দিল্লি, 20 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন AAP দলের আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । মনোনয়ন পেশ করার আগে দিল্লির বাল্মিকী মন্দির থেকে হনুমান মন্দির পর্যন্ত এক বিশাল পদযাত্রা করেন তিনি । তৃতীয়বারের জন্য দিল্লি বিধানসভা থেকে লড়াই করতে চলেছেন তিনি ।
2013 ও 2015 সালের নির্বাচনে জয়ী হন কেজরিওয়াল । 2013 সালে 53.46 শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি । এরপর 2015 সালে সেই মার্জিন বেড়ে দাঁড়ায় 64.34 শতাংশে ।
দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আগামী 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। তবে, BJP ও CONG-এর তরফে কে প্রার্থী হতে চলেছেন সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। আগামী 8ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় নির্বাচন৷ দিল্লির মসনদে আবারও কে বসতে চলেছেন, তা বোঝা যাবে আগামী 11 ফেব্রুয়ারি ফলপ্রকাশের পর।