ETV Bharat / bharat

টানা বৃ্ষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের রেল ও বাস পরিষেবা

author img

By

Published : Aug 5, 2020, 7:44 PM IST

মুম্বই শহর ও শহরতলির একাধিক এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে । খুব প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে । সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে ।

Local train services suspended in Mumbai
বিপর্যস্ত মুম্বইয়ের রেল ও বাস পরিষেবা

মুম্বই, 5 জুলাই : এই নিয়ে টানা তিনদিন । ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন । মুম্বই শহর ও শহরতলি এলাকায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর । আগামী দু'দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টির জেরে মধ্য ও পশ্চিম শাখা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । হারবার লাইনেও বন্ধ হয়েছে রেল পরিষেবা ।

মঙ্গলবার রাত থেকেই মুম্বই, থানে ও পালগড় জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । বৃষ্টির জেরে একাধিক এলাকায় জলের তলায় চলে গেছে রেললাইন । অনেক রাস্তাও জলমগ্ন । এই পরিস্থিতিতে বিপর্যস্ত রেল পরিষেবা । বেশ কিছু রাস্তা দিয়ে বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে ।

মুম্বই শহর ও শহরতলির একাধিক এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে । খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে । সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে । এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন । আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, "শহরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে । পশ্চিম শহরতলির এলাকাগুলিতে 150 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে ।"

আরও পড়ুন : ভারি বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বই, জারি লাল সতর্কতা

টানা বৃষ্টির জেরে মুম্বই, থানে, পালগড়, রাইগড়, পুণে, আহমেদনগর ও নাসিকে কড়া সতর্কতা জারি করা হয়েছে । হারবার লাইনে ছত্রপতি শিবাজি টারমিনাস থেকে ওয়াডালা স্টেশন পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে । জলমগ্ন মসজিদ বান্দার থেকে সান্দার্স্ট রোড রেলস্টেশনের বিস্তীর্ণ এলাকা । এই স্টেশনগুলির মধ্যেও রেল চলাচল বন্ধ রয়েছে । তবে মেইন লাইনে ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক রয়েছে ।

মুম্বই, 5 জুলাই : এই নিয়ে টানা তিনদিন । ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন । মুম্বই শহর ও শহরতলি এলাকায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর । আগামী দু'দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টির জেরে মধ্য ও পশ্চিম শাখা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । হারবার লাইনেও বন্ধ হয়েছে রেল পরিষেবা ।

মঙ্গলবার রাত থেকেই মুম্বই, থানে ও পালগড় জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । বৃষ্টির জেরে একাধিক এলাকায় জলের তলায় চলে গেছে রেললাইন । অনেক রাস্তাও জলমগ্ন । এই পরিস্থিতিতে বিপর্যস্ত রেল পরিষেবা । বেশ কিছু রাস্তা দিয়ে বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে ।

মুম্বই শহর ও শহরতলির একাধিক এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে । খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে । সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে । এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন । আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, "শহরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে । পশ্চিম শহরতলির এলাকাগুলিতে 150 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে ।"

আরও পড়ুন : ভারি বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বই, জারি লাল সতর্কতা

টানা বৃষ্টির জেরে মুম্বই, থানে, পালগড়, রাইগড়, পুণে, আহমেদনগর ও নাসিকে কড়া সতর্কতা জারি করা হয়েছে । হারবার লাইনে ছত্রপতি শিবাজি টারমিনাস থেকে ওয়াডালা স্টেশন পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে । জলমগ্ন মসজিদ বান্দার থেকে সান্দার্স্ট রোড রেলস্টেশনের বিস্তীর্ণ এলাকা । এই স্টেশনগুলির মধ্যেও রেল চলাচল বন্ধ রয়েছে । তবে মেইন লাইনে ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.