ETV Bharat / bharat

"দিল্লির জনগণ BJP-কে প্রত্যাখান করেছে", কেজরিওয়ালকে অভিনন্দন মমতার

কেজরিওয়ালকে ফোন করে জয়ের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘দিল্লির জনগণ BJP-কে প্রত্যাখান করেছে ৷ CAA, NRC ও  NPR চায় না জনগণ ৷ তাই উন্নয়নেরই জয় হয়েছে ৷’’

mamata congratulate kejriwal
কেজরিওয়ালকে অভিনন্দন মমতার
author img

By

Published : Feb 11, 2020, 1:11 PM IST

Updated : Feb 11, 2020, 3:35 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি : ভোটের ফল এখনও সম্পূর্ণ প্রকাশ না হলেও দিল্লির গদিতে যে কেজরিওয়ালই প্রত্যাবর্তন করছেন, তা নিশ্চিত ৷ AAP-এর বিপুল জয়ে ইতিমধ্যে সব দলই অভিনন্দন জানাতে শুরু করেছে ৷ ব্যতিক্রম নন মমতাও ৷

কেজরিওয়ালকে ফোন করে জয়ের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘দিল্লির জনগণ BJP-কে প্রত্যাখান করেছে ৷ CAA, NRC ও NPR চায় না জনগণ ৷ তাই উন্নয়নেরই জয় হয়েছে ৷’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

দিল্লি নির্বাচনে AAP -এর জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থানের ফল এর আগে দেখেছি ৷ এবার দিল্লির ফলও স্পষ্ট করে দিচ্ছে মানুষ কী চায় ৷ প্রতিটি নির্বাচনেই BJP হার স্বীকার করেছে, কেবল লোকসভাতেই তারা জয় নিশ্চিত করতে পেরেছিল ৷ দ্বিতীয়বার গদিতে বসার পর তাদের ঔদ্ধত্য ও রাজনৈতিক প্রতিহিংসাই প্রকাশ পেয়েছে ৷ যার ফলে আজ দেশে আগুন জ্বলছে ৷ বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকারত্ব, অর্থনীতি, দেশের উন্নয়ন, মূল্যবৃদ্ধি ইত্যাদি ৷ কিন্তু তারা কেবল রাজনৈতিক কর্মসূচি নিয়েই চিন্তিত ৷ তাদের হাতে প্রচুর টাকা, তাই জলের মত টাকা ওড়াচ্ছে ৷ এক সম্প্রদায়ের কাছে আর এক সম্প্রদায়ের নামে মিথ্যা গুজব রটাচ্ছে ৷ BJP-র এই বিভ্রান্তিমূলক রাজনীতি দেশে চলবে না ৷ দেশের মানুষের চাই খাবার ৷’’


CAA-NRC প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ CAA-NRC-NPR সাধারণ মানুষ গ্রহণ করবে না, প্রতিটি বিষয়কেই মানুষ প্রত্যাখান করছে ৷ সাধারণ মানুষ যাবতীয় বিষয়েই BJP-কে প্রত্যাখান করছে, কেবল উন্নয়নই কাজ করবে ৷ দেশে শিল্প কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতির বেহাল অবস্থা ৷ বেকারত্ব আকাশছোঁয়া, সাধারণ মানুষের চাহিদা নিয়ে তাদের কোনও মাথাব্যথ্যা নেই ৷ তারা মানুষকে বিভাজিত করতেই ব্যস্ত ৷’’

কেন্দ্রের বিরুদ্ধে AAP -এর বড় জয়কে উল্লেখ করে তিনি বলেন, ‘‘যেখানেই আঞ্চলিক দল শক্তিশালী, সেখানে সেই দলগুলিই জিতছে ৷ যেখানে আঞ্চলিক দল শক্তিশালী নয়, সেখানে কংগ্রেস জিতছে ৷ শক্তিশালী দলগুলি একসঙ্গে লড়াই করুক ৷’’ কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, বাজেট চলায় এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত না নিলেও, তিনি ইতিমধ্যে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি বলেন, "AAP-এর জয়ে আমি খুব খুশি ৷ আশা করছি এবার BJP CAA-NRC প্রত্যাহার করে নিয়ে দেশের অর্থনীতির উন্নয়নে প্রচেষ্ট হবে ৷"

কেবল মমতাই নন, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায়ও বলেন , ‘‘BJP র ‘হাই ভোল্টেজ’ প্রচার ব্যর্থ ৷ আমি খুশি যে কেজরিওয়াল জিতছে ৷ দিল্লির জনগণ এটাই চেয়েছিল ৷’’

দিল্লি, 11 ফেব্রুয়ারি : ভোটের ফল এখনও সম্পূর্ণ প্রকাশ না হলেও দিল্লির গদিতে যে কেজরিওয়ালই প্রত্যাবর্তন করছেন, তা নিশ্চিত ৷ AAP-এর বিপুল জয়ে ইতিমধ্যে সব দলই অভিনন্দন জানাতে শুরু করেছে ৷ ব্যতিক্রম নন মমতাও ৷

কেজরিওয়ালকে ফোন করে জয়ের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘দিল্লির জনগণ BJP-কে প্রত্যাখান করেছে ৷ CAA, NRC ও NPR চায় না জনগণ ৷ তাই উন্নয়নেরই জয় হয়েছে ৷’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

দিল্লি নির্বাচনে AAP -এর জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থানের ফল এর আগে দেখেছি ৷ এবার দিল্লির ফলও স্পষ্ট করে দিচ্ছে মানুষ কী চায় ৷ প্রতিটি নির্বাচনেই BJP হার স্বীকার করেছে, কেবল লোকসভাতেই তারা জয় নিশ্চিত করতে পেরেছিল ৷ দ্বিতীয়বার গদিতে বসার পর তাদের ঔদ্ধত্য ও রাজনৈতিক প্রতিহিংসাই প্রকাশ পেয়েছে ৷ যার ফলে আজ দেশে আগুন জ্বলছে ৷ বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকারত্ব, অর্থনীতি, দেশের উন্নয়ন, মূল্যবৃদ্ধি ইত্যাদি ৷ কিন্তু তারা কেবল রাজনৈতিক কর্মসূচি নিয়েই চিন্তিত ৷ তাদের হাতে প্রচুর টাকা, তাই জলের মত টাকা ওড়াচ্ছে ৷ এক সম্প্রদায়ের কাছে আর এক সম্প্রদায়ের নামে মিথ্যা গুজব রটাচ্ছে ৷ BJP-র এই বিভ্রান্তিমূলক রাজনীতি দেশে চলবে না ৷ দেশের মানুষের চাই খাবার ৷’’


CAA-NRC প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ CAA-NRC-NPR সাধারণ মানুষ গ্রহণ করবে না, প্রতিটি বিষয়কেই মানুষ প্রত্যাখান করছে ৷ সাধারণ মানুষ যাবতীয় বিষয়েই BJP-কে প্রত্যাখান করছে, কেবল উন্নয়নই কাজ করবে ৷ দেশে শিল্প কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতির বেহাল অবস্থা ৷ বেকারত্ব আকাশছোঁয়া, সাধারণ মানুষের চাহিদা নিয়ে তাদের কোনও মাথাব্যথ্যা নেই ৷ তারা মানুষকে বিভাজিত করতেই ব্যস্ত ৷’’

কেন্দ্রের বিরুদ্ধে AAP -এর বড় জয়কে উল্লেখ করে তিনি বলেন, ‘‘যেখানেই আঞ্চলিক দল শক্তিশালী, সেখানে সেই দলগুলিই জিতছে ৷ যেখানে আঞ্চলিক দল শক্তিশালী নয়, সেখানে কংগ্রেস জিতছে ৷ শক্তিশালী দলগুলি একসঙ্গে লড়াই করুক ৷’’ কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, বাজেট চলায় এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত না নিলেও, তিনি ইতিমধ্যে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি বলেন, "AAP-এর জয়ে আমি খুব খুশি ৷ আশা করছি এবার BJP CAA-NRC প্রত্যাহার করে নিয়ে দেশের অর্থনীতির উন্নয়নে প্রচেষ্ট হবে ৷"

কেবল মমতাই নন, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায়ও বলেন , ‘‘BJP র ‘হাই ভোল্টেজ’ প্রচার ব্যর্থ ৷ আমি খুশি যে কেজরিওয়াল জিতছে ৷ দিল্লির জনগণ এটাই চেয়েছিল ৷’’

Srinagar, Feb 11 (ANI): Combat sports enthusiasts in Srinagar participated in district-level Judo championship on February 10. It was organised by JandK Judo association for Kashmiri players. Championship aim at enhancing mental and physical fitness of the players. The winning players will be selected for state-level competition. Students are getting exposure to learn self defence and self protection.
Last Updated : Feb 11, 2020, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.