ETV Bharat / bharat

6 মাস ধরে নাবালকদের যৌন হেনস্থা , কেরলে ধৃত যাজক - kerala-priest-arrested-for-alleged-sex-abuse-of-minors

নাবালকদের যৌন হেনস্থার অভিযোগে কেরলের পেরুমবাদোমে গ্রেপ্তার এক পুরোহিত । নাবালকদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 7, 2019, 1:40 PM IST

তিরুবনন্তপুরম , 7 জুলাই : 6 মাস ধরে শারীরিক নিগ্রহ। আবাসিক হোমের নাবালক আবাসিকদের যৌন হেনস্থার অভিযোগ উঠল কেরলেব এক যাজকের বিরুদ্ধে । কেরলের পেুরুমবাদোমে এই ঘটনায় আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে বছর 40-র এক যাজককে । নাবালকদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁর বিরুদ্ধে POCSO (নাবালকদের যৌন হেনস্থা ) আইনের 9D ধারা , জুভেইনাল জাস্টিস অ্যাক্টের 75 ধারা , ভারতীয় দণ্ড বিধির 377 ধারায় মামলা দায়ের হয়েছে। তাঁকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

ওই যাজকের বিরুদ্ধে অভিযোগ তিনি 2018 সালের ডিসেম্বর থেকে নাবালকদের উপর অত্য়াচার চালিয়ে আসছেন । ঘটনা সামনে আসে গতকাল। ওই হোমের কিছু নাবালক আবাসিক হোম থেকে পালিয়ে গিয়েছিল । রাস্তায় এক অপরিচিত ব্যক্তির ফোন থেকে তারা পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানায়।

আবাসিকদের অভিভাবকরা একত্রে থানায় অভিযোগ দায়ের করেন । এর পরই পুলিশ ওই যাজককে গ্রেপ্তার করে।

তিরুবনন্তপুরম , 7 জুলাই : 6 মাস ধরে শারীরিক নিগ্রহ। আবাসিক হোমের নাবালক আবাসিকদের যৌন হেনস্থার অভিযোগ উঠল কেরলেব এক যাজকের বিরুদ্ধে । কেরলের পেুরুমবাদোমে এই ঘটনায় আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে বছর 40-র এক যাজককে । নাবালকদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁর বিরুদ্ধে POCSO (নাবালকদের যৌন হেনস্থা ) আইনের 9D ধারা , জুভেইনাল জাস্টিস অ্যাক্টের 75 ধারা , ভারতীয় দণ্ড বিধির 377 ধারায় মামলা দায়ের হয়েছে। তাঁকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

ওই যাজকের বিরুদ্ধে অভিযোগ তিনি 2018 সালের ডিসেম্বর থেকে নাবালকদের উপর অত্য়াচার চালিয়ে আসছেন । ঘটনা সামনে আসে গতকাল। ওই হোমের কিছু নাবালক আবাসিক হোম থেকে পালিয়ে গিয়েছিল । রাস্তায় এক অপরিচিত ব্যক্তির ফোন থেকে তারা পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানায়।

আবাসিকদের অভিভাবকরা একত্রে থানায় অভিযোগ দায়ের করেন । এর পরই পুলিশ ওই যাজককে গ্রেপ্তার করে।


New Delhi, July 05 (ANI): A fire broke out in a building housing the office of the Directorate General of Health Services (DGHS) in East Delhi's Karkardooma area on Friday. 22 fire tenders were present to the spot. No injury has been reported so far. More than 60 fire personnel have been deployed in the fire fighting operation. The cause of the blaze is yet to be ascertained.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.