ETV Bharat / bharat

কোরোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করবে মহারাষ্ট্র

author img

By

Published : Apr 21, 2020, 10:29 AM IST

Updated : Apr 21, 2020, 2:11 PM IST

দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 18 হাজার ছাড়িয়েছে । তার মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ । মোট আক্রান্তের সংখ্যা 4,666 । মহারাষ্ট্রে কোরোনা সংক্রমণ রুখতে চেষ্টা করছে সরকার । ধারাভিসহ রাজ্যের একাধিক জায়গায় প্রতিরোধক হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার ।

anti malaria drug hcq
হাইড্রক্সিক্লোরোকুইন

মুম্বই, 21 এপ্রিল : কোরোনা মোকাবিলায় ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। এবার COVID-19 মোকাবিলায় রাজ্যের কয়েক জায়গায় এই হাইড্রক্সিক্লোরোকুইনই ব্যবহার করা হবে সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র । গত সন্ধেয় এই মর্মে মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে । দেশের মধ্যে মহারাষ্ট্রেই কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । কোরোনার সংক্রমণ প্রতিরোধে ধারাভিসহ রাজ্যের অন্যান্য অংশে এই ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ ।

দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 18 হাজার ছাড়িয়েছে । তার মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ । মোট আক্রান্তের সংখ্যা 4,666 । শুধু মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়েছে । তাঁদের মধ্যে ধারাভিতে আক্রান্ত 168 । এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে কোরোনা সংক্রমণ রুখতে চেষ্টা করছে সরকার । গত সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “র্যাপিড টেস্ট করার জন্য কেন্দ্র অনুমতি দিয়েছে । খুব শীঘ্রই আমরা 75 হাজার টেস্ট করব । ধারাভিসহ রাজ্যের একাধিক জায়গায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি । ”

COVID-19 চিকিৎসার জন্য গত কয়েকদিন ধরে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বেড়েছে । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-র তরফে জানানো হয়েছিল, হাইড্রক্সিক্লোরোকুইন কোরোনা প্রতিরোধে ব্যবহার করা যেতে পারে । চিকিৎসার ক্ষেত্রে নয় । ICMR-র ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গভ বলেছিলেন, “যে স্বাস্থ্যকর্মীরা কোরোনা আক্রান্তের চিকিৎসা করছেন তাঁদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন প্রতিরোধক হিসেবে ব্যবহার করা যেতে পারে । এছাড়াও যাঁরা বাড়িতে কোরোনা আক্রান্তের সেবা করছেন তাঁদের ক্ষেত্রেও এই ওষুধের ব্যবহার করা যাবে । এই ওষুধ কেবলমাত্র প্রতিরোধের জন্য ব্যবহার করা যেতে পারে ।” এদিকে অ্যামেরিকা সহ অন্যান্য দেশে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা থাকায় এই ওষুধের রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলেছে ভারত । মোট 55টি দেশে এই ওষুধের রপ্তানি হয়েছে ।

মুম্বই, 21 এপ্রিল : কোরোনা মোকাবিলায় ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। এবার COVID-19 মোকাবিলায় রাজ্যের কয়েক জায়গায় এই হাইড্রক্সিক্লোরোকুইনই ব্যবহার করা হবে সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র । গত সন্ধেয় এই মর্মে মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে । দেশের মধ্যে মহারাষ্ট্রেই কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । কোরোনার সংক্রমণ প্রতিরোধে ধারাভিসহ রাজ্যের অন্যান্য অংশে এই ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ ।

দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 18 হাজার ছাড়িয়েছে । তার মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ । মোট আক্রান্তের সংখ্যা 4,666 । শুধু মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়েছে । তাঁদের মধ্যে ধারাভিতে আক্রান্ত 168 । এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে কোরোনা সংক্রমণ রুখতে চেষ্টা করছে সরকার । গত সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “র্যাপিড টেস্ট করার জন্য কেন্দ্র অনুমতি দিয়েছে । খুব শীঘ্রই আমরা 75 হাজার টেস্ট করব । ধারাভিসহ রাজ্যের একাধিক জায়গায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি । ”

COVID-19 চিকিৎসার জন্য গত কয়েকদিন ধরে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বেড়েছে । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-র তরফে জানানো হয়েছিল, হাইড্রক্সিক্লোরোকুইন কোরোনা প্রতিরোধে ব্যবহার করা যেতে পারে । চিকিৎসার ক্ষেত্রে নয় । ICMR-র ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গভ বলেছিলেন, “যে স্বাস্থ্যকর্মীরা কোরোনা আক্রান্তের চিকিৎসা করছেন তাঁদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন প্রতিরোধক হিসেবে ব্যবহার করা যেতে পারে । এছাড়াও যাঁরা বাড়িতে কোরোনা আক্রান্তের সেবা করছেন তাঁদের ক্ষেত্রেও এই ওষুধের ব্যবহার করা যাবে । এই ওষুধ কেবলমাত্র প্রতিরোধের জন্য ব্যবহার করা যেতে পারে ।” এদিকে অ্যামেরিকা সহ অন্যান্য দেশে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা থাকায় এই ওষুধের রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলেছে ভারত । মোট 55টি দেশে এই ওষুধের রপ্তানি হয়েছে ।

Last Updated : Apr 21, 2020, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.