ভোট না দিলেই এই দেশে ভরতে হয় মোটা অঙ্কের জরিমানা । ভাবতে পারেন ? গল্প নয় । এটাই সত্যি । পৃথিবীতে এমন দেশও রয়েছে । 2018 সালে ইজিপ্টে এই নিয়ম চালু হয় । সে-বছরের প্রেসিডেন্ট ইলেকশন । ভোটাদানে উপস্থিত থাকা আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল ৷
ভোট না দিলেই জরিমানা ৷ যার পরিমাণ 28 ডলার বা 500 ইজিপ্টিয়ান পাউন্ড ৷ ইজিপ্টের ন্যাশনাল ইলেকশন অথরিটি এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছিল ৷ এই বিবৃতিতে বলা হয়েছিল, একটি ভালো ভবিষ্যতের জন্য ভোট দেওয়া জরুরি ৷ এটি জাতীয় কর্তব্য ৷ তাই এই আইন লাগু করা হচ্ছে ৷ প্রেসিডেন্সিয়াল ইলেকশনস, 2014-এর 42 নম্বরধারা অনুযায়ী যাদের নাম ভোটার তালিকায় রয়েছে, তারা ভোটদানের দিন অনুপস্থিত থাকলে অবশ্যই জরিমানা দিতে হবে ৷
এইরকম একটি বিষয় ইজিপ্টের আইনে প্রায় 30 বছর ধরে ছিল । কিন্তু প্রথমবার লাগু হয় ৷ ইজিপ্টের ভোট ব্যবস্থায় কোনওদিনই 47 শতাংশের বেশি ভোট পড়ত না । অনেকে মনে করেন, এই ভোট শতাংশের হার বাড়ানোর জন্যই এমন নিয়ম চালু করা হয় । অনেকে আবার বলেন, গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে এই জরিমানা করার নিয়মের মধ্যে দিয়ে ৷
শুধুমাত্র 2018 সালেই নয়, বেশ কয়েকবছর ধরেই এই নিয়ম চালু করার চেষ্টায় লেগে রয়েছে ইজিপ্ট । 2015 সালের পার্লামেন্টারি ইলেকশনের সময়ে ভোট দিতে না গেলে 62 ডলার জরিমানা করার হুমকি দিয়েছিল ইলেকশন অথরিটি । হাস্যকর বিষয়, এর পরেও মোট ভোটারের মাত্র 20 শতাংশ ভোট পড়েছিল সেইবার । এরপরের ভোটে বলা হয়, যারা ভোট দিতে যাবে না, তাদের 500 ইজিপ্টিয়ান পাউন্ড জরিমানা হবে ।কিন্তু সেবার এই নিয়ম মানতে চায়নি ইজিপ্টিয়ানরা । আমজনতার চাপের মুখে জরিমানা নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটেছিল ইলেকশন অথরিটি । তবে 2018-র প্রেসিডেন্ট ইলেকশনে কিন্তু আর পিছু হটেনি ইলেকশন অথরিটি ।