দিল্লি, 27 নভেম্বর : পাশ হল ই-সিগারেট নিষেধাজ্ঞা বিল । সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণের পর আজ বিলটি পাশ হয় । এই সিগারেট সেবনে শরীরে মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আজ সংসদে ‘ইলেক্ট্রনিক সিগারেটের নিষিদ্ধকরণ (উৎপাদন, আমদানি, রফতানি, পরিবহণ, বিক্রয়, বিতরণ, সঞ্চয়স্থান এবং বিজ্ঞাপন) বিল, ২০১৯’ পেশ করেন। এ প্রসঙ্গে গত ১৮ সেপ্টেম্বরের অধ্যাদেশের কথা জানানো হয়।
তামাক সেবন থেকে মুক্ত হতে বাজারে এসেছিল ই-সিগারেট । তামাক নেই অথচ কিছু বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবহারে ধূমপানের মতো অনুভূতি পাওয়া যাচ্ছিল । যাতে আসক্ত হয়ে পড়ছিল তরুণ প্রজন্ম ।
পরীক্ষা করে জানা যায় এতে শরীরে আরও বেশি ক্ষতি হচ্ছিল । সিগারেটের মতো দেখতে এই যন্ত্রের তরল নিকোটিন ব্যাটারির মাধ্যমে গরম হয়ে বাষ্পে পরিণত হয়, যা টেনে নেয় ধূমপায়ী ৷ সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের ঘোষণার সঙ্গে সঙ্গে ই-সিগারেটের উৎপাদন, আমদানি, বিক্রি, ব্যবহার, বিতরণ সব কিছুই নিষিদ্ধ হয় । এমনকি, বাড়িতে বা নিজের কাছে কেউ ই-সিগারেট রাখতেও পারবেন না বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।