রাঁচি, 1 সেপ্টেম্বর : কিডনিতে সমস্যা নিয়ে হাসপাতালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ কিডনির মাত্র 37 শতাংশ সঠিকভাবে কাজ করছে ৷ বিকল 63 শতাংশ ৷ সেই সঙ্গে তাঁর ব্লাড প্রেশার ও সুগারও ওঠানামা করছে ৷ রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (RIMS) হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷
RIMS-র চিকিৎসক পি কে ঝা বলেন, " লালুপ্রসাদের কিডনির মাত্র 37 শতাংশ সক্রিয় রয়েছে ৷ বাকি 63 শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গত এক সপ্তাহ ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ৷ " তিনি আরও জানান, বছর একাত্তরের RJD সুপ্রিমোর রক্তেও সংক্রমণ ছড়িয়েছে ৷ তাঁর একটি ফোড়া হয়েছিল ৷ সেটা পরে বড় আকার ধারণ করে ৷ সেটাতে অস্ত্রোপচার করতে গিয়েই রক্তে সংক্রমণ ছড়ায় ৷ তাছাড়া তাঁকে বেশকিছু অ্যান্টি-বায়োটিক দেওয়ার ফলে কিডনির কার্যকারিতা আরও একটু হ্রাস পেয়েছে ৷
আরও পড়ুন :NRC-তে নেই বিধায়ক, প্রাক্তন সরকারি আধিকারিকের নাম
পশুখাদ্য কেলেঙ্কারির চারটি মামলায় দোষীসাব্যস্ত লালুপ্রসাদের 14 বছরের কারাদণ্ড হয়েছে ৷ গতবছর থেকে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে বারবার হাসপাতালে ভরতি হন তিনি ৷