ETV Bharat / bharat

31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়ল মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে

মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই ফের লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র সরকার ৷

মহারাষ্ট্রে লকডাউন
মহারাষ্ট্রে লকডাউন
author img

By

Published : Jun 29, 2020, 6:52 PM IST

Updated : Jun 30, 2020, 6:17 AM IST

মুম্বই, 29 জুন : কোরোনা পরিস্থিতি সামাল দিতে লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র সরকার ৷ 31 জুলাই পর্যন্ত লকডাউন চলবে ৷ এই লকডাউনের জন্য "মিশন বিগিন এগেইন" গাইডলাইনও তৈরি করা হয়েছে ৷ সরকারের তরফে বলা হয়েছে, মুম্বই ও তার আশপাশের এলাকায় অপ্রয়োজনীয় কার্যকলাপ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিকে 31 জুলাই পর্যন্ত লকডাউন জারির কথা ঘোষণা করেছে তামিলনাড়ু সরকারও ।

মহারাষ্ট্র সরকারের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, আশপাশের এলাকাগুলিতে কেনাকাটা, বাইরে ব্যায়াম করার মতো অপ্রয়োজনীয় কার্যকলাপ বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ শুধুমাত্র জরুরি পরিষেবা ও অফিসযাত্রীদের এই লকডাউনে ছাড় দেওয়া হয়েছে ৷

শপিং মল, মার্কেট কমপ্লেক্স বাদ দিয়ে বাকি সব রকমের দোকান, বাজার সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ বিবৃতিতে আরও বলা হয়, সব সরকারি অফিস 15 শতাংশ কর্মচারী নিয়ে খোলা থাকবে ৷ তবে জরুরি, স্বাস্থ্য, মেডিকেল, ট্রেজ়ারি, বিপর্যয় মোকাবিলা দপ্তর, পুলিশ, NIC, খাদ্য ও সিভিল সাপ্লাই, FCI, NYK, পৌরনিগমে সব কর্মচারী নিয়েই কাজ হবে ৷ এছাড়া, মুম্বই মেট্রোপলিটন রিজিয়নের বেসরকারি অফিসে 10 শতাংশ কর্মচারী নিয়ে কাজ করা যেতে পারে ৷

স্ব-নির্ভরশীল মানুষ যেমন- প্লাম্বার্স, ইলেকট্রিশিয়ান্স, পেস্ট কন্ট্রোল, গ্যারাজ, প্রিন্টিং ও সংবাদপত্র বিতরণ এবং স্যালোঁ মুম্বই মেট্রোপলিটন রিজিয়নে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ এই রিজিয়নেই মহারাষ্ট্রের সবথেকে বেশি কোরোনা আক্রান্ত রয়েছে ৷ রাজ্যের বাকি জায়গাগুলিতে ছাড় দেওয়া হয়েছে ৷

"সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্যানিটাইজ় করে জেলাগুলির মধ্যে 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো যেতে পারে ৷" রবিবার মুম্বই পুলিশের তরফে বলা হয়েছিল, মানুষ তাদের বাড়ি থেকে দুই কিলোমিটার রেডিয়াসের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় কার্যকলাপ করতে পারে ৷ আজ কঠোরভাবে নিয়ম মানার জন্য পুলিশ বিভিন্ন চেকিং পয়েন্ট তৈরি করায় বহু জায়গায় যানজটের সৃষ্টি হয় ৷

মহারাষ্ট্রে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1,64,626 ৷ ওই রাজ্যে কোরোনায় মৃত্যু হয়েছে 7,429 জনের ৷ যা দেশের মধ্যে সর্বোচ্চ ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা এগোলেও এখনও এই সংকট শেষ হয়নি ৷ তিনি রাজ্যের মানুষের কাছে বিধিনিষেধগুলি মানার আর্জি জানিয়েছিলেন ৷

মুম্বই, 29 জুন : কোরোনা পরিস্থিতি সামাল দিতে লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র সরকার ৷ 31 জুলাই পর্যন্ত লকডাউন চলবে ৷ এই লকডাউনের জন্য "মিশন বিগিন এগেইন" গাইডলাইনও তৈরি করা হয়েছে ৷ সরকারের তরফে বলা হয়েছে, মুম্বই ও তার আশপাশের এলাকায় অপ্রয়োজনীয় কার্যকলাপ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিকে 31 জুলাই পর্যন্ত লকডাউন জারির কথা ঘোষণা করেছে তামিলনাড়ু সরকারও ।

মহারাষ্ট্র সরকারের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, আশপাশের এলাকাগুলিতে কেনাকাটা, বাইরে ব্যায়াম করার মতো অপ্রয়োজনীয় কার্যকলাপ বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ শুধুমাত্র জরুরি পরিষেবা ও অফিসযাত্রীদের এই লকডাউনে ছাড় দেওয়া হয়েছে ৷

শপিং মল, মার্কেট কমপ্লেক্স বাদ দিয়ে বাকি সব রকমের দোকান, বাজার সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ বিবৃতিতে আরও বলা হয়, সব সরকারি অফিস 15 শতাংশ কর্মচারী নিয়ে খোলা থাকবে ৷ তবে জরুরি, স্বাস্থ্য, মেডিকেল, ট্রেজ়ারি, বিপর্যয় মোকাবিলা দপ্তর, পুলিশ, NIC, খাদ্য ও সিভিল সাপ্লাই, FCI, NYK, পৌরনিগমে সব কর্মচারী নিয়েই কাজ হবে ৷ এছাড়া, মুম্বই মেট্রোপলিটন রিজিয়নের বেসরকারি অফিসে 10 শতাংশ কর্মচারী নিয়ে কাজ করা যেতে পারে ৷

স্ব-নির্ভরশীল মানুষ যেমন- প্লাম্বার্স, ইলেকট্রিশিয়ান্স, পেস্ট কন্ট্রোল, গ্যারাজ, প্রিন্টিং ও সংবাদপত্র বিতরণ এবং স্যালোঁ মুম্বই মেট্রোপলিটন রিজিয়নে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ এই রিজিয়নেই মহারাষ্ট্রের সবথেকে বেশি কোরোনা আক্রান্ত রয়েছে ৷ রাজ্যের বাকি জায়গাগুলিতে ছাড় দেওয়া হয়েছে ৷

"সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্যানিটাইজ় করে জেলাগুলির মধ্যে 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো যেতে পারে ৷" রবিবার মুম্বই পুলিশের তরফে বলা হয়েছিল, মানুষ তাদের বাড়ি থেকে দুই কিলোমিটার রেডিয়াসের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় কার্যকলাপ করতে পারে ৷ আজ কঠোরভাবে নিয়ম মানার জন্য পুলিশ বিভিন্ন চেকিং পয়েন্ট তৈরি করায় বহু জায়গায় যানজটের সৃষ্টি হয় ৷

মহারাষ্ট্রে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1,64,626 ৷ ওই রাজ্যে কোরোনায় মৃত্যু হয়েছে 7,429 জনের ৷ যা দেশের মধ্যে সর্বোচ্চ ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা এগোলেও এখনও এই সংকট শেষ হয়নি ৷ তিনি রাজ্যের মানুষের কাছে বিধিনিষেধগুলি মানার আর্জি জানিয়েছিলেন ৷

Last Updated : Jun 30, 2020, 6:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.