ETV Bharat / bharat

শিক্ষা একটি প্রবাহমান পদ্ধতি এবং তা চলতে থাকা উচিত : কোবিন্দ - তিরুপতি

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে সৎসঙ্ঘ ফাউন্ডেশন আশ্রমের যোগ ব্যায়াম প্রশিক্ষণ শিবিরে অংশ নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সেখানেই তিনি তাঁর বক্তৃতায় জানালেন, শিক্ষা একটি প্রবাহমান পদ্ধতি এবং তা সবসময় চলতে থাকা প্রয়োজন ৷

Learning should be a continuous process says President Ram Nath Kovind
শিক্ষা একটি প্রবাহমান পদ্ধতি এবং তা চলতে থাকা উচিত : রামনাথ কোবিন্দ
author img

By

Published : Feb 7, 2021, 6:46 PM IST

তিরুপতি(অন্ধ্রপ্রদেশ), 7 ফেব্রুয়ারি : শিক্ষা একটি প্রবাহমান পদ্ধতি এবং তা চলতে থাকা প্রয়োজন ৷ কেউ যেন কখনই মনে না করেন তিনি সব বিষয়েই সেরা ৷ রবিবার তিরুপতিতে সৎসঙ্ঘ ফাউন্ডেশন আশ্রমের যোগা প্রশিক্ষণ কেন্দ্রের অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সেখানে যোগ প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনায় অংশ নেন রাষ্ট্রপতি ৷ জীবনের প্রতিটি পদে চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকে । যোগ তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে বলে জানান রামনাথ কোবিন্দ ৷

‘‘আমি প্রতিটি মানুষকে সব সময় একটি পরামর্শ দিয়ে থাকি ৷ যে আপনি জীবনকে একটি স্কুল হিসেবে দেখুন ৷ আপনাকে শিক্ষার মধ্যে থাকতে হবে এবং সবাইকে শেখার চেষ্টা করে যেতে হবে ৷ তবে, কেউ যদি বলেন, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং আমার কিছুই শেখার নেই এবং আমি মানুষ হিসেবে পরিপূর্ণ, তবে তা সম্পূর্ণ ভুল ধারণা ৷ যদি কেউ এমন ধারণা বহন করে চলেন, তবে আমি মনে করি তিনি কিছুই জানেন না,’’ বলে ভাষণে জানান রাষ্ট্রপতি ৷ আজ অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী জগনমোহন রেড্ডি এবং তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য রাষ্ট্রপতিকে মাদানাপাল্লেতে স্বাগত জানান ৷

আরও পড়ুন : এরো ইন্ডিয়া 2021-র সমাপ্তি অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও জানান, ‘‘যোগ ব্যক্তিগত এবং কর্মজীবনের সবরকম সমস্যার সঙ্গে লড়াই করতে সাহায্য করে ৷’’ এই অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ যোগ শিক্ষার্থী এবং প্রশিক্ষকদের সঙ্গে কথাও বলেন ৷ যোগের ফলে তাঁদের ব্যক্তিগতভাবে কী সুবিধা হয়েছে তা জানতে চান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

তিরুপতি(অন্ধ্রপ্রদেশ), 7 ফেব্রুয়ারি : শিক্ষা একটি প্রবাহমান পদ্ধতি এবং তা চলতে থাকা প্রয়োজন ৷ কেউ যেন কখনই মনে না করেন তিনি সব বিষয়েই সেরা ৷ রবিবার তিরুপতিতে সৎসঙ্ঘ ফাউন্ডেশন আশ্রমের যোগা প্রশিক্ষণ কেন্দ্রের অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সেখানে যোগ প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনায় অংশ নেন রাষ্ট্রপতি ৷ জীবনের প্রতিটি পদে চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকে । যোগ তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে বলে জানান রামনাথ কোবিন্দ ৷

‘‘আমি প্রতিটি মানুষকে সব সময় একটি পরামর্শ দিয়ে থাকি ৷ যে আপনি জীবনকে একটি স্কুল হিসেবে দেখুন ৷ আপনাকে শিক্ষার মধ্যে থাকতে হবে এবং সবাইকে শেখার চেষ্টা করে যেতে হবে ৷ তবে, কেউ যদি বলেন, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং আমার কিছুই শেখার নেই এবং আমি মানুষ হিসেবে পরিপূর্ণ, তবে তা সম্পূর্ণ ভুল ধারণা ৷ যদি কেউ এমন ধারণা বহন করে চলেন, তবে আমি মনে করি তিনি কিছুই জানেন না,’’ বলে ভাষণে জানান রাষ্ট্রপতি ৷ আজ অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী জগনমোহন রেড্ডি এবং তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য রাষ্ট্রপতিকে মাদানাপাল্লেতে স্বাগত জানান ৷

আরও পড়ুন : এরো ইন্ডিয়া 2021-র সমাপ্তি অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও জানান, ‘‘যোগ ব্যক্তিগত এবং কর্মজীবনের সবরকম সমস্যার সঙ্গে লড়াই করতে সাহায্য করে ৷’’ এই অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ যোগ শিক্ষার্থী এবং প্রশিক্ষকদের সঙ্গে কথাও বলেন ৷ যোগের ফলে তাঁদের ব্যক্তিগতভাবে কী সুবিধা হয়েছে তা জানতে চান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.