ETV Bharat / bharat

চতুর্থ দিনের শুরুতেই তপ্ত লোকসভা - দিল্লি

আজ লোকসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিন ৷ অধিবেশনের শুরুতেই হইহট্টগোল বাড়তে থাকায় বেলা 12টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় সভা ৷

সংসদ
সংসদ
author img

By

Published : Feb 4, 2020, 11:33 AM IST

Updated : Feb 4, 2020, 2:40 PM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশনের চতুর্থ দিনে তপ্ত লোকসভা ৷ অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রবল হইহট্টগোলের ফলে সভা ক্ষণিকের জন্য মুলতুবি করে দিতে বাধ্য হন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

আজ রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার কথা সংসদের উভয় কক্ষের ৷ কিন্তু, প্রথম থেকেই বাম-কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা সরকারের একাধিক কর্মসূচির তীব্র সমালোচনা শুরু করেন ৷ গতকালই কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একাধিক নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা ৷ তখনই স্পষ্ট হয়েছিল, আজ অধিবেশনের চতুর্থ দিন সরকার পক্ষের উপর চাপ সৃষ্টি করতে বিন্দুমাত্র কসুর করছে না বিরোধীরা ৷

লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা রয়েছে বিরোধীদের ৷ কোরোনা ভাইরাসের মোকাবিলা-সহ অন্যান্য ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ করছে, তা নিয়েও জানতে চাওয়া হয়েছে বিরোধীদের পক্ষ থেকে ৷

দিল্লি, 4 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশনের চতুর্থ দিনে তপ্ত লোকসভা ৷ অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রবল হইহট্টগোলের ফলে সভা ক্ষণিকের জন্য মুলতুবি করে দিতে বাধ্য হন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

আজ রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার কথা সংসদের উভয় কক্ষের ৷ কিন্তু, প্রথম থেকেই বাম-কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা সরকারের একাধিক কর্মসূচির তীব্র সমালোচনা শুরু করেন ৷ গতকালই কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একাধিক নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা ৷ তখনই স্পষ্ট হয়েছিল, আজ অধিবেশনের চতুর্থ দিন সরকার পক্ষের উপর চাপ সৃষ্টি করতে বিন্দুমাত্র কসুর করছে না বিরোধীরা ৷

লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা রয়েছে বিরোধীদের ৷ কোরোনা ভাইরাসের মোকাবিলা-সহ অন্যান্য ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ করছে, তা নিয়েও জানতে চাওয়া হয়েছে বিরোধীদের পক্ষ থেকে ৷

Bhubaneswar (Odisha), Feb 04 (ANI): Naval Tata Hockey Acedemy in Bhubaneswar is giving wings to talented hockey players from rural belts from India. 25 hockey players from Odisha, Jharkhand, Assam and Punjab are going under rigorous training under supervision of world class coaches. The high performance centre with modern facilities was inaugurated by Chief Minister Naveen Patnaik.
Last Updated : Feb 4, 2020, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.