মুম্বই, 27 নভেম্বর : রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই ৷ সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলের উদাহরণ খুঁজতে গেলে তালিকাটা কোথায় থামবে বলা মুশকিল ৷ আর সেই তালিকায় সাম্প্রতিকতম যোগ নিঃসন্দেহে মহারাষ্ট্র ৷ যে ভাবে গত 4-5 দিন মারাঠা রাজনীতি আবর্তিত হল, তার কোনও তুলনাই যথেষ্ট নয় ৷
অবশেষে যেন স্বপ্নপূরণ ৷ যে স্বপ্ন বালাসাহেব ঠাকরে দেখেছিলেন, তাই আজ বাস্তব রূপ পেল ৷ এক) ঠাকরে পরিবার থেকে এই প্রথম কেউ বিধায়ক হিসেবে শপথ নিলেন ৷ দাদুর দেখা স্বপ্ন সফল করলেন নাতি অদিত্য ৷ দুই) বালাসাহেবের দেখা আর এক স্বপ্ন আগামীকাল সফল হতে চলেছে৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উদ্ধব ঠাকরে ৷ সন্দেহ নেই, আজ কেবল মারাঠা রাজনীতি নয়, ঠাকরে পরিবারের কাছেও দিনটা গুরুত্বপূর্ণ ৷
-
Mumbai: NCP leaders Ajit Pawar & Supriya Sule arrive at the assembly, ahead of the first session of the new assembly today. Oath will be administered to the MLAs in the assembly today. #Maharashtra pic.twitter.com/lyGtcCunif
— ANI (@ANI) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mumbai: NCP leaders Ajit Pawar & Supriya Sule arrive at the assembly, ahead of the first session of the new assembly today. Oath will be administered to the MLAs in the assembly today. #Maharashtra pic.twitter.com/lyGtcCunif
— ANI (@ANI) November 27, 2019Mumbai: NCP leaders Ajit Pawar & Supriya Sule arrive at the assembly, ahead of the first session of the new assembly today. Oath will be administered to the MLAs in the assembly today. #Maharashtra pic.twitter.com/lyGtcCunif
— ANI (@ANI) November 27, 2019
সুপ্রিম কোর্টের রায়ে এক ধাক্কায় অনেকটা পালটে গেছিল পরিস্থিতি ৷ বেগতিক বুঝে পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ৷ সুপ্রিম কোর্ট যে আস্থাভোটের কথা বলেছিল, তাও অপ্রয়োজনীয় হয়ে পড়ে ৷ কিংমেকারের ভূমিকায় উঠে আসেন শরদ পাওয়ার ৷ মহা বিকাশ আঘাডি জোটের মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ৷ পরিস্থিতি অনুকূল হওয়ার পরই আজ বিধায়কদের শপথ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয় ৷ সেই মতো, আজ সকালে মহারাষ্ট্র বিধানভবনে শপথ অনুষ্ঠান শুরু হয় ৷
-
Mumbai: Devendra Fadnavis arrives at the assembly, ahead of the first session of the new assembly today. #Maharashtra pic.twitter.com/s4ejZW3GE0
— ANI (@ANI) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mumbai: Devendra Fadnavis arrives at the assembly, ahead of the first session of the new assembly today. #Maharashtra pic.twitter.com/s4ejZW3GE0
— ANI (@ANI) November 27, 2019Mumbai: Devendra Fadnavis arrives at the assembly, ahead of the first session of the new assembly today. #Maharashtra pic.twitter.com/s4ejZW3GE0
— ANI (@ANI) November 27, 2019
বিধায়কদের শপথ অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে আটটা নাগাদ ৷ রাজ্যের সদ্য নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার কালীদাস কোলম্বকর । ততক্ষণে রাজ্যপাল ভগৎসিং কোশিয়াড়ির সঙ্গে দেখা করতে চলে গেছেন উদ্ধব ঠাকরে ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ৷ আগামী কালই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ শপথ অনুষ্ঠান হবে শিবাজি পার্কে ৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানাতে চলেছে শিবসেনা । সাত দিনের মধ্যে তিন দলের জোটকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ৷