শ্রীনগর, 3 অগাস্ট : জঙ্গি হামলার আশঙ্কায় অমরনাথ যাত্রীদের সরে যেতে বলা হয়েছে ৷ গুজব ছড়ায়, রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্র ৷ এনিয়ে জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদদের একটি প্রতিনিধিদল রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করে ৷ তাঁদের কাছে রাজ্যে শান্তি বজায় রাখার ও অযথা গুজবে বিশ্বাস না করার আর্জি জানান রাজ্যপাল ৷
জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কায় গতকাল অ্যাডভাইজ়রি জারি করে রাজ্য প্রশাসন ৷ তাতে বলা হয়, রাজ্যে হামলার ছক কষেছে জঙ্গিরা ৷ সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের সরে যেতে বলা হয় ৷ পরে ভারতীয় সেনার তরফে লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, "গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করেছিল ৷ সেই মতো আমরা অভিযান চালাই ৷ এই অভিযানে বড় সাফল্য পেয়েছি ৷ অমরনাথের যাত্রাপথে একটি M-24 অ্যামেরিকান স্নাইপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হয়েছে ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইনও উদ্ধার হয়েছে । এটা স্পষ্ট করে দেয়, পাকিস্তান সেনাও এই ঘটনার সঙ্গে জড়িত । আমরা এটা বরদাস্ত করব না ।"
এই সংক্রান্ত আরও খবর : অমরনাথ যাত্রা কাটছাঁট, জম্মু-কাশ্মীর থেকে ফিরতে বলা হল পর্যটকদের
এরপরই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন ৷ টাকা, ওষুধ, পেট্রল সঞ্চয়ের জন্য অনেকেই তড়িঘড়ি ভিড় করতে থাকেন ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই শূন্য হাতে ফেরেন ৷ রাজ্যের রাজনীতিবিদদের একাংশ রাজ্যের অ্যাডভাইজ়রিতে সিঁদুরে মেঘ দেখছেন ৷ তাঁদের আশঙ্কা, সংবিধানের 35A ধারা বাতিলের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র ৷ তার অঙ্গ হিসেবে পর্যটকদের সরে যেতে বলা হয়েছে ৷ গত কয়েকদিন ধরেই কাশ্মীরে এই জল্পনা ছড়িয়েছে ৷ বিশেষত, কাশ্মীরে 35 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্তে সেই জল্পনা আরও বাড়ে ৷ বিষয়টি নিয়ে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ গতকাল তিনি দাবি করেন, সংবিধান প্রদত্ত বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে ৷ রাজ্যের যেটুকু বিশেষ পরিচয় রয়েছে দিল্লি তা হরণ করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে ৷
এই সংক্রান্ত আরও খবর : অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল পাকিস্তান, বরদাস্ত করব না : ভারতীয় সেনা
এরপর গতকাল সন্ধ্যাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজনীতিবিদদের একটি প্রতিনিধিদল ৷ ওই প্রতিনিধিদলে ছিলেন মেহবুবা মুফতি, শাহ ফয়জ়ল, সাজ্জাদ লোন এবং ইমরান আনসারি ৷ তাঁরা দাবি করেন, জঙ্গি হামলার সর্তকর্তাবার্তায় রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ৷ এনিয়ে একটি বিবৃতিতে রাজ্যপাল বলেন, "অন্য বিষয়ের সঙ্গে এটাকে (রাজ্যের অ্যাডভাইজ়রি) যুক্ত করে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ৷ পুরোপুরি একটি নিরাপত্তামূলক পদক্ষেপকে অন্য বিষয়ের সঙ্গে মেশানো হচ্ছে , যার সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই ৷ এটাই আতঙ্ক ছড়ানোর কারণ ৷" ওই প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশে রাজ্যপাল বলেন, "শান্তি বজায় রাখুন ৷ এবং গুজব বিশ্বাস করবেন না ৷"
এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীরে আরও 25 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রের