ETV Bharat / bharat

লকডাউন অমান্য ? 500 বার লিখতে হল "সরি" - lock down

বিদেশিরা ব্যস্ত কোনও ডায়েরি লিখতে ? আজ্ঞে না , এদের শাস্তি দেওয়া হয়েছে ৷ কারণ লকডাউনের নিয়ম ভেঙে হৃষিকেশের গঙ্গার ঘাটে ঘুরছিলেন ৷ যার ফল- শাস্তি, প্রত্যেককে 500 বার লিখতে হয় , "আমি লকডাউনের নিয়ম মানিনি, সরি" ৷ তারপরই মেলে মুক্তি ।

uttarakhand
দিল্লি
author img

By

Published : Apr 13, 2020, 3:35 PM IST

Updated : Apr 13, 2020, 4:47 PM IST

দেরাদুন, 13 এপ্রিল : বানান ভুল হলে শিক্ষকেরা ছাত্রদেরকে একই বানান বহুবার লিখিয়ে শাস্তি দেন ৷ সেই রীতি মেনেই এবার শাস্তি দিল হৃষিকেশের পুলিশ ৷ তবে কোনও ছাত্রকে শাস্তি দিলেন না তাঁরা ৷ শাস্তি পেল হৃষিকেশের গঙ্গার ঘাটে লকডাউনের নিয়ম ভেঙে ঘুরে বেড়ানো বিদেশিরা ৷ কী ছিল সেই শাস্তি ? বিদেশিদের 500 বার লিখতে হল "আমি লকডাউনের নিয়ম মানিনি , সরি" ৷

শাস্তি দেওয়ার কারণ নিয়ে স্থানীয় থানা মুনিরকিরেতির SI বিনোদ কুমার বলেন , " আমি যখন এই বিদেশিদের পথ আটকাই তখন তাঁরা আমার সঙ্গে তর্ক শুরু করেন এই বলে যে তাঁরা লকডাউনের কোনও নিয়ম ভাঙেননি ৷ আমি তাঁদের বলি যে , লকডাউন মানে বাড়িতে থাকা এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কিনতে বেরনো ৷ গঙ্গার ঘাটে ঘোরা মানে লকডাউনের নিয়ম না মানা ৷ "

হৃষিকেশ

শাস্তি হিসেবে 500 বার বিদেশিরা লেখেন যে , "আমি লকডাউনের নিয়ম মানিনি , সরি" ৷ লেখা শেষ হওয়ার পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয় এবং নির্দেশ দেওয়া হয় ঘরে থেকে লকডাউন মানার ৷

তবে, আশার বিষয়ে যে গতকাল উত্তরাখণ্ডের স্বাস্থ্য দপ্তর থেকে জানান হয় যে সে রাজ্যে নতুন করে কেউ কোরোনাতে আক্রান্ত হননি ৷ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন কোরোনা আক্রান্তরা ৷ রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী এ রাজ্যে আক্রান্তের সংখ্যা 35 জনেই আটকে ৷ ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন 7 জন ৷

দেরাদুন, 13 এপ্রিল : বানান ভুল হলে শিক্ষকেরা ছাত্রদেরকে একই বানান বহুবার লিখিয়ে শাস্তি দেন ৷ সেই রীতি মেনেই এবার শাস্তি দিল হৃষিকেশের পুলিশ ৷ তবে কোনও ছাত্রকে শাস্তি দিলেন না তাঁরা ৷ শাস্তি পেল হৃষিকেশের গঙ্গার ঘাটে লকডাউনের নিয়ম ভেঙে ঘুরে বেড়ানো বিদেশিরা ৷ কী ছিল সেই শাস্তি ? বিদেশিদের 500 বার লিখতে হল "আমি লকডাউনের নিয়ম মানিনি , সরি" ৷

শাস্তি দেওয়ার কারণ নিয়ে স্থানীয় থানা মুনিরকিরেতির SI বিনোদ কুমার বলেন , " আমি যখন এই বিদেশিদের পথ আটকাই তখন তাঁরা আমার সঙ্গে তর্ক শুরু করেন এই বলে যে তাঁরা লকডাউনের কোনও নিয়ম ভাঙেননি ৷ আমি তাঁদের বলি যে , লকডাউন মানে বাড়িতে থাকা এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কিনতে বেরনো ৷ গঙ্গার ঘাটে ঘোরা মানে লকডাউনের নিয়ম না মানা ৷ "

হৃষিকেশ

শাস্তি হিসেবে 500 বার বিদেশিরা লেখেন যে , "আমি লকডাউনের নিয়ম মানিনি , সরি" ৷ লেখা শেষ হওয়ার পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয় এবং নির্দেশ দেওয়া হয় ঘরে থেকে লকডাউন মানার ৷

তবে, আশার বিষয়ে যে গতকাল উত্তরাখণ্ডের স্বাস্থ্য দপ্তর থেকে জানান হয় যে সে রাজ্যে নতুন করে কেউ কোরোনাতে আক্রান্ত হননি ৷ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন কোরোনা আক্রান্তরা ৷ রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী এ রাজ্যে আক্রান্তের সংখ্যা 35 জনেই আটকে ৷ ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন 7 জন ৷

Last Updated : Apr 13, 2020, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.