ETV Bharat / bharat

বিহার ও উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত কমপক্ষে 31

बिहार में एक बार फिर वज्रपात का कहर टूट पड़ा है. दो पूर्वी और पश्चिमी चंपारण में ठनका गिरने से 4 लोगों की मौत हो गई है. इसी के साथ अब तक बिहार में कुल 14 लोगों की मौत की खबर है.

thunderstorm in bihar
ফাইল ছবি
author img

By

Published : Jul 2, 2020, 4:14 PM IST

Updated : Jul 2, 2020, 10:26 PM IST

16:09 July 02

ফের একবার বিহারে বাজ পড়ে মৃত্যুর খবর সামনে এল । এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিহারে বজ্রাঘাতে 26 জনের মৃত্যু হয়েছে ।

পটনা, 2 জুলাই : বিহারে ফের একবার বাজ পড়ে একাধিক জনের মৃত্যুর খবর সামনে এল । এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে 26 জনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । অন্যদিকে উত্তরপ্রদেশেও বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে।

বিহারের পটনা, বেগুসরাই, খাগরিয়া, পূর্ণিয়া, ভোজপুর, বৈশালি, সুপৌল জেলায় আগামী 48 ঘণ্টা কড়া সতর্কতা জারি করা হয়েছে । এই জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সমস্তিপুরে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে । পটনায় বাজ পড়ে মারা গেছেন ছয়জন । মোতিহারিতে চারজন, কাঠিয়ারে তিনজন, শিবাহারে ও মাধেপুরায় দু'জনের মৃত্যুর খবর সামনে এসেছে । এদিকে পূর্ণিয়া ও বেটিয়া থেকেও একজন করে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন বলে খবর ।

পাশাপাশি উত্তরপ্রদেশ থেকেও একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দুই মহিলাসহ পাঁচজন বাজ পড়ে মারা গেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় । জখম হয়েছে আরও 12 জন ।

এর আগে গতমাসের শেষে বিহারে বাজ পড়ে একদিনে 83 জনের মৃত্যু হয়েছিল । উত্তরপ্রদেশ থেকেও ওই একইদিনে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছিল । দুই রাজ্য মিলিয়ে একদিনে 108 জনের মৃত্যু হয়েছিল সেদিন ।

বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে । বজ্রপাত থেকে বাঁচতে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি (IITM)-র তরফে উদ্বোধন করা হয় এই অ্যাপের ৷ এই ফ্রি মোবাইল অ্যাপ মানুষকে বজ্রপাত নিয়ে সতর্ক করতে পারে ৷ 2018 সালে উদ্বোধন করা হয় এই অ্যাপটির ৷ যে কোনও জায়গায় বজ্রপাত হওয়ার 35-40 মিনিট আগে মানুষকে সতর্ক করতে পারে এই অ্যাপ ৷

16:09 July 02

ফের একবার বিহারে বাজ পড়ে মৃত্যুর খবর সামনে এল । এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিহারে বজ্রাঘাতে 26 জনের মৃত্যু হয়েছে ।

পটনা, 2 জুলাই : বিহারে ফের একবার বাজ পড়ে একাধিক জনের মৃত্যুর খবর সামনে এল । এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে 26 জনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । অন্যদিকে উত্তরপ্রদেশেও বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে।

বিহারের পটনা, বেগুসরাই, খাগরিয়া, পূর্ণিয়া, ভোজপুর, বৈশালি, সুপৌল জেলায় আগামী 48 ঘণ্টা কড়া সতর্কতা জারি করা হয়েছে । এই জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সমস্তিপুরে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে । পটনায় বাজ পড়ে মারা গেছেন ছয়জন । মোতিহারিতে চারজন, কাঠিয়ারে তিনজন, শিবাহারে ও মাধেপুরায় দু'জনের মৃত্যুর খবর সামনে এসেছে । এদিকে পূর্ণিয়া ও বেটিয়া থেকেও একজন করে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন বলে খবর ।

পাশাপাশি উত্তরপ্রদেশ থেকেও একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দুই মহিলাসহ পাঁচজন বাজ পড়ে মারা গেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় । জখম হয়েছে আরও 12 জন ।

এর আগে গতমাসের শেষে বিহারে বাজ পড়ে একদিনে 83 জনের মৃত্যু হয়েছিল । উত্তরপ্রদেশ থেকেও ওই একইদিনে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছিল । দুই রাজ্য মিলিয়ে একদিনে 108 জনের মৃত্যু হয়েছিল সেদিন ।

বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে । বজ্রপাত থেকে বাঁচতে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি (IITM)-র তরফে উদ্বোধন করা হয় এই অ্যাপের ৷ এই ফ্রি মোবাইল অ্যাপ মানুষকে বজ্রপাত নিয়ে সতর্ক করতে পারে ৷ 2018 সালে উদ্বোধন করা হয় এই অ্যাপটির ৷ যে কোনও জায়গায় বজ্রপাত হওয়ার 35-40 মিনিট আগে মানুষকে সতর্ক করতে পারে এই অ্যাপ ৷

Last Updated : Jul 2, 2020, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.