কোচি, 18 সেপ্টেম্বর : কেরালার সোনা পাচারের মামলায় অভিযুক্তদের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ আরও বাড়ানো হল । মামলায় অভিযুক্ত 12 জনের বিচারবিভাগীয় হেপাজতের সময়সীমা বাড়িয়ে 8 অক্টোবর পর্যন্ত করা হয়েছে । জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-এর আদালতে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি, অন্যতম মূল অভিযুক্ত স্বপ্না সুরেশের জামিনের আবেদনও খারিজ করেছে আদালত ।
প্রসঙ্গত, কেরালা সোনা পাচার মামলায় অভিযুক্ত স্বপ্না সুরেশ তাঁর শারীরিক অবস্থার কারণে আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন । কিন্তু সেই আবেদন আজ খারিজ করে দেয় জাতীয় তদন্তকারী সংস্থার আদালত । তবে অভিযুক্ত স্বপ্না সুরেশ যাতে হেপাজতে থাকাকালীন পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছে আদালত ।
আজ এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 12 জন অভিযুক্তকে আদালতে পেশ করা হয় ।
জাতীয় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত তেলাঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু থেকে ইসলামিক স্টেটসের সঙ্গে যোগ রয়েছে এমন 17 টি মামলা রুজু করেছে । এখনও পর্যন্ত 122 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে । কেরালায় সোনা পাচারের এই মামলারও তদন্ত করছে NIA । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও কাস্টমসের আধিকারিকরাও তদন্ত চালাচ্ছেন ।
আরও পড়ুন : কূটনৈতিক রক্ষাকবচে কেরালায় এক বছরে 230 কেজি সোনা পাচার
ঘটনার সূত্রপাত হয় 5 জুলাই । তিরুবনন্তপুরমে সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসের ঠিকানা লেখা একটি পার্সেলের ভিতর থেকে উদ্ধার হয়েছিল 30 কেজি সোনা ৷ সেই সোনা পাচারের ঘটনায় নাম জড়িয়ে পড়তে শুরু করে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তরের ৷ 9 জুলাই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) -র হাতে ৷ NIA এরপর 10 জুলাই FIR নথিভুক্ত করে ৷ FIR নথিভুক্ত হওয়ার ঠিক একদিনের মধ্যে (11 জুলাই) সোনা পাচারের ঘটনায় অন্যতম দুই মূল অভিযুক্ত স্বপ্না সুরেশ ও সন্দীপ নায়ারকে গ্রেপ্তার করে NIA ৷
আরও পড়ুন : কেরালা সোনাপাচার-কাণ্ডে UAPA আইনে মামলা, কোর্টে জানাল NIA
তিরুবনন্তপুরম বিমানবন্দরের কাস্টমস বিভাগের তরফে জানানো হয়েছিল, কেরালায় সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসের প্রাক্তন কর্মী স্বপ্না সুরেশের নামে ওই ব্যাগ ছিল ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, তিনি কেরালা সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তরেও চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ৷ তবে ঘটনার সঙ্গে কেরালা সরকারের কোনও যোগ নেই বলে বার বার জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷