ETV Bharat / bharat

"গুজবে বিশ্বাস করবেন না, শান্তি বজায় রাখুন" ; কাশ্মীরের রাজনীতিবিদদের বার্তা রাজ্যপালের - Amarnath Yatra pilgrims and tourists

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কায় অ্যাডভাইজ়রি জারির পর থেকেই গুজব ছড়িয়েছে ৷ সেজন্য রাজনীতিবিদদের কাছে রাজ্যে শান্তি বজায় রাখার ও অযথা গুজবে বিশ্বাস না করার আর্জি জানালেন রাজ্যপাল ৷

সত্যপাল মালিক
author img

By

Published : Aug 3, 2019, 6:10 AM IST

শ্রীনগর, 3 অগাস্ট : জঙ্গি হামলার আশঙ্কায় অমরনাথ যাত্রীদের সরে যেতে বলা হয়েছে ৷ গুজব ছড়ায়, রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্র ৷ এনিয়ে জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদদের একটি প্রতিনিধিদল রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করে ৷ তাঁদের কাছে রাজ্যে শান্তি বজায় রাখার ও অযথা গুজবে বিশ্বাস না করার আর্জি জানান রাজ্যপাল ৷

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কায় গতকাল অ্যাডভাইজ়রি জারি করে রাজ্য প্রশাসন ৷ তাতে বলা হয়, রাজ্যে হামলার ছক কষেছে জঙ্গিরা ৷ সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের সরে যেতে বলা হয় ৷ পরে ভারতীয় সেনার তরফে লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, "গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করেছিল ৷ সেই মতো আমরা অভিযান চালাই ৷ এই অভিযানে বড় সাফল্য পেয়েছি ৷ অমরনাথের যাত্রাপথে একটি M-24 অ্যামেরিকান স্নাইপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হয়েছে ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইনও উদ্ধার হয়েছে । এটা স্পষ্ট করে দেয়, পাকিস্তান সেনাও এই ঘটনার সঙ্গে জড়িত । আমরা এটা বরদাস্ত করব না ।"

Arms
উদ্ধার হওয়া স্নাইপার রাইফেল

এই সংক্রান্ত আরও খবর : অমরনাথ যাত্রা কাটছাঁট, জম্মু-কাশ্মীর থেকে ফিরতে বলা হল পর্যটকদের

এরপরই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন ৷ টাকা, ওষুধ, পেট্রল সঞ্চয়ের জন্য অনেকেই তড়িঘড়ি ভিড় করতে থাকেন ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই শূন্য হাতে ফেরেন ৷ রাজ্যের রাজনীতিবিদদের একাংশ রাজ্যের অ্যাডভাইজ়রিতে সিঁদুরে মেঘ দেখছেন ৷ তাঁদের আশঙ্কা, সংবিধানের 35A ধারা বাতিলের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র ৷ তার অঙ্গ হিসেবে পর্যটকদের সরে যেতে বলা হয়েছে ৷ গত কয়েকদিন ধরেই কাশ্মীরে এই জল্পনা ছড়িয়েছে ৷ বিশেষত, কাশ্মীরে 35 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্তে সেই জল্পনা আরও বাড়ে ৷ বিষয়টি নিয়ে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ গতকাল তিনি দাবি করেন, সংবিধান প্রদত্ত বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে ৷ রাজ্যের যেটুকু বিশেষ পরিচয় রয়েছে দিল্লি তা হরণ করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে ৷

এই সংক্রান্ত আরও খবর : অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল পাকিস্তান, বরদাস্ত করব না : ভারতীয় সেনা

এরপর গতকাল সন্ধ্যাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজনীতিবিদদের একটি প্রতিনিধিদল ৷ ওই প্রতিনিধিদলে ছিলেন মেহবুবা মুফতি, শাহ ফয়জ়ল, সাজ্জাদ লোন এবং ইমরান আনসারি ৷ তাঁরা দাবি করেন, জঙ্গি হামলার সর্তকর্তাবার্তায় রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ৷ এনিয়ে একটি বিবৃতিতে রাজ্যপাল বলেন, "অন্য বিষয়ের সঙ্গে এটাকে (রাজ্যের অ্যাডভাইজ়রি) যুক্ত করে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ৷ পুরোপুরি একটি নিরাপত্তামূলক পদক্ষেপকে অন্য বিষয়ের সঙ্গে মেশানো হচ্ছে , যার সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই ৷ এটাই আতঙ্ক ছড়ানোর কারণ ৷" ওই প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশে রাজ্যপাল বলেন, "শান্তি বজায় রাখুন ৷ এবং গুজব বিশ্বাস করবেন না ৷"

এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীরে আরও 25 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রের

শ্রীনগর, 3 অগাস্ট : জঙ্গি হামলার আশঙ্কায় অমরনাথ যাত্রীদের সরে যেতে বলা হয়েছে ৷ গুজব ছড়ায়, রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্র ৷ এনিয়ে জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদদের একটি প্রতিনিধিদল রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করে ৷ তাঁদের কাছে রাজ্যে শান্তি বজায় রাখার ও অযথা গুজবে বিশ্বাস না করার আর্জি জানান রাজ্যপাল ৷

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কায় গতকাল অ্যাডভাইজ়রি জারি করে রাজ্য প্রশাসন ৷ তাতে বলা হয়, রাজ্যে হামলার ছক কষেছে জঙ্গিরা ৷ সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের সরে যেতে বলা হয় ৷ পরে ভারতীয় সেনার তরফে লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, "গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করেছিল ৷ সেই মতো আমরা অভিযান চালাই ৷ এই অভিযানে বড় সাফল্য পেয়েছি ৷ অমরনাথের যাত্রাপথে একটি M-24 অ্যামেরিকান স্নাইপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হয়েছে ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইনও উদ্ধার হয়েছে । এটা স্পষ্ট করে দেয়, পাকিস্তান সেনাও এই ঘটনার সঙ্গে জড়িত । আমরা এটা বরদাস্ত করব না ।"

Arms
উদ্ধার হওয়া স্নাইপার রাইফেল

এই সংক্রান্ত আরও খবর : অমরনাথ যাত্রা কাটছাঁট, জম্মু-কাশ্মীর থেকে ফিরতে বলা হল পর্যটকদের

এরপরই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন ৷ টাকা, ওষুধ, পেট্রল সঞ্চয়ের জন্য অনেকেই তড়িঘড়ি ভিড় করতে থাকেন ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই শূন্য হাতে ফেরেন ৷ রাজ্যের রাজনীতিবিদদের একাংশ রাজ্যের অ্যাডভাইজ়রিতে সিঁদুরে মেঘ দেখছেন ৷ তাঁদের আশঙ্কা, সংবিধানের 35A ধারা বাতিলের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র ৷ তার অঙ্গ হিসেবে পর্যটকদের সরে যেতে বলা হয়েছে ৷ গত কয়েকদিন ধরেই কাশ্মীরে এই জল্পনা ছড়িয়েছে ৷ বিশেষত, কাশ্মীরে 35 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্তে সেই জল্পনা আরও বাড়ে ৷ বিষয়টি নিয়ে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ গতকাল তিনি দাবি করেন, সংবিধান প্রদত্ত বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে ৷ রাজ্যের যেটুকু বিশেষ পরিচয় রয়েছে দিল্লি তা হরণ করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে ৷

এই সংক্রান্ত আরও খবর : অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল পাকিস্তান, বরদাস্ত করব না : ভারতীয় সেনা

এরপর গতকাল সন্ধ্যাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজনীতিবিদদের একটি প্রতিনিধিদল ৷ ওই প্রতিনিধিদলে ছিলেন মেহবুবা মুফতি, শাহ ফয়জ়ল, সাজ্জাদ লোন এবং ইমরান আনসারি ৷ তাঁরা দাবি করেন, জঙ্গি হামলার সর্তকর্তাবার্তায় রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ৷ এনিয়ে একটি বিবৃতিতে রাজ্যপাল বলেন, "অন্য বিষয়ের সঙ্গে এটাকে (রাজ্যের অ্যাডভাইজ়রি) যুক্ত করে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ৷ পুরোপুরি একটি নিরাপত্তামূলক পদক্ষেপকে অন্য বিষয়ের সঙ্গে মেশানো হচ্ছে , যার সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই ৷ এটাই আতঙ্ক ছড়ানোর কারণ ৷" ওই প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশে রাজ্যপাল বলেন, "শান্তি বজায় রাখুন ৷ এবং গুজব বিশ্বাস করবেন না ৷"

এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীরে আরও 25 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রের

Srinagar (Jammu and Kashmir), Aug 03 (ANI): Dismissing rumours of curfew being imposed in Kashmir after state's Home Department issued advisory to Amarnath pilgrims to leave the Valley amid terror threat from Pakistan, Kashmir's Divisional Commissioner Baseer Ahmed Khan said no such decision to impose curfew or shutting schools has been taken. Khan explained that the home department's advisory is just to maintain peace in the region, and the advisory was issued on the basis credible intelligence inputs. The Jammu and Kashmir government had today advised Amarnath pilgrims to cut short their 'Yatra', and leave the Valley after it received intelligence input of Pakistan planning an attack on Amarnath Yatris.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.