দিল্লি, 2 জুন : "হিরণ্যকশিপু নামে এক রাক্ষস ছিল । জয়শ্রীরাম বলায় ছেলেকে সে কারাগারে বন্দী করে রেখেছিল । আর বাংলায় এখন ঠিক সেটাই হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় হিরণ্যকশিপুর বংশধর নয় তো ?" আজ এমনই মন্তব্য করলেন BJP নেতা সাক্ষী মহারাজ ।
জয়শ্রীরাম ইশুতে শাসক-বিরোধী বাকবিতণ্ডা অব্যাহত । চন্দ্রকোনা, জগদ্দল ও নৈহাটির পর আজ ফেসবুকেও জয়শ্রীরাম নিয়ে সরব হন মমতা । লেখেন, "কোনও রাজনৈতিক দলের ব়্যালিতে যেকোনও স্লোগান নিয়ে আমার কোনও আপত্তি নেই । সেটা তাদের দলের জন্য । প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান রয়েছে । যেমন আমাদের জয় হিন্দ, বন্দে মাতরম । বামেদের ইনকিলাব জ়িন্দাবাদ । আমার তাতে কোনও সমস্যা নেই ।" তবে BJP ধর্মীয় স্লোগানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি ।
-
Sakshi Maharaj, BJP MP from Unnao: Ek rakshas tha Hiranyakashyap, uske bete ne kaha tha 'Jai Shri Ram,' baap ne bete ko jail mein band kar diya tha. Aur wahi Bengal mein dohraya ja raha hai toh lagta hai ki Hiranyakashyap ke khandan ki toh nahi hain Mamata. pic.twitter.com/p8rIAGxA4W
— ANI (@ANI) June 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sakshi Maharaj, BJP MP from Unnao: Ek rakshas tha Hiranyakashyap, uske bete ne kaha tha 'Jai Shri Ram,' baap ne bete ko jail mein band kar diya tha. Aur wahi Bengal mein dohraya ja raha hai toh lagta hai ki Hiranyakashyap ke khandan ki toh nahi hain Mamata. pic.twitter.com/p8rIAGxA4W
— ANI (@ANI) June 2, 2019Sakshi Maharaj, BJP MP from Unnao: Ek rakshas tha Hiranyakashyap, uske bete ne kaha tha 'Jai Shri Ram,' baap ne bete ko jail mein band kar diya tha. Aur wahi Bengal mein dohraya ja raha hai toh lagta hai ki Hiranyakashyap ke khandan ki toh nahi hain Mamata. pic.twitter.com/p8rIAGxA4W
— ANI (@ANI) June 2, 2019
এরপরই মমতাকে হিরণ্যকশিপুর সঙ্গে তুলনা করেন BJP নেতা তথা সাংসদ সাক্ষী মহারাজ । বলেন, জয়শ্রীরাম বলায় ছেলেকে সে কারাগারে বন্দী করে রেখেছিল । বাংলায় এখন ঠিক সেটাই হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় হিরণ্যকশিপুর বংশধর নয় তো ?"
তিনি আরও বলেন, "যারা জয়শ্রীরাম বলছেন, তাঁদের জেলে পাঠানো হচ্ছে । এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারাচ্ছেন, রাস্তায় নামছেন । জয়শ্রীরাম ধ্বনির বিরোধিতায় তিনি না জানি আর কত যোজনা তৈরি করবেন ।"
এই সংক্রান্ত খবর : জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা