দিল্লি, 4 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশনের চতুর্থ দিনে তপ্ত লোকসভা ৷ অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রবল হইহট্টগোলের ফলে সভা ক্ষণিকের জন্য মুলতুবি করে দিতে বাধ্য হন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷
আজ রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার কথা সংসদের উভয় কক্ষের ৷ কিন্তু, প্রথম থেকেই বাম-কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা সরকারের একাধিক কর্মসূচির তীব্র সমালোচনা শুরু করেন ৷ গতকালই কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একাধিক নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা ৷ তখনই স্পষ্ট হয়েছিল, আজ অধিবেশনের চতুর্থ দিন সরকার পক্ষের উপর চাপ সৃষ্টি করতে বিন্দুমাত্র কসুর করছে না বিরোধীরা ৷
লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা রয়েছে বিরোধীদের ৷ কোরোনা ভাইরাসের মোকাবিলা-সহ অন্যান্য ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ করছে, তা নিয়েও জানতে চাওয়া হয়েছে বিরোধীদের পক্ষ থেকে ৷