ভোপাল, 19 মার্চ : মধ্যপ্রদেশে আগামীকাল আস্থা ভোট করাতে হবে কমল নাথ সরকারকে ৷ আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷
বিধানসভায় কমল নাথ সরকারের আর সংখ্যাগরিষ্ঠতা নেই, এই দাবিতেই দ্রুত আস্থাভোট করানোর জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যপ্রদেশের BJP শিবির ৷ সেই মামলার শুনানি ছিল গতকাল ৷ আজ ওই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানায়, আগামীকালের মধ্যে মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে কমল নাথ সরকারকে ৷ পালটা কংগ্রেসের দাবি ছিল, যে 16 জন কংগ্রেস বিধায়কের ইস্তফা এখনও গৃহীত হয়নি, তাঁদের কর্নাটকে আটকে রেখেছে BJP ৷ তাঁদের দ্রুত ফেরানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল কংগ্রেস ৷ কংগ্রেসের তরফে বলা হয়েছিল, ওই বিধায়কদের ছাড়া আস্থাভোট করানো সম্ভব নয় ৷
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়ে BJP তে যোগ দেওয়ার পরপরই রাজনৈতিক মহলে সিন্ধিয়া-ঘনিষ্ঠ বলে পরিচিত আরও 22 জন কংগ্রেস বিধায়ক ইস্তফাপত্র জমা দেন ৷ সেই সময় থেকেই ওই বিধায়করা কর্নাটকে রয়েছেন বলে জানা গেছে ৷ বিধায়করা গতকালও সংবাদমাধ্যমের একাংশের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, তাঁদের সমর্থন BJP নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেই রয়েছে ৷ তাঁদের কেউ জোর করে আটকে রাখেনি ৷ CRPF-এর সুরক্ষা পেলে তাঁরা মধ্যপ্রদেশে ফিরতে পারেন ৷
রাজ্যপাল 16 মার্চ আস্থাভোট করানোর জন্য মু্খ্যমন্ত্রীকে জানালেও তাতে আমল দেওয়া হয়নি ৷ এরপর 17 মার্চ আবারও আস্থাভোট করানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান তিনি ৷ কিন্তু তারপরেও আস্থাভোট না হওয়ায় ক্ষুব্ধ রাজ্যপাল বলেন, "এরকম চলতে থাকলে বিধানসভায় শাসক দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলেই ধরে নেওয়া হবে ৷"