়াবতী

লখনউ, 6 ডিসেম্বর : হায়দরাবাদের এনকাউন্টার নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী ৷ এনকাউন্টার নিয়ে হায়দরাবাদ পুলিশের ভূমিকার প্রশংসাও করেন তিনি ৷

‘‘উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ কিন্তু রাজ্য সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই ৷ BJP সরকার ঘুমাচ্ছে ৷ এখানের ও দিল্লি পুলিশের হায়দরাবাদ পুলিশের থেকে শিক্ষা নেওয়া উচিত ৷ কিন্তু, দুর্ভাগ্যজনক ভাবে এখানে অপরাধীদের সরকারি অতিথির সম্মান দেওয়া হয় ৷ উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে ৷’’ এই ভাষাতেই উত্তরপ্রদেশের যোগী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মায়াবতী ৷

হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মায়াবতীর প্রতিক্রিয়া

নির্ভয়া কাণ্ডে যদি পুলিশ একটু বেশি সক্রিয় হত নির্যাতিতর পরিবার এতদিনে বিচার পেত ৷ উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশকে নিজেদের বদলাতে হবে, তবেই অপরাধের ঘটনা কমবে ৷ মত মায়াবতীর ৷

লখনউ, 6 ডিসেম্বর : হায়দরাবাদের এনকাউন্টার নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী ৷ এনকাউন্টার নিয়ে হায়দরাবাদ পুলিশের ভূমিকার প্রশংসাও করেন তিনি ৷

‘‘উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ কিন্তু রাজ্য সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই ৷ BJP সরকার ঘুমাচ্ছে ৷ এখানের ও দিল্লি পুলিশের হায়দরাবাদ পুলিশের থেকে শিক্ষা নেওয়া উচিত ৷ কিন্তু, দুর্ভাগ্যজনক ভাবে এখানে অপরাধীদের সরকারি অতিথির সম্মান দেওয়া হয় ৷ উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে ৷’’ এই ভাষাতেই উত্তরপ্রদেশের যোগী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মায়াবতী ৷

হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মায়াবতীর প্রতিক্রিয়া

নির্ভয়া কাণ্ডে যদি পুলিশ একটু বেশি সক্রিয় হত নির্যাতিতর পরিবার এতদিনে বিচার পেত ৷ উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশকে নিজেদের বদলাতে হবে, তবেই অপরাধের ঘটনা কমবে ৷ মত মায়াবতীর ৷

Hyderabad, Dec 06 (ANI): After all four accused were killed in police encounter in Telangana's woman veterinarian rape and murder case, father of victim said that his daughter's soul must be at peace now. "It has been 10 days to the day my daughter died. I express my gratitude towards the police and government for this. My daughter's soul must be at peace now," said rape victim's Father.
Last Updated : Dec 6, 2019, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.