ETV Bharat / bharat

সোনা পাচরকান্ডে কেরালার মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ - কেরালায় সোনা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবদ

উল্লেখ্য, জুলাই মাসের 5 তারিখ সোনা পাচারের মামলায় অ্যামেরিকান কনস্যুলেটের প্রাক্তন কর্মী P S সারিথকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযোগ ব্যাগে করে প্রায় 30 কেজি সোনা নিয়ে আসে সে ।

Kerala
Kerala
author img

By

Published : Oct 10, 2020, 4:36 PM IST

এরনাকুলাম, 10 অক্টোবর : সোনা পাচার মামলায় কেরালার মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি শিবশঙ্কর কে জিজ্ঞাসাবাদ কাস্টমস বিভাগের । প্রায় 11 ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে । রাত 10 টা নাগাদ ছাড়া পান তিনি । ইতিমধ্যেই তাঁকে ED ও NIA এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন ।

উল্লেখ্য, জুলাই মাসের 5 তারিখ সোনা পাচারের মামলায় অ্যামেরিকান কনস্যুলেটের প্রাক্তন কর্মী P S সারিথকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযোগ ব্যাগে করে প্রায় 30 কেজি সোনা নিয়ে আসে সে । দুবাই থেকে ওই ব্যক্তি সোনা নিয়ে থিরুভানান্থাপুরামে আসে । তাকে জেরা করেই উঠে আসে একের পর এক ব্যক্তির নাম । অ্যামেরিকান কনস্যুলেটের আরেক প্রাক্তন কর্মী স্বপন সুরেশের নামও উঠে আসে। এছাড়াও আরও অনেকের নাম উঠে আসে । শুধুমাত্র সোনা পাচার কান্ড নয়, এছাড়াও আরও অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে । একটি কনস্ট্রাকশনের বিষয়েও তার নাম জড়িয়ে পড়ে ।

এরপরেই উঠে আসে শিবশঙ্কর এর নাম । কেরালার মুখ্যমন্ত্রী পি বিজয়নের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি শিবশঙ্কর । সোনা পাচার মামলায় তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন ED ও NIA এর আধিকারিকরা । এরপরেই কাস্টমস অফিসারদের জেরার মুখে পড়েন তিনি । জানা গিয়েছে, প্রায় 11 ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁকে । রাত প্রায় 10 টা নাগাদ কাস্টমস অফিস থেকে বের হন তিনি । এই মামলায় তাঁকে আবারও সমন পাঠানো হবে কিনা সেবিষয়ে কিছু জানা যায়নি ।

এরনাকুলাম, 10 অক্টোবর : সোনা পাচার মামলায় কেরালার মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি শিবশঙ্কর কে জিজ্ঞাসাবাদ কাস্টমস বিভাগের । প্রায় 11 ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে । রাত 10 টা নাগাদ ছাড়া পান তিনি । ইতিমধ্যেই তাঁকে ED ও NIA এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন ।

উল্লেখ্য, জুলাই মাসের 5 তারিখ সোনা পাচারের মামলায় অ্যামেরিকান কনস্যুলেটের প্রাক্তন কর্মী P S সারিথকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযোগ ব্যাগে করে প্রায় 30 কেজি সোনা নিয়ে আসে সে । দুবাই থেকে ওই ব্যক্তি সোনা নিয়ে থিরুভানান্থাপুরামে আসে । তাকে জেরা করেই উঠে আসে একের পর এক ব্যক্তির নাম । অ্যামেরিকান কনস্যুলেটের আরেক প্রাক্তন কর্মী স্বপন সুরেশের নামও উঠে আসে। এছাড়াও আরও অনেকের নাম উঠে আসে । শুধুমাত্র সোনা পাচার কান্ড নয়, এছাড়াও আরও অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে । একটি কনস্ট্রাকশনের বিষয়েও তার নাম জড়িয়ে পড়ে ।

এরপরেই উঠে আসে শিবশঙ্কর এর নাম । কেরালার মুখ্যমন্ত্রী পি বিজয়নের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি শিবশঙ্কর । সোনা পাচার মামলায় তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন ED ও NIA এর আধিকারিকরা । এরপরেই কাস্টমস অফিসারদের জেরার মুখে পড়েন তিনি । জানা গিয়েছে, প্রায় 11 ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁকে । রাত প্রায় 10 টা নাগাদ কাস্টমস অফিস থেকে বের হন তিনি । এই মামলায় তাঁকে আবারও সমন পাঠানো হবে কিনা সেবিষয়ে কিছু জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.