দিল্লি, 11 ফেব্রুয়ারি : ভোটের ফল এখনও সম্পূর্ণ প্রকাশ না হলেও দিল্লির গদিতে যে কেজরিওয়ালই প্রত্যাবর্তন করছেন, তা নিশ্চিত ৷ AAP-এর বিপুল জয়ে ইতিমধ্যে সব দলই অভিনন্দন জানাতে শুরু করেছে ৷ ব্যতিক্রম নন মমতাও ৷
কেজরিওয়ালকে ফোন করে জয়ের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘দিল্লির জনগণ BJP-কে প্রত্যাখান করেছে ৷ CAA, NRC ও NPR চায় না জনগণ ৷ তাই উন্নয়নেরই জয় হয়েছে ৷’’
দিল্লি নির্বাচনে AAP -এর জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থানের ফল এর আগে দেখেছি ৷ এবার দিল্লির ফলও স্পষ্ট করে দিচ্ছে মানুষ কী চায় ৷ প্রতিটি নির্বাচনেই BJP হার স্বীকার করেছে, কেবল লোকসভাতেই তারা জয় নিশ্চিত করতে পেরেছিল ৷ দ্বিতীয়বার গদিতে বসার পর তাদের ঔদ্ধত্য ও রাজনৈতিক প্রতিহিংসাই প্রকাশ পেয়েছে ৷ যার ফলে আজ দেশে আগুন জ্বলছে ৷ বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকারত্ব, অর্থনীতি, দেশের উন্নয়ন, মূল্যবৃদ্ধি ইত্যাদি ৷ কিন্তু তারা কেবল রাজনৈতিক কর্মসূচি নিয়েই চিন্তিত ৷ তাদের হাতে প্রচুর টাকা, তাই জলের মত টাকা ওড়াচ্ছে ৷ এক সম্প্রদায়ের কাছে আর এক সম্প্রদায়ের নামে মিথ্যা গুজব রটাচ্ছে ৷ BJP-র এই বিভ্রান্তিমূলক রাজনীতি দেশে চলবে না ৷ দেশের মানুষের চাই খাবার ৷’’
CAA-NRC প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ CAA-NRC-NPR সাধারণ মানুষ গ্রহণ করবে না, প্রতিটি বিষয়কেই মানুষ প্রত্যাখান করছে ৷ সাধারণ মানুষ যাবতীয় বিষয়েই BJP-কে প্রত্যাখান করছে, কেবল উন্নয়নই কাজ করবে ৷ দেশে শিল্প কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতির বেহাল অবস্থা ৷ বেকারত্ব আকাশছোঁয়া, সাধারণ মানুষের চাহিদা নিয়ে তাদের কোনও মাথাব্যথ্যা নেই ৷ তারা মানুষকে বিভাজিত করতেই ব্যস্ত ৷’’
কেন্দ্রের বিরুদ্ধে AAP -এর বড় জয়কে উল্লেখ করে তিনি বলেন, ‘‘যেখানেই আঞ্চলিক দল শক্তিশালী, সেখানে সেই দলগুলিই জিতছে ৷ যেখানে আঞ্চলিক দল শক্তিশালী নয়, সেখানে কংগ্রেস জিতছে ৷ শক্তিশালী দলগুলি একসঙ্গে লড়াই করুক ৷’’ কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, বাজেট চলায় এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত না নিলেও, তিনি ইতিমধ্যে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি বলেন, "AAP-এর জয়ে আমি খুব খুশি ৷ আশা করছি এবার BJP CAA-NRC প্রত্যাহার করে নিয়ে দেশের অর্থনীতির উন্নয়নে প্রচেষ্ট হবে ৷"
কেবল মমতাই নন, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায়ও বলেন , ‘‘BJP র ‘হাই ভোল্টেজ’ প্রচার ব্যর্থ ৷ আমি খুশি যে কেজরিওয়াল জিতছে ৷ দিল্লির জনগণ এটাই চেয়েছিল ৷’’