ETV Bharat / bharat

JNU-তে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের কথা বলতে গিয়ে বলেন, একটা বিষয় দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে নষ্ঠ করে দিয়েছে ৷ যেখানে একজনের নিজস্ব নীতিকে গুরুত্ব দিতে গিয়ে জাতীয় স্বার্থকে অবহেলা করা হয়েছে ৷ স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানেও কার্যত পরিবারতন্ত্রের অভিযোগে কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি তিনি ৷

live-pm-modi-unveils-statue-of-swami-vivekananda-at-jnu-campus
JNU-তে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Nov 12, 2020, 10:08 PM IST

দিল্লি, 12 নভেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভার্চুয়ালি এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দর চিন্তাভাবনা এবং অনুপ্রেরণায় সকলে অনুপ্রাণিত হোক এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ যেখানে স্বামী বিবেকানন্দের জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গির নামে ঘুরিয়ে কংগ্রেসকে নিশানা করেন তিনি ৷

প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের কথা বলতে গিয়ে বলেন, একটা বিষয় দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে নষ্ঠ করে দিয়েছে ৷ যেখানে একজনের নিজস্ব নীতিকে গুরুত্ব দিতে গিয়ে জাতীয় স্বার্থকে অবহেলা করা হয়েছে ৷ পরিবারতন্ত্রের অভিযোগে কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি তিনি ৷ পাশাপাশি নয়া জাতীয় শিক্ষা নীতির প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্য়ে ৷ এ নিয়ে মোদি বলেন, স্বামী বিবেকানন্দ এমন শিক্ষা ব্য়বস্থার কথা বলতেন, যে শিক্ষা প্রত্য়েক মানুষকে আত্মবিশ্বাসী হতে শেখাবে ৷ যা তাঁকে সবক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হতে সাহায্য় করবে ৷ যা কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষা নীতির মাধ্য়মে সম্ভব বলে এদিন জানান প্রধানমন্ত্রী ৷

পাশাপাশি স্বামী বিবেকানন্দের এই মূর্তি জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের সব পড়ুয়া এবং অধ্য়াপক ও শিক্ষা কর্মীদের দেশ তথা দেশবাসীর প্রতি ভালোবাসা ও বিশ্বাস স্থাপনের শিক্ষা দেবে বলে জানান তিনি ৷ নরেন্দ্র মোদির স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের অনুষ্ঠান চলাকালীন বাম ছাত্র সংগঠনগুলি বাইরে বিক্ষোভ দেখায় ৷

দিল্লি, 12 নভেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভার্চুয়ালি এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দর চিন্তাভাবনা এবং অনুপ্রেরণায় সকলে অনুপ্রাণিত হোক এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ যেখানে স্বামী বিবেকানন্দের জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গির নামে ঘুরিয়ে কংগ্রেসকে নিশানা করেন তিনি ৷

প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের কথা বলতে গিয়ে বলেন, একটা বিষয় দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে নষ্ঠ করে দিয়েছে ৷ যেখানে একজনের নিজস্ব নীতিকে গুরুত্ব দিতে গিয়ে জাতীয় স্বার্থকে অবহেলা করা হয়েছে ৷ পরিবারতন্ত্রের অভিযোগে কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি তিনি ৷ পাশাপাশি নয়া জাতীয় শিক্ষা নীতির প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্য়ে ৷ এ নিয়ে মোদি বলেন, স্বামী বিবেকানন্দ এমন শিক্ষা ব্য়বস্থার কথা বলতেন, যে শিক্ষা প্রত্য়েক মানুষকে আত্মবিশ্বাসী হতে শেখাবে ৷ যা তাঁকে সবক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হতে সাহায্য় করবে ৷ যা কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষা নীতির মাধ্য়মে সম্ভব বলে এদিন জানান প্রধানমন্ত্রী ৷

পাশাপাশি স্বামী বিবেকানন্দের এই মূর্তি জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের সব পড়ুয়া এবং অধ্য়াপক ও শিক্ষা কর্মীদের দেশ তথা দেশবাসীর প্রতি ভালোবাসা ও বিশ্বাস স্থাপনের শিক্ষা দেবে বলে জানান তিনি ৷ নরেন্দ্র মোদির স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের অনুষ্ঠান চলাকালীন বাম ছাত্র সংগঠনগুলি বাইরে বিক্ষোভ দেখায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.