ETV Bharat / bharat

আজ মনোনয়ন জমা দিতে চলেছেন কেজরিওয়াল - কেজরিওয়াল মনোনয়নপত্র জমা

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন AAP দলের আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । মনোনয়ন পেশ করার আগে দিল্লির বাল্মিকী মন্দির থেকে হনুমান মন্দির পর্যন্ত এক বিশাল পদযাত্রা করেন  তিনি । তৃতীয়বারের জন্য দিল্লি বিধানসভা থেকে লড়াই করতে চলেছেন তিনি ।

KEJRIWAL NOMINATION TODAY
অরবিন্দ কেজরিওয়াল
author img

By

Published : Jan 20, 2020, 11:24 AM IST

দিল্লি, 20 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন AAP দলের আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । মনোনয়ন পেশ করার আগে দিল্লির বাল্মিকী মন্দির থেকে হনুমান মন্দির পর্যন্ত এক বিশাল পদযাত্রা করেন তিনি । তৃতীয়বারের জন্য দিল্লি বিধানসভা থেকে লড়াই করতে চলেছেন তিনি ।

2013 ও 2015 সালের নির্বাচনে জয়ী হন কেজরিওয়াল । 2013 সালে 53.46 শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি । এরপর 2015 সালে সেই মার্জিন বেড়ে দাঁড়ায় 64.34 শতাংশে ।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আগামী 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। তবে, BJP ও CONG-এর তরফে কে প্রার্থী হতে চলেছেন সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। আগামী 8ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় নির্বাচন৷ দিল্লির মসনদে আবারও কে বসতে চলেছেন, তা বোঝা যাবে আগামী 11 ফেব্রুয়ারি ফলপ্রকাশের পর।

দিল্লি, 20 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন AAP দলের আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । মনোনয়ন পেশ করার আগে দিল্লির বাল্মিকী মন্দির থেকে হনুমান মন্দির পর্যন্ত এক বিশাল পদযাত্রা করেন তিনি । তৃতীয়বারের জন্য দিল্লি বিধানসভা থেকে লড়াই করতে চলেছেন তিনি ।

2013 ও 2015 সালের নির্বাচনে জয়ী হন কেজরিওয়াল । 2013 সালে 53.46 শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি । এরপর 2015 সালে সেই মার্জিন বেড়ে দাঁড়ায় 64.34 শতাংশে ।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আগামী 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। তবে, BJP ও CONG-এর তরফে কে প্রার্থী হতে চলেছেন সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। আগামী 8ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় নির্বাচন৷ দিল্লির মসনদে আবারও কে বসতে চলেছেন, তা বোঝা যাবে আগামী 11 ফেব্রুয়ারি ফলপ্রকাশের পর।

Vijayawada (AP), Jan 20 (ANI): Ahead of the special session of Andhra Pradesh Assembly for setting up of three state capitals, heavy security has been deployed in Andhra Pradesh's Vijayawada on January 20. Section 144 of CrPc has been imposed in Vijayawada and Guntur areas to facilitate smooth functioning of the State Assembly and movement of public representatives. There is presence of large numbers of security personnel's at Prakasam Barrage in Vijayawada.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.