ETV Bharat / bharat

কিশোরীকে বাড়িতে রেখে নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি - sexually assualt

কিশোরীকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার হল এক ব্যক্তি ৷ জানা গেছে, সে আগে একটি হোম চালাত ৷ সেখানেই ছিল ওই কিশোরী ৷ তারপর হোম বন্ধ করলেও কিশোরীকে নিজের বাড়িতে কাজ করাত সে ৷ অভিযোগ, গত কয়েকদিন ধরে তার উপর নির্যাতন করে ৷

man arrested for sexually assaulting a 17 year old girl
সুলুরে নাবালিকাকে নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি
author img

By

Published : Jun 22, 2020, 1:44 PM IST

কোয়েম্বাটোর, 22 জুন : কিশোরীকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে ৷ তামিলনাড়ুর কোয়েম্বাটোরের সুলুর গ্রামের ঘটনা ৷ অভিযোগ, সে ওই কিশোরীকে দিয়ে তার বাড়ির কাজ করাত ৷ এরপর গত কয়েকদিন ধরেই মেয়েটির উপর শারীরিক নির্যাতন করে ৷ খবর পেয়ে সুলুর পুলিশ বিষয়টি পেরুর অল উইমেন পুলিশকে জানায় ৷ পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে ৷ ধৃতকে আদালতে তোলা হয় ৷ সেখানে তাকে পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় ৷

জানা গেছে, বছর সতেরোর ওই নির্যাতিতার মা-বাবা মারা যায় আগেই ৷ এরপর তার আত্মীয়রা কিশোরীকে ওই ব্যক্তির হোমে দিয়ে আসে ৷ প্রায় 7 বছর ধরে শিশুদের জন্য হোম চালাত ওই ব্যক্তি ৷ কিন্তু গত 4 বছর আগেই সেই হোম বন্ধ করে দেয় সে ৷ এরপর সেখানে থাকা নাবালক-নাবালিকাদের নিজেদের পরিবারের আত্মীয় কিংবা মা-বাবার হাতে তুলে দেয় ব্যক্তিটি ৷ কিন্তু ওই কিশোরীকে সে রেখে দেয় ৷ অভিযোগ, তাকে দিয়ে সে তার বাড়ির কাজ করাত ৷ এরপর গত কয়েকদিন ধরেই তার উপর শারীরিক নির্যাতন করতে থাকে ব্যক্তিটি ৷ এরপর সুযোগ পেয়ে মেয়েটি তার গ্রামে থাকা পরিবারকে ফোন করে বিষয়টি জানায় ৷ তার আত্মীয়রাই পুলিশে খবর দেয় ৷ ওই ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার আত্মীয়রা ৷

এরপর পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে ৷ গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকেও ৷ তাকে আদালতে তোলা হয় ৷ আদালত থেকে তাকে পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় ৷ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

কোয়েম্বাটোর, 22 জুন : কিশোরীকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে ৷ তামিলনাড়ুর কোয়েম্বাটোরের সুলুর গ্রামের ঘটনা ৷ অভিযোগ, সে ওই কিশোরীকে দিয়ে তার বাড়ির কাজ করাত ৷ এরপর গত কয়েকদিন ধরেই মেয়েটির উপর শারীরিক নির্যাতন করে ৷ খবর পেয়ে সুলুর পুলিশ বিষয়টি পেরুর অল উইমেন পুলিশকে জানায় ৷ পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে ৷ ধৃতকে আদালতে তোলা হয় ৷ সেখানে তাকে পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় ৷

জানা গেছে, বছর সতেরোর ওই নির্যাতিতার মা-বাবা মারা যায় আগেই ৷ এরপর তার আত্মীয়রা কিশোরীকে ওই ব্যক্তির হোমে দিয়ে আসে ৷ প্রায় 7 বছর ধরে শিশুদের জন্য হোম চালাত ওই ব্যক্তি ৷ কিন্তু গত 4 বছর আগেই সেই হোম বন্ধ করে দেয় সে ৷ এরপর সেখানে থাকা নাবালক-নাবালিকাদের নিজেদের পরিবারের আত্মীয় কিংবা মা-বাবার হাতে তুলে দেয় ব্যক্তিটি ৷ কিন্তু ওই কিশোরীকে সে রেখে দেয় ৷ অভিযোগ, তাকে দিয়ে সে তার বাড়ির কাজ করাত ৷ এরপর গত কয়েকদিন ধরেই তার উপর শারীরিক নির্যাতন করতে থাকে ব্যক্তিটি ৷ এরপর সুযোগ পেয়ে মেয়েটি তার গ্রামে থাকা পরিবারকে ফোন করে বিষয়টি জানায় ৷ তার আত্মীয়রাই পুলিশে খবর দেয় ৷ ওই ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার আত্মীয়রা ৷

এরপর পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে ৷ গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকেও ৷ তাকে আদালতে তোলা হয় ৷ আদালত থেকে তাকে পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় ৷ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.