দিল্লি, ১ মার্চ : যথাসময়ে হবে ২০১৯ লোকসভা ভোট। আজ নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে।
মে মাসে লোকসভা ভোট হওয়ার কথা। কিন্তু, বর্তমানে ভারত-পাকিস্তানের পরিস্থিতির জেরে কি ভোটের নির্ঘণ্টে কোনও প্রভাব পড়বে ? এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, "নির্বাচন যথাসময়ে হবে। তবে এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।" দু'দিন ধরে মুখ্য নির্বাচন কমিশনার লখনউতে রয়েছেন। সেখানকার নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখছেন তিনি।
মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, কমিশনের নতুন নোটিফিকেশন অনুযায়ী প্রার্থীদের দেশে এবং বিদেশে থাকা সম্পত্তির বিস্তারিত তথ্য দিতে হবে। আয়কর দপ্তর এই বিষয়টি খতিয়ে দেখবে। যদি তথ্যে ভুল দেখা যায় তাহলে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে এবং তার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।