ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীর থেকে পৃথক লাদাখ, পুনর্গঠন বিল পাশ লোকসভায় - ladakh

লোকসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । আজ লোকসভায় বিলটির পক্ষে ভোট পড়ে 370টি ৷ এবং বিপক্ষে ভোট পড়ে 70টি ৷

লোকসভায়
author img

By

Published : Aug 6, 2019, 7:15 PM IST

Updated : Aug 6, 2019, 7:32 PM IST

দিল্লি, 6 অগাস্ট : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলটি আইনে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা । গতকাল রাজ্যসভায় পাশ হওয়ার পর আজ লোকসভায় পাশ হল বিলটি । এর ফলে জম্মু ও কাশ্মীর ভেঙে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে । দু'টি জায়গাতেই থাকবেন লেফটেনন্ট গভর্নর ৷ কেন্দ্রশাসিত অঞ্চল হলেও জম্মু ও কাশ্মীরে 107 আসন বিশিষ্ট বিধানসভা থাকবে । তবে আগের মতো তার মেয়াদ 6 বছর নয়, বরং হবে 5 বছর । আজ লোকসভায় বিলটির পক্ষে ভোট পড়ে 370টি ৷ এবং বিপক্ষে ভোট পড়ে 70টি ৷

এর আগে গতকাল বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যে রাজ্যসভায় পাশ হয় বিলটি । বিলের পক্ষে ভোট পড়ে 125টি । বিপক্ষে 61 । বিলের পক্ষে সরকার সমর্থন পায়, মায়াবতীর BSP, নবীন পট্টনায়েকের BJD, অরবিন্দ কেজরিওয়ালের AAP, জগনমোহন রেড্ডির YSR কংগ্রেস, AIADMK, শিবসেনা, TRS ও TDP-র । রাজ্যসভার পরে আজ লোকসভাতেও বিলটির পক্ষে দাঁড়ায় এই দলগুলি ।

এর আগে আজ লোকসভায় বিল পেশের পরই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত শাহকে ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ অভিযোগ তোলেন, নিয়ম ভেঙে রাজ্যটিকে দু'ভাগ করা হচ্ছে ৷ বিরোধীরা একযোগে সরকারকে আক্রমণ শুরু করে এবং জানতে চায়, জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে ঠিক বোঝাচ্ছে ৷ উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যখন জম্মু ও কাশ্মীর বলছি তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও আকসাই-চিনও রয়েছে ৷"

বিলটির স্বপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তি রাখেন, "লাদাখ ডিভিশনের মানুষ অনেক দিনের দাবি, যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । তাই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সেখানে কোনও বিধানসভা থাকবে না ।" তিনি আরও বলেন, "উন্নয়নের জন্যই লাদাখ ও কাশ্মীরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷"

এদিকে 370 প্রত্যাহার পরের দিনও থমথমে শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকা । রাস্তার মাঝ বরাবর বিছানো রয়েছে কাঁটাতার ৷ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কাঁধে টহল দিচ্ছেন জওয়ানরা ৷ যে কোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে সক্রিয় কেন্দ্রীয় সরকার ৷ ইন্টারনেট-ফোন পরিষেবা বন্ধ থাকার কথা দিন কয়েক আগেই ঘোষণা করা হয়েছিল ৷ সেই নির্দেশিকা এখনও বলবৎ হয়েছে ৷

দিল্লি, 6 অগাস্ট : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলটি আইনে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা । গতকাল রাজ্যসভায় পাশ হওয়ার পর আজ লোকসভায় পাশ হল বিলটি । এর ফলে জম্মু ও কাশ্মীর ভেঙে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে । দু'টি জায়গাতেই থাকবেন লেফটেনন্ট গভর্নর ৷ কেন্দ্রশাসিত অঞ্চল হলেও জম্মু ও কাশ্মীরে 107 আসন বিশিষ্ট বিধানসভা থাকবে । তবে আগের মতো তার মেয়াদ 6 বছর নয়, বরং হবে 5 বছর । আজ লোকসভায় বিলটির পক্ষে ভোট পড়ে 370টি ৷ এবং বিপক্ষে ভোট পড়ে 70টি ৷

এর আগে গতকাল বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যে রাজ্যসভায় পাশ হয় বিলটি । বিলের পক্ষে ভোট পড়ে 125টি । বিপক্ষে 61 । বিলের পক্ষে সরকার সমর্থন পায়, মায়াবতীর BSP, নবীন পট্টনায়েকের BJD, অরবিন্দ কেজরিওয়ালের AAP, জগনমোহন রেড্ডির YSR কংগ্রেস, AIADMK, শিবসেনা, TRS ও TDP-র । রাজ্যসভার পরে আজ লোকসভাতেও বিলটির পক্ষে দাঁড়ায় এই দলগুলি ।

এর আগে আজ লোকসভায় বিল পেশের পরই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত শাহকে ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ অভিযোগ তোলেন, নিয়ম ভেঙে রাজ্যটিকে দু'ভাগ করা হচ্ছে ৷ বিরোধীরা একযোগে সরকারকে আক্রমণ শুরু করে এবং জানতে চায়, জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে ঠিক বোঝাচ্ছে ৷ উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যখন জম্মু ও কাশ্মীর বলছি তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও আকসাই-চিনও রয়েছে ৷"

বিলটির স্বপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তি রাখেন, "লাদাখ ডিভিশনের মানুষ অনেক দিনের দাবি, যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । তাই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সেখানে কোনও বিধানসভা থাকবে না ।" তিনি আরও বলেন, "উন্নয়নের জন্যই লাদাখ ও কাশ্মীরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷"

এদিকে 370 প্রত্যাহার পরের দিনও থমথমে শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকা । রাস্তার মাঝ বরাবর বিছানো রয়েছে কাঁটাতার ৷ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কাঁধে টহল দিচ্ছেন জওয়ানরা ৷ যে কোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে সক্রিয় কেন্দ্রীয় সরকার ৷ ইন্টারনেট-ফোন পরিষেবা বন্ধ থাকার কথা দিন কয়েক আগেই ঘোষণা করা হয়েছিল ৷ সেই নির্দেশিকা এখনও বলবৎ হয়েছে ৷

New Delhi, Aug 06 (ANI): Union Home Minister Amit Shah on Tuesday moved Jammu and Kashmir
(reorganisation), 2019 in the Lok Sabha today. During the discussion, Congress MP Manish Tewari said, "Indian constitution does not have only Article370. It also has Article 371 A to I. They provide special rights to Nagaland, Assam, Manipur, Andhra, Sikkim etc. Today when you are scrapping Article 370, what message are you sending to these states that you can revoke Article 371 tomorrow? By imposing President's rule in the north eastern states, and using the rights of their Assemblies in the Parliament, you can scrap Article 371 too? What kind of Constitutional precedent are you setting in the country?"

Last Updated : Aug 6, 2019, 7:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.