ETV Bharat / bharat

অজিত পাওয়ারকে স্বস্তি দিতেও সেচ দুর্নীতির মামলা বন্ধ ? - Maharashtra irrigation scam

মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের 72 ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্র দুর্নীতি দমন শাখা সেচ দুর্নীতির 9 টি মামলা বন্ধ করে দিল ৷ উল্লেখ্য, মহারাষ্ট্র সেচ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল সদ্য শপথ নেওয়া উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ৷

অজিত পাওয়ার
author img

By

Published : Nov 25, 2019, 9:58 PM IST

মুম্বই, 25 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন করেছে BJP-NCP জোট ৷ উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন অজিত পাওয়ার ৷ শপথ নেওয়ার 72 ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্র দুর্নীতি দমন শাখা সেচ দুর্নীতির 9 টি মামলা বন্ধ করে দিল ৷ উল্লেখ্য, মহারাষ্ট্র সেচ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল সদ্য শপথ নেওয়া উপমুখ্যমন্ত্রীর ৷

সেচ দুর্নীতির সঙ্গে জড়িত মামলাগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছে কংগ্রেস শিবির ৷ তাদের অভিযোগ পদের অপব্যবহার করে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে ৷ যদিও দুর্নীতি দমন শাখার তরফে জানানো হয় , যে মামলাগুলি বন্ধ করা হয়েছে সেগুলির সঙ্গে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের কোনও যোগসূত্র নেই ৷

সংবাদসংস্থাকে দুর্নীতি দমন শাখার এক আধিকারিক বলেন, " সেচ দুর্নীতির সঙ্গে জড়িত মামলাগুলি শর্তসাপেক্ষে বন্ধ করা হয়েছে ৷ প্রয়োজনে যে কোনও সময়ে রাজ্য বা কোর্ট পুনরায় মামলাগুলি চালু করতে পারবে ৷ " তিনি আরও বলেন, "আমরা প্রায় 3000 টি সেচ সংক্রান্ত অভিযোগের তদন্ত করছি ৷ যেগুলি বন্ধ হয়েছে সেগুলির সবই সাধারণ রুটিনমাফিক তদন্ত ৷ এগুলির সঙ্গে অজিত পাওয়ারের কোনও যোগ নেই ৷ "

প্রসঙ্গত, সেচ প্রকল্পের অনুমোদন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল কংগ্রেস-NCP আমলে । বিধানসভা ভোটের প্রচারে দেবেন্দ্র ফড়নবিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর জেলেই শেষ হয়ে যেতে পারেন অজিত পাওয়ার ৷ আর তাই দুর্নীতির মামলা থেকে বাঁচতেই BJP-র দিকে ঝুঁকেছেন অজিত পাওয়ার বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

মুম্বই, 25 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন করেছে BJP-NCP জোট ৷ উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন অজিত পাওয়ার ৷ শপথ নেওয়ার 72 ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্র দুর্নীতি দমন শাখা সেচ দুর্নীতির 9 টি মামলা বন্ধ করে দিল ৷ উল্লেখ্য, মহারাষ্ট্র সেচ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল সদ্য শপথ নেওয়া উপমুখ্যমন্ত্রীর ৷

সেচ দুর্নীতির সঙ্গে জড়িত মামলাগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছে কংগ্রেস শিবির ৷ তাদের অভিযোগ পদের অপব্যবহার করে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে ৷ যদিও দুর্নীতি দমন শাখার তরফে জানানো হয় , যে মামলাগুলি বন্ধ করা হয়েছে সেগুলির সঙ্গে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের কোনও যোগসূত্র নেই ৷

সংবাদসংস্থাকে দুর্নীতি দমন শাখার এক আধিকারিক বলেন, " সেচ দুর্নীতির সঙ্গে জড়িত মামলাগুলি শর্তসাপেক্ষে বন্ধ করা হয়েছে ৷ প্রয়োজনে যে কোনও সময়ে রাজ্য বা কোর্ট পুনরায় মামলাগুলি চালু করতে পারবে ৷ " তিনি আরও বলেন, "আমরা প্রায় 3000 টি সেচ সংক্রান্ত অভিযোগের তদন্ত করছি ৷ যেগুলি বন্ধ হয়েছে সেগুলির সবই সাধারণ রুটিনমাফিক তদন্ত ৷ এগুলির সঙ্গে অজিত পাওয়ারের কোনও যোগ নেই ৷ "

প্রসঙ্গত, সেচ প্রকল্পের অনুমোদন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল কংগ্রেস-NCP আমলে । বিধানসভা ভোটের প্রচারে দেবেন্দ্র ফড়নবিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর জেলেই শেষ হয়ে যেতে পারেন অজিত পাওয়ার ৷ আর তাই দুর্নীতির মামলা থেকে বাঁচতেই BJP-র দিকে ঝুঁকেছেন অজিত পাওয়ার বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Karimpur (WB), Nov 25 (ANI): While entering polling booth, West Bengal BJP vice president and candidate for Karimpur bypolls, Joy Prakash Majumdar was allegedly manhandled and kicked by TMC workers on Nov 25. BJP leader alleged that TMC activists were false voters who had assembled with the intention of rigging polls. Assembly bypolls is underway in the constituency.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.