ETV Bharat / bharat

খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে : দেবেন্দ্র ফড়নবিশ - মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের

আজ সকালে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP বিধায়ক দলের নেতা অজিত পাওয়ার ৷ আর শপথ নিয়েই বিরোধী জোটকে আক্রমণ করে দেবেন্দ্র ফড়নবিশের বক্তব্য, খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে ৷

শপথ গ্রহণ
author img

By

Published : Nov 23, 2019, 1:48 PM IST

Updated : Nov 24, 2019, 7:28 AM IST

মুম্বই, 23 নভেম্বর : সাতসকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী পদে দু'বার বসলেন ৷ আর শপথ নিয়েই বিরোধী জোটকে আক্রমণ করে দেবেন্দ্র ফড়নবিশের বক্তব্য, খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে ৷

24 অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফল ঘোষণা হয়েছে ৷ কিন্তু, কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ৷ 288 আসনের বিধানসভায় সবচেয়ে বেশি আসন পেয়েছে BJP ৷ 105টি ৷ আর ভোটের সময় তাদের সঙ্গী শিবসেনা পায় 56টি আসন ৷ NCP জেতে 54টি আসনে ৷ এবং কংগ্রেস পায় 44টি আসন ৷

ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিবসেনা এবং BJP-র মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ শিবসেনা দাবি করে, আড়াই বছর করে দুটি দলের মুখ্যমন্ত্রী থাকবেন ৷ তাতে রাজি হয়নি BJP ৷ এরপর NCP এবং কংগ্রেসের সঙ্গে সরকার গঠনের তোড়জোড় শুরু করে শিবসেনা ৷ এই তিনটি দল মিলে সরকার গঠনের পথে এগোতে থাকে ৷ গতকাল তিন দলের বৈঠক শেষে NCP সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে সর্বসম্মত ভাবে মুখ্যমন্ত্রীর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই তিন দল খুব শিগগির সরকার গড়ছে বলে জল্পনা ছড়ায় ৷

এই জল্পনার মাঝেই আজ সকালে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP বিধায়ক দলের নেতা অজিত পাওয়ার ৷

আর শপথ গ্রহণ শেষে বিরোধী জোটকে আক্রমণ করেন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসা দেবেন্দ্র ফড়নবিশ ৷ বলেন, "জনগণ স্পষ্ট জনাদেশ দিয়েছে ৷ কিন্তু, ফল ঘোষণার পর শিবসেনা অন্যদলের সঙ্গে জোট করে সরকার গঠনের চেষ্টা করে ৷ যার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷ " বিরোধীদের আক্রমণ করে এরপরই তিনি বলেন, "কোনও খিচুড়ি সরকার নয়, মহারাষ্ট্রে স্থায়ী সরকার দরকার ৷ কোনও তিনদল সরকার গঠন করবে, আর তা চলবে না, এটা হতে পারে না ৷" তাঁরা মহারাষ্ট্রে স্থায়ী সরকার দেবেন বলে দাবি করেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

দেখুন ভিডিয়ো...

সরকার গঠনের পর দেবেন্দ্র ফড়নবিশকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চিঠি পাঠাবেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ সেই চিঠি পাওয়ার পর বিধানসভায় তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন বলে মন্তব্য করেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

মুম্বই, 23 নভেম্বর : সাতসকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী পদে দু'বার বসলেন ৷ আর শপথ নিয়েই বিরোধী জোটকে আক্রমণ করে দেবেন্দ্র ফড়নবিশের বক্তব্য, খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে ৷

24 অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফল ঘোষণা হয়েছে ৷ কিন্তু, কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ৷ 288 আসনের বিধানসভায় সবচেয়ে বেশি আসন পেয়েছে BJP ৷ 105টি ৷ আর ভোটের সময় তাদের সঙ্গী শিবসেনা পায় 56টি আসন ৷ NCP জেতে 54টি আসনে ৷ এবং কংগ্রেস পায় 44টি আসন ৷

ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিবসেনা এবং BJP-র মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ শিবসেনা দাবি করে, আড়াই বছর করে দুটি দলের মুখ্যমন্ত্রী থাকবেন ৷ তাতে রাজি হয়নি BJP ৷ এরপর NCP এবং কংগ্রেসের সঙ্গে সরকার গঠনের তোড়জোড় শুরু করে শিবসেনা ৷ এই তিনটি দল মিলে সরকার গঠনের পথে এগোতে থাকে ৷ গতকাল তিন দলের বৈঠক শেষে NCP সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে সর্বসম্মত ভাবে মুখ্যমন্ত্রীর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই তিন দল খুব শিগগির সরকার গড়ছে বলে জল্পনা ছড়ায় ৷

এই জল্পনার মাঝেই আজ সকালে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP বিধায়ক দলের নেতা অজিত পাওয়ার ৷

আর শপথ গ্রহণ শেষে বিরোধী জোটকে আক্রমণ করেন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসা দেবেন্দ্র ফড়নবিশ ৷ বলেন, "জনগণ স্পষ্ট জনাদেশ দিয়েছে ৷ কিন্তু, ফল ঘোষণার পর শিবসেনা অন্যদলের সঙ্গে জোট করে সরকার গঠনের চেষ্টা করে ৷ যার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷ " বিরোধীদের আক্রমণ করে এরপরই তিনি বলেন, "কোনও খিচুড়ি সরকার নয়, মহারাষ্ট্রে স্থায়ী সরকার দরকার ৷ কোনও তিনদল সরকার গঠন করবে, আর তা চলবে না, এটা হতে পারে না ৷" তাঁরা মহারাষ্ট্রে স্থায়ী সরকার দেবেন বলে দাবি করেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

দেখুন ভিডিয়ো...

সরকার গঠনের পর দেবেন্দ্র ফড়নবিশকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চিঠি পাঠাবেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ সেই চিঠি পাওয়ার পর বিধানসভায় তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন বলে মন্তব্য করেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

Mumbai, Nov 23 (ANI): Devendra Fadnavis took oath as Maharashtra Chief Minister on November 23. NCP's Ajit Pawar took oath as Deputy CM of the state. The oath was administered by the Governor Bhagat Singh Koshyari at Raj Bhawan. Fadnavis became the CM of Maharashtra for the second time in a row. The move came in at the time when deliberations between Congress, NCP and Shiv Sena seemingly reached at the final stage on Friday. Shiv Sena parted its ways from BJP to explore ways to form a government. However, it failed to prove majority to form the government. BJP had won 105 seats, Shiv Sena 56, NCP 54 and Congress 44 in the 288-members Assembly.
Last Updated : Nov 24, 2019, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.