ETV Bharat / bharat

রাজস্থানের আলওয়ারে শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

মৃতের পরিবারের বক্তব্য, গতকাল রুদমালের খোঁজে শেরপুর গ্রাম থেকে পাঁচজন তাদের বাড়িতে এসেছিল । তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল । রুদমাল ঘর থেকে বাইরে বের হলে তাকে মারতে শুরু করে তারা । টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায় ।

Youth brutally beaten to death at alwar
Youth brutally beaten to death at alwar
author img

By

Published : Oct 13, 2020, 4:52 PM IST

আলওয়ার(রাজস্থান), 13 অক্টোবর : শ্লীলতাহানিতে অভিযুক্ত এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । রাজস্থানের আলওয়ারের কোটকাসিম এলাকার চৌকি গ্রামের ঘটনা ।

মৃত যুবকের নাম রুদমাল । তার পরিবারের সদস্যদের বক্তব্য, গতকাল রুদমালের খোঁজে শেরপুর গ্রাম থেকে পাঁচজন তাদের বাড়িতে এসেছিল । তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল । রুদমাল ঘর থেকে বাইরে বের হলে তাকে মারতে শুরু করে তারা । টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায় ।

ঘটনায় রুদমালের পরিবারের তরফে শেরপুরের বাসিন্দা অজিত, রাজপাল, ললিত এবং জিতেশসহ অন্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । রুদমালের আত্মীয়রা বলেন, তাকে বাঁচাতে অজিতের বাড়ি ছুটে যান তাঁরা । কিন্তু সেখানে গিয়ে রুদমালকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন । পরে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পুলিশ ঘটনাস্থানে পৌঁছনোর আগেই ওই যুবকের মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের বাসিন্দারা । পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা । গ্রামবাসীদের আশ্বস্ত করে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ।

আলওয়ার(রাজস্থান), 13 অক্টোবর : শ্লীলতাহানিতে অভিযুক্ত এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । রাজস্থানের আলওয়ারের কোটকাসিম এলাকার চৌকি গ্রামের ঘটনা ।

মৃত যুবকের নাম রুদমাল । তার পরিবারের সদস্যদের বক্তব্য, গতকাল রুদমালের খোঁজে শেরপুর গ্রাম থেকে পাঁচজন তাদের বাড়িতে এসেছিল । তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল । রুদমাল ঘর থেকে বাইরে বের হলে তাকে মারতে শুরু করে তারা । টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায় ।

ঘটনায় রুদমালের পরিবারের তরফে শেরপুরের বাসিন্দা অজিত, রাজপাল, ললিত এবং জিতেশসহ অন্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । রুদমালের আত্মীয়রা বলেন, তাকে বাঁচাতে অজিতের বাড়ি ছুটে যান তাঁরা । কিন্তু সেখানে গিয়ে রুদমালকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন । পরে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পুলিশ ঘটনাস্থানে পৌঁছনোর আগেই ওই যুবকের মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের বাসিন্দারা । পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা । গ্রামবাসীদের আশ্বস্ত করে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.