ওষুধ দিয়ে সাহায্য করায় ভারতের কাছে কৃতঞ্জ রাশিয়া ৷ ধন্যবাদ জানালেন পুতিনের মুখপাত্র ৷
লকডাউনের 24 দিন: দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল 13 হাজার - তেলেঙ্গানা
20:36 April 17
দিল্লি, 17 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 24তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
20:36 April 17
উত্তরপ্রদেশে আক্রান্ত আরও 44 জন , মোট আক্রান্ত 849 ৷
20:36 April 17
78জনের নতুন সংক্রমণে গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1099-এ ৷
20:36 April 17
ভারতের তরফ থেকে আফগানিস্তানে এক লাখ প্যারাসিটামল ও পাঁচ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানো হল আরিয়ানা এয়ারলাইন্সের মাধ্যমে৷
20:36 April 17
তেলেঙ্গানায় আক্রান্ত আরও 66 জন৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 766-এ ৷
20:35 April 17
আজ মধ্যপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 146 জন ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 1310 , মৃত 69 ৷
20:35 April 17
আজ মোট 28,542টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে বলে জানানো হল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফ থেকে ৷
20:35 April 17
মুম্বইতে নতুন করে কোরোনা আক্রান্ত 77 জন ৷ মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ মুম্বইয়ে মোট আক্রান্তের সংখ্যা 2120 ৷ মোট মৃতের সংখ্যা 121 ৷
20:35 April 17
ইন্দোরে আজ 135জন কোরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ এই নিয়ে ইন্দোরে মোট আক্রান্তের সংখ্যা 842-এ পৌঁছাল ৷
20:35 April 17
কর্ণাটকে কোরোনা আক্রান্ত 39 ৷ এদের মধ্যে একই পরিবারের সাতজন আক্রান্ত হয়েছেন ৷ মোট আক্রান্তের সংখ্যা 353 ৷
20:35 April 17
পঞ্জাবে আক্রান্ত আরও 14জন ৷ মোট 211 জন ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 30 জন ৷
20:34 April 17
কেরালায় আজ কেবল একজন আক্রান্ত হয়েছেন ৷ সুস্থ হয়ে উঠেছেন 255 জন, অ্যাকটিভ কোরোনা রোগীর সংখ্যা 138 ৷
20:34 April 17
দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে 13,835 ৷
20:34 April 17
দিল্লিতে গতকাল কোরোনায় আক্রান্ত হয়েছেন 62 জন, মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 1640 ৷ এর মধ্যে মারা গিয়েছেন 38জন, ICU ও ভেল্টিলেশনে রয়েছেন যথাক্রমে 34 ও ছয়জন ৷
11:31 April 17
লুধিয়ানায় যে ACP কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁর সংস্পর্শে আসা তিনজনও আক্রান্ত হয়েছেন ৷ এই তিনজনের মধ্যে তাঁর স্ত্রী, সাব-ইন্সপেকটর ও কনস্টেবল রয়েছেন ৷
11:31 April 17
গুজরাতে আজ আক্রান্ত 92 জন ৷ এদের মধ্যে 45 জনই আহমেদাবাদের বাসিন্দা ৷ মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 930 ৷
10:01 April 17
উত্তরপ্রদেশে আক্রান্ত আরও 38 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 883 ৷
09:51 April 17
গাজ়িয়াবাদে লকডাউন কতটা সফল হচ্ছে, সেই বিষয়ে নজর রাখতে ড্রোন ব্যবহার করছে পুলিশ ৷
09:51 April 17
অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার শ্রীকলাহস্তি শহরে আক্রান্ত আরও পাঁচ ৷
09:51 April 17
দিল্লিতে আক্রান্তের সংখ্যা পৌঁছাল 1640-এ ৷ হটস্পট এলাকাগুলিতে চলছে পুলিশি কড়া পাহারা ৷
09:50 April 17
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় 60 জন ব্যক্তিকে কোয়ারান্টাইন থেকে ছাড়া হল ৷
09:50 April 17
তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামারাও গতকাল হায়দরাবাদের হটস্পট সংলগ্ন খৈরতাবাদ, আসিফ নগর ও মাল্লেপল্লি এলাকাগুলির কোরোনা মোকাবিলায় প্রস্তুতি ও পুলিশের কার্যকারীতা খতিয়ে দেখলেন ৷
09:50 April 17
পুনের সোয়ারগেটে লকডাউন না মানায় প্রায় 200 জনকে চারঘণ্টার বেশি সময় ধরে রাস্তায় বসিয়ে রাখা হল ৷
09:50 April 17
ইন্দোরে একদিনে আক্রান্ত 245 জন ৷ মৃত আট ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 842 ৷
09:16 April 17
দেশে আক্রান্তের সংখ্যা 13,387 ৷ মৃত 437 ৷
20:36 April 17
দিল্লি, 17 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 24তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
ওষুধ দিয়ে সাহায্য করায় ভারতের কাছে কৃতঞ্জ রাশিয়া ৷ ধন্যবাদ জানালেন পুতিনের মুখপাত্র ৷
20:36 April 17
উত্তরপ্রদেশে আক্রান্ত আরও 44 জন , মোট আক্রান্ত 849 ৷
20:36 April 17
78জনের নতুন সংক্রমণে গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1099-এ ৷
20:36 April 17
ভারতের তরফ থেকে আফগানিস্তানে এক লাখ প্যারাসিটামল ও পাঁচ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানো হল আরিয়ানা এয়ারলাইন্সের মাধ্যমে৷
20:36 April 17
তেলেঙ্গানায় আক্রান্ত আরও 66 জন৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 766-এ ৷
20:35 April 17
আজ মধ্যপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 146 জন ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 1310 , মৃত 69 ৷
20:35 April 17
আজ মোট 28,542টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে বলে জানানো হল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফ থেকে ৷
20:35 April 17
মুম্বইতে নতুন করে কোরোনা আক্রান্ত 77 জন ৷ মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ মুম্বইয়ে মোট আক্রান্তের সংখ্যা 2120 ৷ মোট মৃতের সংখ্যা 121 ৷
20:35 April 17
ইন্দোরে আজ 135জন কোরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ এই নিয়ে ইন্দোরে মোট আক্রান্তের সংখ্যা 842-এ পৌঁছাল ৷
20:35 April 17
কর্ণাটকে কোরোনা আক্রান্ত 39 ৷ এদের মধ্যে একই পরিবারের সাতজন আক্রান্ত হয়েছেন ৷ মোট আক্রান্তের সংখ্যা 353 ৷
20:35 April 17
পঞ্জাবে আক্রান্ত আরও 14জন ৷ মোট 211 জন ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 30 জন ৷
20:34 April 17
কেরালায় আজ কেবল একজন আক্রান্ত হয়েছেন ৷ সুস্থ হয়ে উঠেছেন 255 জন, অ্যাকটিভ কোরোনা রোগীর সংখ্যা 138 ৷
20:34 April 17
দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে 13,835 ৷
20:34 April 17
দিল্লিতে গতকাল কোরোনায় আক্রান্ত হয়েছেন 62 জন, মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 1640 ৷ এর মধ্যে মারা গিয়েছেন 38জন, ICU ও ভেল্টিলেশনে রয়েছেন যথাক্রমে 34 ও ছয়জন ৷
11:31 April 17
লুধিয়ানায় যে ACP কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁর সংস্পর্শে আসা তিনজনও আক্রান্ত হয়েছেন ৷ এই তিনজনের মধ্যে তাঁর স্ত্রী, সাব-ইন্সপেকটর ও কনস্টেবল রয়েছেন ৷
11:31 April 17
গুজরাতে আজ আক্রান্ত 92 জন ৷ এদের মধ্যে 45 জনই আহমেদাবাদের বাসিন্দা ৷ মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 930 ৷
10:01 April 17
উত্তরপ্রদেশে আক্রান্ত আরও 38 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 883 ৷
09:51 April 17
গাজ়িয়াবাদে লকডাউন কতটা সফল হচ্ছে, সেই বিষয়ে নজর রাখতে ড্রোন ব্যবহার করছে পুলিশ ৷
09:51 April 17
অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার শ্রীকলাহস্তি শহরে আক্রান্ত আরও পাঁচ ৷
09:51 April 17
দিল্লিতে আক্রান্তের সংখ্যা পৌঁছাল 1640-এ ৷ হটস্পট এলাকাগুলিতে চলছে পুলিশি কড়া পাহারা ৷
09:50 April 17
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় 60 জন ব্যক্তিকে কোয়ারান্টাইন থেকে ছাড়া হল ৷
09:50 April 17
তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামারাও গতকাল হায়দরাবাদের হটস্পট সংলগ্ন খৈরতাবাদ, আসিফ নগর ও মাল্লেপল্লি এলাকাগুলির কোরোনা মোকাবিলায় প্রস্তুতি ও পুলিশের কার্যকারীতা খতিয়ে দেখলেন ৷
09:50 April 17
পুনের সোয়ারগেটে লকডাউন না মানায় প্রায় 200 জনকে চারঘণ্টার বেশি সময় ধরে রাস্তায় বসিয়ে রাখা হল ৷
09:50 April 17
ইন্দোরে একদিনে আক্রান্ত 245 জন ৷ মৃত আট ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 842 ৷
09:16 April 17
দেশে আক্রান্তের সংখ্যা 13,387 ৷ মৃত 437 ৷