পাঁচ জন মহিলার এক স্বামী । ভাবা যায় ! শুধু তাই নয় । রয়েছে 24 সন্তানও । বিশাল পরিবার । একেবারে ভরা সংসার যাকে বলে আর কি ! এত বড় পরিবার যে একটি বাড়িতে এতজনের থাকা সম্ভব হয়ে ওঠে না । পাঁচ স্ত্রী ও তাঁর ছেলে-মেয়েদের নিয়ে ঘর করার জন্য পাশাপাশি দু'টি বাড়ি তুলে নিয়েছেন । একবারে লাগোয়া দু'টি বাড়ি ।
ব্র্যাডি উইলিয়াম । অ্যামেরিকার নাম করা টেলিভিশন তারকা । বয়স এখন পঞ্চাশের গণ্ডি পার করেছে । তবে তাতে কি ! পাঁচ স্ত্রী আর ছেলে-পুলেদের নিয়ে দিব্বি সংসার কেটে যাচ্ছে ব্র্যাডির । রোজ়মেরি... রোবিন... ননি... পউলি... আর রন্ডা ... পাঁচ বউ । তবে কারও কাউকে নিয়ে কোনও অভিযোগ নেই । সবাই একসঙ্গেই একই ছাদের তলায় থাকেন । হাসি খুশি দিন কাটান । এখানে নেই সতীনের ভ্রুকুটি । নেই কথা-কাটাকাটি । আধুনিকতার মোড়কে প্রগতিশীল বহুবিবাহ বলতে যদি কিছু হয়, তবে তা এটাই ।
মাত্র 29 বছর বয়সে ব্র্যাডি বিয়ে করেছিলেন । একজনকে নয় । পাঁচ-পাঁচ জনকে । রোজ়মেরি, রোবিন, ননি, পউলি আর রন্ডা । পাঁচ তুতো বোন । পাঁচজনকেই বিয়ে করেন তিনি । পাঁচ বউয়ের মধ্যে কোনও হিংসার জায়গা কিন্তু একেবারেই নেই । পাঁচ স্ত্রী একসঙ্গেই থাকেন ।
আরও পড়ুন : মেসোপটেমিয়ার বুকেই প্রথম ফুটেছিল বিয়ের ফুল
এখন প্রশ্ন আসতেই পারে ব্র্যাডি তাহলে কার সঙ্গে থাকেন ! এখানেও কোনও খুঁত ধরার জায়গা নেই । পাঁচজন স্ত্রী-র প্রত্যেককেই সমান সময় দেন । প্রত্যেককে একদিন একদিন করে সময় দেন । ধরুন, আজকের দিনটা কাটালেন রোজ়মেরির সঙ্গে... তো আগামীকাল কাটাবেন রোবিনের সঙ্গে... তার পরের দিন আবার ননির সঙ্গে । এভাবেই প্রতি পাঁচদিন অন্তর প্রত্যেক স্ত্রীর সঙ্গে সময় কাটান তিনি । স্ত্রী-র সঙ্গ বদলের সময়ও নির্ধারিত আছে । রোজ দুপুরে একটি নির্দিষ্ট সময়ে তিনি সঙ্গ বদল করেন ।
আরও একটি মজার ব্যাপার আছে ব্র্যাডির এই আজব পরিবারে । দু'টি বাড়িতে বিভিন্ন জায়গায় লাগানো আছে ক্যামেরা । সর্বক্ষণ রেকর্ড হচ্ছে সেখানে । ব্র্যাডি একটি রিয়েলিটি শো চালান "মাই ফাইভ ওয়াইভস" নামে । বেশ জনপ্রিয় রিয়েলিটি শো । শো'টির দু'টি সিজ়ন ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে । তবে রিয়েলিটি শো হলেও পাঁচ বউ কিন্তু একেবারে নিজেরই ৷
এখন এই সংসার আরও বড় হয়েছে ৷ ব্র্যাডির নাতি হয়েছে ৷ জেশপ ৷ পরিবার এতটাই বড়, যে কোন সন্তানের আগে জন্ম হয়েছে, আর কোন সন্তানের পরে হয়েছে, তা মনে করতে গেলে আজও যথেষ্ট বেগ পেতে হয় পঞ্চাশোর্ধ এই জনপ্রিয় টেলিভিশন তারকাকে ৷
আরও পড়ুন : রাস্তা ছাড়াই মানুষ যায়-আসে রূপকথার এই গ্রামে
তবে এত বড় সংসারের হাল ধরে রাখাটা কিন্তু মোটেও সহজ ছিল না ৷ একটা সময়ে সংসার টানতে গিয়ে চারিদিকে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন ৷ দেউলিয়া হয়ে গেছিলেন একপ্রকার ৷ কিন্তু ওই যে বলে স্ত্রী-ভাগ্য বড় ভাগ্য ! আর ব্র্যাডির তো পাঁচ বউ ৷ স্ত্রী-ভাগ্য বাকিদের তুলনায় একটু ভালোই হওয়ার কথা ৷ হলও তাই ৷ দেউলিয়া অবস্থা থেকে ফের ঘুরে দাঁড়ান ব্র্যাডি ৷ আজ তাঁর "মাই ফাইভ ওয়াইভস" অ্যামেরিকার অন্যতম জনপ্রিয় টেলিভিশন শোগুলির মধ্যে একটি ৷