ETV Bharat / bharat

কিডনির 63 শতাংশ বিকল লালুপ্রসাদের - Lalu Yadav Suffers Serious Kidney Damage

কিডনিতে সমস্যা নিয়ে হাসপাতালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ কিডনির মাত্র 37 শতাংশ সঠিকভাবে কাজ করছে ৷ বিকল 63 শতাংশ ৷

হাসপাতালে চিকিৎসাধীন লালুপ্রসাদ যাদব
author img

By

Published : Sep 1, 2019, 10:59 AM IST

রাঁচি, 1 সেপ্টেম্বর : কিডনিতে সমস্যা নিয়ে হাসপাতালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ কিডনির মাত্র 37 শতাংশ সঠিকভাবে কাজ করছে ৷ বিকল 63 শতাংশ ৷ সেই সঙ্গে তাঁর ব্লাড প্রেশার ও সুগারও ওঠানামা করছে ৷ রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (RIMS) হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷

RIMS-র চিকিৎসক পি কে ঝা বলেন, " লালুপ্রসাদের কিডনির মাত্র 37 শতাংশ সক্রিয় রয়েছে ৷ বাকি 63 শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গত এক সপ্তাহ ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ৷ " তিনি আরও জানান, বছর একাত্তরের RJD সুপ্রিমোর রক্তেও সংক্রমণ ছড়িয়েছে ৷ তাঁর একটি ফোড়া হয়েছিল ৷ সেটা পরে বড় আকার ধারণ করে ৷ সেটাতে অস্ত্রোপচার করতে গিয়েই রক্তে সংক্রমণ ছড়ায় ৷ তাছাড়া তাঁকে বেশকিছু অ্যান্টি-বায়োটিক দেওয়ার ফলে কিডনির কার্যকারিতা আরও একটু হ্রাস পেয়েছে ৷

আরও পড়ুন :NRC-তে নেই বিধায়ক, প্রাক্তন সরকারি আধিকারিকের নাম

পশুখাদ্য কেলেঙ্কারির চারটি মামলায় দোষীসাব্যস্ত লালুপ্রসাদের 14 বছরের কারাদণ্ড হয়েছে ৷ গতবছর থেকে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে বারবার হাসপাতালে ভরতি হন তিনি ৷

রাঁচি, 1 সেপ্টেম্বর : কিডনিতে সমস্যা নিয়ে হাসপাতালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ কিডনির মাত্র 37 শতাংশ সঠিকভাবে কাজ করছে ৷ বিকল 63 শতাংশ ৷ সেই সঙ্গে তাঁর ব্লাড প্রেশার ও সুগারও ওঠানামা করছে ৷ রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (RIMS) হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷

RIMS-র চিকিৎসক পি কে ঝা বলেন, " লালুপ্রসাদের কিডনির মাত্র 37 শতাংশ সক্রিয় রয়েছে ৷ বাকি 63 শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গত এক সপ্তাহ ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ৷ " তিনি আরও জানান, বছর একাত্তরের RJD সুপ্রিমোর রক্তেও সংক্রমণ ছড়িয়েছে ৷ তাঁর একটি ফোড়া হয়েছিল ৷ সেটা পরে বড় আকার ধারণ করে ৷ সেটাতে অস্ত্রোপচার করতে গিয়েই রক্তে সংক্রমণ ছড়ায় ৷ তাছাড়া তাঁকে বেশকিছু অ্যান্টি-বায়োটিক দেওয়ার ফলে কিডনির কার্যকারিতা আরও একটু হ্রাস পেয়েছে ৷

আরও পড়ুন :NRC-তে নেই বিধায়ক, প্রাক্তন সরকারি আধিকারিকের নাম

পশুখাদ্য কেলেঙ্কারির চারটি মামলায় দোষীসাব্যস্ত লালুপ্রসাদের 14 বছরের কারাদণ্ড হয়েছে ৷ গতবছর থেকে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে বারবার হাসপাতালে ভরতি হন তিনি ৷

Firozabad (Uttar Pradesh), Sep 01 (ANI): In another case of medical apathy, a road accident victim was given first aid under cell phone's flashlight. In absence of electricity, doctors stitched up the wounds of accident victim with help of phone's flashlight. The incident took place at District Combined Hospital in UP's Firozabad. Duty in-charge Dr. Abhishek said, "There is no electricity which is causing problems. We will inform CMS about the matter."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.