ETV Bharat / bharat

মুক্তির পর মেহবুবা মুফতিকে স্বাগত জানালেন এম কে স্তালিন

author img

By

Published : Oct 14, 2020, 1:29 PM IST

কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পরই বন্দী করা হয় মেহবুবা মুফতিকে । তাঁর মুক্তির পর স্বাগত জানালেন এম কে স্তালিন ।

DMK chief
DMK chief

চেন্নাই, 14 অক্টোবর : প্রায় একবছর পর বন্দীদশা থেকে মুক্তি পেয়েছেন মেহবুবা মুফতি । তাঁর মুক্তির পর শুভেচ্ছা ও স্বাগত জানান DMK প্রধান এম কে স্তালিন ।

কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পরই গৃহবন্দী করা হয় পিপলস ডেমক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে । বন্দী করা হয় কাশ্মীরের অন্যান্য রাজনৈতিক নেতাকেও । বারবার মুক্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় মেহবুবা মুফতির । শেষে 13 অক্টোবর গৃহবন্দী দশা থেকে মুক্তি দেয় জম্মু-কাশ্মীর প্রশাসন ।

স্তালিন টুইটে লেখেন, “আমি সরকারকে সব রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়ার আবেদন জানাচ্ছি । এই মুহূর্তে গণতন্ত্র ফেরানো খুব প্রয়োজন ।”

I'm pleased to hear that @MehboobaMufti has been released from detention after 14 months.

I urge the Govt to release all other political detainees as well.

The democratic processes, which have been suspended during this time, must also be reinstated.

— M.K.Stalin (@mkstalin) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জনসুরক্ষা আইনের আওতায় বন্দী বানানো হয়েছিল মেহবুবা মুফতিকে । 2019-র 5 অগাস্টে প্রথমে তাঁকে বন্দী করা হয় । পরবর্তীতে জনসুরক্ষা আইনের আওতায় 6 ফেব্রুয়ারি তাঁকে বন্দী করা হয় । 7 এপ্রিল তাঁকে তাঁর বাড়িতে বন্দী করা হয় ।

চেন্নাই, 14 অক্টোবর : প্রায় একবছর পর বন্দীদশা থেকে মুক্তি পেয়েছেন মেহবুবা মুফতি । তাঁর মুক্তির পর শুভেচ্ছা ও স্বাগত জানান DMK প্রধান এম কে স্তালিন ।

কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পরই গৃহবন্দী করা হয় পিপলস ডেমক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে । বন্দী করা হয় কাশ্মীরের অন্যান্য রাজনৈতিক নেতাকেও । বারবার মুক্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় মেহবুবা মুফতির । শেষে 13 অক্টোবর গৃহবন্দী দশা থেকে মুক্তি দেয় জম্মু-কাশ্মীর প্রশাসন ।

স্তালিন টুইটে লেখেন, “আমি সরকারকে সব রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়ার আবেদন জানাচ্ছি । এই মুহূর্তে গণতন্ত্র ফেরানো খুব প্রয়োজন ।”

  • I'm pleased to hear that @MehboobaMufti has been released from detention after 14 months.

    I urge the Govt to release all other political detainees as well.

    The democratic processes, which have been suspended during this time, must also be reinstated.

    — M.K.Stalin (@mkstalin) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জনসুরক্ষা আইনের আওতায় বন্দী বানানো হয়েছিল মেহবুবা মুফতিকে । 2019-র 5 অগাস্টে প্রথমে তাঁকে বন্দী করা হয় । পরবর্তীতে জনসুরক্ষা আইনের আওতায় 6 ফেব্রুয়ারি তাঁকে বন্দী করা হয় । 7 এপ্রিল তাঁকে তাঁর বাড়িতে বন্দী করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.