ETV Bharat / bharat

"কৃষিক্ষেত্রের যুগান্তকারী দিন", কৃষি বিল পাশ নিয়ে রাজনাথ - রাজনাথ সিং

রাজ্যসভায় যুগান্তকারী কৃষি বিল পাশ হওয়ার মধ্যে দিয়ে আত্মনির্ভর কৃষির ভিত্তিপ্রস্তর স্থাপন হল । বহুচর্চিত কৃষি বিলগুলি পাশের পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন রাজনাথ সিং ।

রাজনাথ সিং
রাজনাথ সিং
author img

By

Published : Sep 20, 2020, 11:05 PM IST

দিল্লি, 20 সেপ্টেম্বর : “দেশীয় কৃষিক্ষেত্র ও কৃষকদের জন্য এ এক যুগান্তকারী দিন ।” রাজ্যসভায় বহুচর্চিত কৃষি বিলগুলির মধ্য়ে দু'টি পাশ হওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । বিরোধী শিবিরের প্রতিবাদ ক্রমেই বাড়ছে । তবে এরইমধ্যে নিজেদের বক্তব্যে অনড় সরকার । সরকারের তরফে বারবার বলা হচ্ছে, ছোটো ও প্রান্তিক কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করবে এই বিলগুলি ।

এদিকে রাজ্যসভায় কৃষি সংক্রান্ত দু'টি বিল পাশ হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী টুইটারে লেখেন, “আজ রাজ্যসভায় যুগান্তকারী কৃষি বিল পাশ হওয়ার মধ্যে দিয়ে আত্মনির্ভর কৃষির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল ।”

তিনি আরও লেখেন, “এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকারের অবিচ্ছিন্ন সংকল্পের ফলস্বরূপ সম্ভব হয়েছে । সংসদে এই দুই বিল পাশ হওয়ার পরে, কৃষিক্ষেত্রে বৃদ্ধি ও বিকাশের নতুন ইতিহাস রচিত হবে ।”

এই বিলগুলি শুধুমাত্র যে দেশের খাদ্য সুরক্ষাকে শক্তিশালী করবে, তাই নয় কৃষকদের আয়কেই দ্বিগুণ করবে বলে মনে করছেন তিনি ।

আরও পড়ুন : কৃষকদের "মৃত্যু পরোয়ানা"; রাজ্যসভায় সরব কংগ্রেস

বিলগুলি লোকসভায় আগেই পাশ হয়েছিল । এবার রাজ্যসভায় আজ 'কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন' এবং 'কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি' সংক্রান্ত বিল পেশ হয় । কেন্দ্রীয় কৃষি উন্নয়ন, কৃষক কল্যাণ ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার বিল পেশ করেন । তিনি বলেন, "কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার পথে এই বিল কোনও বাধা তৈরি করবে না ।"

কৃষি বিল পেশ করতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা । বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা । বিক্ষোভ দেখান । ওয়েলে নেমে আসেন । কৃষি বিল বিরোধী স্লোগান দিতে থাকেন । ডেপুটি চেয়ারম্যান সবাইকে সিটে ফিরে যেতে অনুরোধ করেন । কিন্তু থামানো যায়নি বিরোধীদের । বিক্ষোভ-প্রতিবাদ চলতে থাকে । দশ মিনিট মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন । এরপর ফের অধিবেশন শুরু হলে ধ্বনিভোটের মাধ্যমে রাজ্যসভায় পাশ হয় বিলগুলি ।

আরও পড়ুন : প্রতিবাদ-বিক্ষোভ উড়িয়ে রাজ্যসভায় পাশ কৃষি বিল

দিল্লি, 20 সেপ্টেম্বর : “দেশীয় কৃষিক্ষেত্র ও কৃষকদের জন্য এ এক যুগান্তকারী দিন ।” রাজ্যসভায় বহুচর্চিত কৃষি বিলগুলির মধ্য়ে দু'টি পাশ হওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । বিরোধী শিবিরের প্রতিবাদ ক্রমেই বাড়ছে । তবে এরইমধ্যে নিজেদের বক্তব্যে অনড় সরকার । সরকারের তরফে বারবার বলা হচ্ছে, ছোটো ও প্রান্তিক কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করবে এই বিলগুলি ।

এদিকে রাজ্যসভায় কৃষি সংক্রান্ত দু'টি বিল পাশ হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী টুইটারে লেখেন, “আজ রাজ্যসভায় যুগান্তকারী কৃষি বিল পাশ হওয়ার মধ্যে দিয়ে আত্মনির্ভর কৃষির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল ।”

তিনি আরও লেখেন, “এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকারের অবিচ্ছিন্ন সংকল্পের ফলস্বরূপ সম্ভব হয়েছে । সংসদে এই দুই বিল পাশ হওয়ার পরে, কৃষিক্ষেত্রে বৃদ্ধি ও বিকাশের নতুন ইতিহাস রচিত হবে ।”

এই বিলগুলি শুধুমাত্র যে দেশের খাদ্য সুরক্ষাকে শক্তিশালী করবে, তাই নয় কৃষকদের আয়কেই দ্বিগুণ করবে বলে মনে করছেন তিনি ।

আরও পড়ুন : কৃষকদের "মৃত্যু পরোয়ানা"; রাজ্যসভায় সরব কংগ্রেস

বিলগুলি লোকসভায় আগেই পাশ হয়েছিল । এবার রাজ্যসভায় আজ 'কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন' এবং 'কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি' সংক্রান্ত বিল পেশ হয় । কেন্দ্রীয় কৃষি উন্নয়ন, কৃষক কল্যাণ ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার বিল পেশ করেন । তিনি বলেন, "কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার পথে এই বিল কোনও বাধা তৈরি করবে না ।"

কৃষি বিল পেশ করতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা । বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা । বিক্ষোভ দেখান । ওয়েলে নেমে আসেন । কৃষি বিল বিরোধী স্লোগান দিতে থাকেন । ডেপুটি চেয়ারম্যান সবাইকে সিটে ফিরে যেতে অনুরোধ করেন । কিন্তু থামানো যায়নি বিরোধীদের । বিক্ষোভ-প্রতিবাদ চলতে থাকে । দশ মিনিট মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন । এরপর ফের অধিবেশন শুরু হলে ধ্বনিভোটের মাধ্যমে রাজ্যসভায় পাশ হয় বিলগুলি ।

আরও পড়ুন : প্রতিবাদ-বিক্ষোভ উড়িয়ে রাজ্যসভায় পাশ কৃষি বিল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.