ETV Bharat / bharat

ওড়িশায় মাওবাদী দাপট, মালকানগিরিতে উদ্ধার 7 টি বিস্ফোরক - বিএসএফ

মালকানগিরির জোদামবায় একটি পুরোনো ব্রিজের নিচে এই সাতটি বোমা রেখেছিল মাওমাদীরা ৷ অভিযানে অত্য়াধুনিক বোম্ব ডিটেক্টর ব্য়বহার করে বোমগুলি উদ্ধার করে বিএসএফ ৷ ল্য়ান্ড মাইনগুলি মাটির নিচে পুঁতে রেখেছিল মাওমাদীরা ৷

malkangiri-7-bombs-recovered-by-bsf-jawans_on_teusday
ওড়িশায় মাওবাদী দাপট, মালকানগিরিতে উদ্ধার 7 টি বিস্ফোরক
author img

By

Published : Oct 20, 2020, 2:32 PM IST

মালকানগিরি (ওড়িশা), 20 অক্টোবর: ক্রমেই বেড়ে চলেছে মাওবাদীদের দাপাদাপি ৷ এবার ওড়িশার মালকানগিরিতে সাতটি বিস্ফোরক উদ্ধার করলো বিএসএফ ৷ যার মধ্যে ল্য়ান্ড মাইন ও টিফিন বোম ছিল বলে জানা গিয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সকালে ওড়িশা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে যায় BSF. মালকানগিরির জোদামবায় একটি পুরোনো ব্রিজের নিচে এই সাতটি বোম রেখেছিল মাওমাদীরা ৷ অভিযানে অত্য়াধুনিক বোম্ব ডিটেক্টর ব্য়বহার করে বোম্বগুলি উদ্ধার করে বিএসএফ ৷ ল্য়ান্ড মাইনগুলি মাটির নিচে পুঁতে রেখেছিল মাওমাদীরা ৷

এর আগে গত শুক্রবার মাওবাদীদের আলট্রাস বাহিনী ওড়িশা ছত্তিশগড় সীমানায় সুকমা জেলার এরাবর গ্রামে BSNL-র একটি টাওয়ার উড়িয়ে দেয় ৷ শুধু তাই নয় , ওই গ্রামে ঢোকার পথ বড় বড় পাথর ফেলে বন্ধ করে দিয়েছিল মাওবাদীরা ৷ পাশাপাশি, সরকার ও নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে পোস্টার মেরে জঙ্গলে ঢুকে যায় ৷ এর জেরে CRPF-কে বিস্ফোরণস্থলে পৌঁছতে বেগ পেতে হয় ৷ পরে বোল্ডারগুলি সরিয়ে নিরাপত্তাবাহিনীকে গ্রামে ঢুকতে হয় ৷ এর আগে গত সপ্তাহে বৃহস্পতিবার, মালকানগিরির রাজুলকুন্ডার জঙ্গলে 21 কিলোর জিলেটিন বিস্ফোরক উদ্ধার করেছিল BSF.

তবে শুধু ওড়িশা বা ছত্তিশগড় নয় ৷ সাম্প্রতিককালে তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গেও মাওবাদীদের দাপট বাড়তে শুরু করেছে ৷ গত 10 অক্টোবর তেলাঙ্গানার টিআরএসের এক নেতাকে হত্য়া করে মাওবাদীরা ৷ সেই ঘটনার পর থেকে তেলাঙ্গানা ও ছত্তিশগড় সীমানায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী ৷ সেই অভিযানে গতকালই তেলাঙ্গানা পুলিশের বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদীর মৃত্য়ু হয় ৷ এমনকি গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলেও মাওবাদী আনাগোনা শুরু হয়েছে ৷ রাজ্য় সরকারের বিরুদ্ধে লেখা পোস্টার উদ্ধার হয়েছে জঙ্গলমহল থেকে ৷ এ নিয়ে রাজ্য়ের গোয়েন্দাবিভাগ উচ্চপর্যায়ের বৈঠকও করে ৷ আগামী বছর রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে, ফের একবার মাওবাদী আনাগোনা স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে রাজ্য় প্রশাসনকে ৷

মালকানগিরি (ওড়িশা), 20 অক্টোবর: ক্রমেই বেড়ে চলেছে মাওবাদীদের দাপাদাপি ৷ এবার ওড়িশার মালকানগিরিতে সাতটি বিস্ফোরক উদ্ধার করলো বিএসএফ ৷ যার মধ্যে ল্য়ান্ড মাইন ও টিফিন বোম ছিল বলে জানা গিয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সকালে ওড়িশা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে যায় BSF. মালকানগিরির জোদামবায় একটি পুরোনো ব্রিজের নিচে এই সাতটি বোম রেখেছিল মাওমাদীরা ৷ অভিযানে অত্য়াধুনিক বোম্ব ডিটেক্টর ব্য়বহার করে বোম্বগুলি উদ্ধার করে বিএসএফ ৷ ল্য়ান্ড মাইনগুলি মাটির নিচে পুঁতে রেখেছিল মাওমাদীরা ৷

এর আগে গত শুক্রবার মাওবাদীদের আলট্রাস বাহিনী ওড়িশা ছত্তিশগড় সীমানায় সুকমা জেলার এরাবর গ্রামে BSNL-র একটি টাওয়ার উড়িয়ে দেয় ৷ শুধু তাই নয় , ওই গ্রামে ঢোকার পথ বড় বড় পাথর ফেলে বন্ধ করে দিয়েছিল মাওবাদীরা ৷ পাশাপাশি, সরকার ও নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে পোস্টার মেরে জঙ্গলে ঢুকে যায় ৷ এর জেরে CRPF-কে বিস্ফোরণস্থলে পৌঁছতে বেগ পেতে হয় ৷ পরে বোল্ডারগুলি সরিয়ে নিরাপত্তাবাহিনীকে গ্রামে ঢুকতে হয় ৷ এর আগে গত সপ্তাহে বৃহস্পতিবার, মালকানগিরির রাজুলকুন্ডার জঙ্গলে 21 কিলোর জিলেটিন বিস্ফোরক উদ্ধার করেছিল BSF.

তবে শুধু ওড়িশা বা ছত্তিশগড় নয় ৷ সাম্প্রতিককালে তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গেও মাওবাদীদের দাপট বাড়তে শুরু করেছে ৷ গত 10 অক্টোবর তেলাঙ্গানার টিআরএসের এক নেতাকে হত্য়া করে মাওবাদীরা ৷ সেই ঘটনার পর থেকে তেলাঙ্গানা ও ছত্তিশগড় সীমানায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী ৷ সেই অভিযানে গতকালই তেলাঙ্গানা পুলিশের বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদীর মৃত্য়ু হয় ৷ এমনকি গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলেও মাওবাদী আনাগোনা শুরু হয়েছে ৷ রাজ্য় সরকারের বিরুদ্ধে লেখা পোস্টার উদ্ধার হয়েছে জঙ্গলমহল থেকে ৷ এ নিয়ে রাজ্য়ের গোয়েন্দাবিভাগ উচ্চপর্যায়ের বৈঠকও করে ৷ আগামী বছর রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে, ফের একবার মাওবাদী আনাগোনা স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে রাজ্য় প্রশাসনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.