ETV Bharat / bharat

লকডাউন দেশ: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত

author img

By

Published : Apr 22, 2020, 11:40 AM IST

Lockdown
লকডাউন দেশ

10:14 April 22

দিল্লি, 22 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 29তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 19984 ৷ মৃত 640 ৷

10:14 April 22

Rajasthan
রাজস্থান সরকারের তরফ থেকে প্রকাশিত তথ্য

রাজস্থানে আক্রান্ত আরও 64 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1799 এ ৷ এর মধ্যে সুস্থ হয়েছেন 274 জন, মারা গিয়েছেন 26 জন ৷

10:14 April 22

দিল্লির আজাদপুর সবজি মার্কেটে কোরোনা আক্রান্ত 57 বছরের এক ব্যবসায়ী ৷ যে ব্লকে তার দোকানটি অবস্থিত, তা সিল করে দেওয়া হয়েছে ৷

10:14 April 22

53 বছর বয়সী এক কোরোনা আক্রান্তের মৃত্যুতে পুনেতে মোট মৃতের সংখ্যা পৌছাল 55 ৷

10:14 April 22

CRPF
CRPF-র 51 নম্বর ব্যাটেলিয়ন খাবার প্রস্তুত করছেন

চণ্ডীগড়ে CRPF-র 51 নম্বর ব্যাটেলিয়ন খাবার রান্না করে বিলি করল সাধারণ মানুষের মধ্যে ৷

10:13 April 22

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের বাসস্থানে ডিউটিরত এক পুলিশকর্মী কোরোনা আক্রান্ত ৷ তার সংস্পর্শে আসা ছয়জনকে কোয়ারান্টাইনে পাঠানো হল ৷

10:13 April 22

Jammu
আমফাল্লা জেলের বন্দিরা মাস্ক বানাচ্ছেন

জম্মু কাশ্মীরের আমফাল্লা জেলের বন্দিরা বানাচ্ছেন মাস্ক ৷ জেলের সুপারিন্টেনডেন্ট সালিম আহমেদ বলেন, প্রতিদিন 600 মাস্ক তৈরী করা হচ্ছে ৷ গত একমাসে আমরা 15 থেকে 20 হাজার মাস্ক তৈরি করে পাঠানো হয়েছে ৷

10:13 April 22

দিল্লির গৌতমবুদ্ধ নগর-নয়ডা বর্ডার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল কোরোনা সংক্রমণের সতর্কতায় ৷ কেবল যাদের কাছে পাস রয়েছে ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে ৷ 

10:12 April 22

লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে গতকাল পরীক্ষা করা 704টি স্যাম্পেলের মধ্যে 12টি স্যাম্পেল পজিটিভ এসেছে ৷

09:01 April 22

উড়িষ্যায় আরও তিনজন কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 82 তে পৌছাল ৷

10:14 April 22

দিল্লি, 22 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 29তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 19984 ৷ মৃত 640 ৷

10:14 April 22

Rajasthan
রাজস্থান সরকারের তরফ থেকে প্রকাশিত তথ্য

রাজস্থানে আক্রান্ত আরও 64 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1799 এ ৷ এর মধ্যে সুস্থ হয়েছেন 274 জন, মারা গিয়েছেন 26 জন ৷

10:14 April 22

দিল্লির আজাদপুর সবজি মার্কেটে কোরোনা আক্রান্ত 57 বছরের এক ব্যবসায়ী ৷ যে ব্লকে তার দোকানটি অবস্থিত, তা সিল করে দেওয়া হয়েছে ৷

10:14 April 22

53 বছর বয়সী এক কোরোনা আক্রান্তের মৃত্যুতে পুনেতে মোট মৃতের সংখ্যা পৌছাল 55 ৷

10:14 April 22

CRPF
CRPF-র 51 নম্বর ব্যাটেলিয়ন খাবার প্রস্তুত করছেন

চণ্ডীগড়ে CRPF-র 51 নম্বর ব্যাটেলিয়ন খাবার রান্না করে বিলি করল সাধারণ মানুষের মধ্যে ৷

10:13 April 22

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের বাসস্থানে ডিউটিরত এক পুলিশকর্মী কোরোনা আক্রান্ত ৷ তার সংস্পর্শে আসা ছয়জনকে কোয়ারান্টাইনে পাঠানো হল ৷

10:13 April 22

Jammu
আমফাল্লা জেলের বন্দিরা মাস্ক বানাচ্ছেন

জম্মু কাশ্মীরের আমফাল্লা জেলের বন্দিরা বানাচ্ছেন মাস্ক ৷ জেলের সুপারিন্টেনডেন্ট সালিম আহমেদ বলেন, প্রতিদিন 600 মাস্ক তৈরী করা হচ্ছে ৷ গত একমাসে আমরা 15 থেকে 20 হাজার মাস্ক তৈরি করে পাঠানো হয়েছে ৷

10:13 April 22

দিল্লির গৌতমবুদ্ধ নগর-নয়ডা বর্ডার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল কোরোনা সংক্রমণের সতর্কতায় ৷ কেবল যাদের কাছে পাস রয়েছে ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে ৷ 

10:12 April 22

লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে গতকাল পরীক্ষা করা 704টি স্যাম্পেলের মধ্যে 12টি স্যাম্পেল পজিটিভ এসেছে ৷

09:01 April 22

উড়িষ্যায় আরও তিনজন কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 82 তে পৌছাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.