ETV Bharat / bharat

মহারাষ্ট্রে স্কুল-ধর্মীয় স্থান খুলবে দীপাবলির পর : উদ্ধব

রোজের সংক্রমণের থেকে সুস্থতার হার প্রায় দ্বিগুণ ৷ এদিনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমণ বেড়েছে 3 হাজার 959 জনের ৷ সুস্থ হয়েছে 6 হাজার 748 জন ৷ এমনকী বর্তমানে সংক্রমিত রোগীর সংখ্য়া 1 লাখ 68 জন ৷ এই পরিস্থিতিতে বাজির ধোঁয়া আবারও কোরোনার সংক্রমণকে বাড়িয়ে তুলতে পারে ৷

maharashtra_cm_uddhav_thackeray_announce_that_school_and_religious_places_will_open_after_dewali
সংক্রমণ রুখতে বাজি না পোড়াতে বার্তা, স্কুল-ধর্মীয় স্থান খুলবে দীপাবলির পর
author img

By

Published : Nov 8, 2020, 9:46 PM IST

মুম্বই, 8 নভেম্বর : বড় ঘোষণা মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের ৷ দীপাবলির উৎসব পেরিয়ে গেলেই স্কুল খোলার অনুমতি দেওয়া হবে বলে জানালেন তিনি ৷ তবে, সবরকমের সুরক্ষা বিধি মেনেই খুলতে হবে স্কুল ৷ রবিবার এমনই জানিয়েছেন মহাঅগাধি জোট সরকারের মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি দীপাবলিতে দূষণের কথা মাথায় রেখে মহারাষ্ট্রবাসীর কাছে এবছর বাজি না পোড়ানোর আবেদন রেখেছেন উদ্ধব ঠাকরে ৷

সংবাদ সংস্থা ANI-র তরফে জানানো হয়েছে, মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে রবিবার মহারাষ্ট্রে বেড়ে চলা কোরোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই মুহূর্তে সে রাজ্য়ে কোরোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ৷ রোজের সংক্রমণের থেকে সুস্থতার হার প্রায় দ্বিগুণ ৷ এদিনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমণ বেড়েছে 3 হাজার 959 জনের ৷ সুস্থ হয়েছে 6 হাজার 748 জন ৷ এমনকী বর্তমানে সংক্রমিত রোগীর সংখ্য়া 1 লাখ 68 জন ৷ এই পরিস্থিতিতে বাজির ধোঁয়া আবারও কোরোনার সংক্রমণকে বাড়িয়ে তুলতে পারে ৷ এই আশঙ্কা থেকেই রাজ্য়বাসীর কাছে তিনি আবেদন করেন, এ বছর কোনোরকম আতশবাজি যেন নাগরিকরা না পোড়ান ৷ তাঁর বদলে প্রদীপের আলো জ্বেলে এ বছরের দীপাবলি উদযাপনের কথা বলেন তিনি ৷ সঙ্গে এও স্পষ্ট করে দেন, যে দীপাবলির পরের 15 দিন খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই মহারাষ্ট্রবাসীর কাছে তিনি বার্তা দিয়েছেন, যদি আবারও মহারাষ্ট্রে লকডাউন না করতে হয়, তাহলে সবাইকে সংযত থাকতে হবে ৷ অন্য়দিকে, দীপাবলির পরে ধর্মীয় স্থানগুলিও খুলে দেওয়ার কথা জানিয়েছেন উদ্ধব ঠাকরে ৷

স্বাভাবিকভাবেই দীপাবলিতে বাজির ধোঁয়ায় সংক্রমণ আবার বাড়লে স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না ৷ তাই দীপাবলির পরেই তা নিয়ে ভাবনা চিন্তার কথা বলেছেন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ ওয়াকিবহাল মহলের মতে, উদ্ধব ঠাকরে কার্যত বুঝিয়ে দিলেন, যদি দীপাবলিতে বাজির ধোঁয়ায় সংক্রমণ বাড়ে, তবে কোনো মতেই স্কুল কলেজ খোলা হবে না ৷ একই সঙ্গে ধর্মীয় স্থান বন্ধ থাকবে ৷ সঙ্গে ফের একবার লকডাউনের আশঙ্কার কথাও শুনিয়ে রাখলেন তিনি ৷

মুম্বই, 8 নভেম্বর : বড় ঘোষণা মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের ৷ দীপাবলির উৎসব পেরিয়ে গেলেই স্কুল খোলার অনুমতি দেওয়া হবে বলে জানালেন তিনি ৷ তবে, সবরকমের সুরক্ষা বিধি মেনেই খুলতে হবে স্কুল ৷ রবিবার এমনই জানিয়েছেন মহাঅগাধি জোট সরকারের মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি দীপাবলিতে দূষণের কথা মাথায় রেখে মহারাষ্ট্রবাসীর কাছে এবছর বাজি না পোড়ানোর আবেদন রেখেছেন উদ্ধব ঠাকরে ৷

সংবাদ সংস্থা ANI-র তরফে জানানো হয়েছে, মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে রবিবার মহারাষ্ট্রে বেড়ে চলা কোরোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই মুহূর্তে সে রাজ্য়ে কোরোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ৷ রোজের সংক্রমণের থেকে সুস্থতার হার প্রায় দ্বিগুণ ৷ এদিনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমণ বেড়েছে 3 হাজার 959 জনের ৷ সুস্থ হয়েছে 6 হাজার 748 জন ৷ এমনকী বর্তমানে সংক্রমিত রোগীর সংখ্য়া 1 লাখ 68 জন ৷ এই পরিস্থিতিতে বাজির ধোঁয়া আবারও কোরোনার সংক্রমণকে বাড়িয়ে তুলতে পারে ৷ এই আশঙ্কা থেকেই রাজ্য়বাসীর কাছে তিনি আবেদন করেন, এ বছর কোনোরকম আতশবাজি যেন নাগরিকরা না পোড়ান ৷ তাঁর বদলে প্রদীপের আলো জ্বেলে এ বছরের দীপাবলি উদযাপনের কথা বলেন তিনি ৷ সঙ্গে এও স্পষ্ট করে দেন, যে দীপাবলির পরের 15 দিন খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই মহারাষ্ট্রবাসীর কাছে তিনি বার্তা দিয়েছেন, যদি আবারও মহারাষ্ট্রে লকডাউন না করতে হয়, তাহলে সবাইকে সংযত থাকতে হবে ৷ অন্য়দিকে, দীপাবলির পরে ধর্মীয় স্থানগুলিও খুলে দেওয়ার কথা জানিয়েছেন উদ্ধব ঠাকরে ৷

স্বাভাবিকভাবেই দীপাবলিতে বাজির ধোঁয়ায় সংক্রমণ আবার বাড়লে স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না ৷ তাই দীপাবলির পরেই তা নিয়ে ভাবনা চিন্তার কথা বলেছেন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ ওয়াকিবহাল মহলের মতে, উদ্ধব ঠাকরে কার্যত বুঝিয়ে দিলেন, যদি দীপাবলিতে বাজির ধোঁয়ায় সংক্রমণ বাড়ে, তবে কোনো মতেই স্কুল কলেজ খোলা হবে না ৷ একই সঙ্গে ধর্মীয় স্থান বন্ধ থাকবে ৷ সঙ্গে ফের একবার লকডাউনের আশঙ্কার কথাও শুনিয়ে রাখলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.