ETV Bharat / bharat

ডিজিটাল ক্লাসরুম তৈরিতে দেশের মধ্যে প্রথম কেরালা, দাবি বিজয়নের - সরকারি স্কুল

'স্মার্ট ক্লাসরুম' প্রকল্পের অধীনে রাজ্যের 16,027 টি বিদ্যালয়ে 3,74,274 টি ডিজিটাল ডিভাইস সরবরাহ করা হয়েছে । ॥

Pinarai vijayan
Pinarai vijayan
author img

By

Published : Oct 12, 2020, 3:19 PM IST

ত্রিবান্দ্রাম, 12 অক্টোবর : সরকারি বিদ্যালয়ে ডিজিটাল মাধ্যমে শিক্ষা দানের পরিকাঠামো নির্মাণে দেশের মধ্যে প্রথম রাজ্য কেরালা । দাবি, সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ।

গতকাল একটি ভিডিয়ো বার্তায় রাজ্যের শিক্ষামন্ত্রী সি রবীন্দ্রনাথ বলেন, 'বিদ্যালয়ের উৎকর্ষতা পড়ুয়াদের আরও উৎকৃষ্ট করে তোলে' আমাদের এই স্লোগানই এই পরিকাঠামো তৈরির পথ দেখিয়েছে । ডিজিটাল সহায়তা পড়ুয়াদের কোনও বিষয় আরও ভালো করে বুঝতে সাহায্য করবে । স্মার্ট প্রযুক্তি অতিরিক্ত চাপ থেকে তাদের মুক্তি দেবে । "

রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ে হাই-টেক ক্লাসরুম তৈরি করা হয়েছে । ' স্মার্ট ক্লাসরুম' প্রকল্পের অধীনে রাজ্যের 16,027 টি বিদ্যালয়ে 3,74,274 টি ডিজিটাল ডিভাইস সরবরাহ করা হয়েছে । প্রথম দফায় 4,500 টি বিদ্যালয়ে ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত হাই-টেক ল্যাব, এবং ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত হাই- টেক ক্লাসরুম তৈরি করা হয়েছে।

কেরালা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি ফর এডুকেশন (KITE) -র নেতৃত্বে কেরালা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ডের (KIIFB)-এর অনুদানে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2018 সালের 21 জানুয়ারিতে । কোরোনা পরিস্থিতিতে রাজ্যে অনলাইন শিক্ষাদান পরিষেবার চাহিদা বাড়ে । এই চ্যালেঞ্জকেই সুযোগে পরিণত করে রাজ্য সরকার । যার ফলস্বরূপ প্রকল্পটির বাস্তবায়ন দ্রুত গতিতে সম্ভব হয় ।

ত্রিবান্দ্রাম, 12 অক্টোবর : সরকারি বিদ্যালয়ে ডিজিটাল মাধ্যমে শিক্ষা দানের পরিকাঠামো নির্মাণে দেশের মধ্যে প্রথম রাজ্য কেরালা । দাবি, সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ।

গতকাল একটি ভিডিয়ো বার্তায় রাজ্যের শিক্ষামন্ত্রী সি রবীন্দ্রনাথ বলেন, 'বিদ্যালয়ের উৎকর্ষতা পড়ুয়াদের আরও উৎকৃষ্ট করে তোলে' আমাদের এই স্লোগানই এই পরিকাঠামো তৈরির পথ দেখিয়েছে । ডিজিটাল সহায়তা পড়ুয়াদের কোনও বিষয় আরও ভালো করে বুঝতে সাহায্য করবে । স্মার্ট প্রযুক্তি অতিরিক্ত চাপ থেকে তাদের মুক্তি দেবে । "

রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ে হাই-টেক ক্লাসরুম তৈরি করা হয়েছে । ' স্মার্ট ক্লাসরুম' প্রকল্পের অধীনে রাজ্যের 16,027 টি বিদ্যালয়ে 3,74,274 টি ডিজিটাল ডিভাইস সরবরাহ করা হয়েছে । প্রথম দফায় 4,500 টি বিদ্যালয়ে ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত হাই-টেক ল্যাব, এবং ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত হাই- টেক ক্লাসরুম তৈরি করা হয়েছে।

কেরালা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি ফর এডুকেশন (KITE) -র নেতৃত্বে কেরালা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ডের (KIIFB)-এর অনুদানে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2018 সালের 21 জানুয়ারিতে । কোরোনা পরিস্থিতিতে রাজ্যে অনলাইন শিক্ষাদান পরিষেবার চাহিদা বাড়ে । এই চ্যালেঞ্জকেই সুযোগে পরিণত করে রাজ্য সরকার । যার ফলস্বরূপ প্রকল্পটির বাস্তবায়ন দ্রুত গতিতে সম্ভব হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.