ETV Bharat / bharat

ফ্ল্য়াটের দেওয়ালের মধ্যে প্রেমিকার দেহ, গ্রেপ্তার যুবক - খুন ও প্রমাণ লোপাট

পুলিশ জানিয়েছে, বছর 32-র ওই যুবতি গত পাঁচ বছর ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন ৷ গত বছর 21 অক্টোবর ওই যুবকের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল ৷ ওই যুবতি তাঁর প্রেমিককে বিয়ের জন্য় চাপ দিচ্ছিল বলে জানা গিয়েছে ৷ সেই কারণেই সে ওই যুবতিকে খুন করে ফ্ল্য়াটের দেওয়ালে গেঁথে দিয়েছিল ৷

man-kills-girlfriend-hides-her-body-in-walls-of-flat-held
প্রেমিকাকে খুন করে, ফ্ল্য়াটের দেওয়ালে গেঁথে দিল যুবক
author img

By

Published : Jan 16, 2021, 2:18 PM IST

পালগড় (মহারাষ্ট্র), 16 জানুয়ারি : প্রেমিকাকে খুন করে ফ্ল্য়াটের দেওয়ালে দেহ গেঁথে দিয়েছিল যুবক ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড় জেলায় ৷ ঘটনার প্রায় 3 মাস পর ফ্ল্য়াটের দেওয়াল থেকে ওই যুবতির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ ৷ শনিবার এমনই জানিয়েছে পালগড় পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ।

পুলিশ জানিয়েছে, বছর 32-র ওই যুবতি গত পাঁচ বছর ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন ৷ গত বছর 21 অক্টোবর ওই যুবকের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল ৷ ওই যুবতি তাঁর প্রেমিককে বিয়ের জন্য় চাপ দিচ্ছিল বলে জানা গিয়েছে ৷ সেই কারণেই সে ওই যুবতিকে খুন করে ফ্ল্য়াটের দেওয়ালে গেঁথে দিয়েছিল ৷ দীর্ঘদিন মেয়ের কোনও খোঁজ খবর না পেয়ে, তাঁর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেন মৃতের পরিবার ৷ যুবতির পরিবারকে সে জানায়, তাঁদের মেয়ে গুজরাতে গিয়েছেন ৷

আরও পড়ুন : কর্ণাটকে পথ দুর্ঘটনায় মৃত 11

সেই ঘটনার বেশ কয়েকদিন পরেও মেয়ের সঙ্গে যোগাযোগ না হওয়ায়, পুলিশের দ্বারস্থ হন যুবতির পরিবার ৷ তদন্তে নেমে পুলিশ ওই যুবতির প্রেমিককে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে শেষবার, গতবছরের 21 অক্টোবর ওই যুবতিকে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা গিয়েছিল ৷ এরপর ওই যুবককে চাপ দিতেই সে খুনের কথা শিকার করে ৷ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷

পালগড় (মহারাষ্ট্র), 16 জানুয়ারি : প্রেমিকাকে খুন করে ফ্ল্য়াটের দেওয়ালে দেহ গেঁথে দিয়েছিল যুবক ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড় জেলায় ৷ ঘটনার প্রায় 3 মাস পর ফ্ল্য়াটের দেওয়াল থেকে ওই যুবতির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ ৷ শনিবার এমনই জানিয়েছে পালগড় পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ।

পুলিশ জানিয়েছে, বছর 32-র ওই যুবতি গত পাঁচ বছর ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন ৷ গত বছর 21 অক্টোবর ওই যুবকের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল ৷ ওই যুবতি তাঁর প্রেমিককে বিয়ের জন্য় চাপ দিচ্ছিল বলে জানা গিয়েছে ৷ সেই কারণেই সে ওই যুবতিকে খুন করে ফ্ল্য়াটের দেওয়ালে গেঁথে দিয়েছিল ৷ দীর্ঘদিন মেয়ের কোনও খোঁজ খবর না পেয়ে, তাঁর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেন মৃতের পরিবার ৷ যুবতির পরিবারকে সে জানায়, তাঁদের মেয়ে গুজরাতে গিয়েছেন ৷

আরও পড়ুন : কর্ণাটকে পথ দুর্ঘটনায় মৃত 11

সেই ঘটনার বেশ কয়েকদিন পরেও মেয়ের সঙ্গে যোগাযোগ না হওয়ায়, পুলিশের দ্বারস্থ হন যুবতির পরিবার ৷ তদন্তে নেমে পুলিশ ওই যুবতির প্রেমিককে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে শেষবার, গতবছরের 21 অক্টোবর ওই যুবতিকে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা গিয়েছিল ৷ এরপর ওই যুবককে চাপ দিতেই সে খুনের কথা শিকার করে ৷ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.