ETV Bharat / bharat

থমথমে কাশ্মীরজুড়ে একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? - থমথমে কাশ্মীর

গত তিন দিনে উপত্যকায় কোনও হিংসার ঘটনা ঘটেনি বলেই প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হয়েছে, কোনওভাবেই হিংসাকে প্রশ্রয় দেওয়া হবে না ৷ শান্তি বজায় রাখতে যে কোনওরকম পদক্ষেপ করতে প্রস্তুত প্রশাসন ৷

ছবি
author img

By

Published : Aug 6, 2019, 1:22 PM IST

জম্মু ও কাশ্মীর, 6 অগাস্ট : রাস্তার মাঝ বরাবর বিছানো রয়েছে কাঁটাতার ৷ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কাঁধে টহল দিচ্ছেন সেনা জওয়ানরা ৷ যেন তাঁদের বিনা অনুমতিতে মাছি গলবার জো টুকু নেই ৷

কেটেছে সবে মাত্র 24 ঘণ্টা ৷ গতকালই জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার কথা রাজ্যসভায় ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর তারপর থেকেই যেন আরও থমথমে হয়ে উঠেছে গোটা উপত্যকা ৷ যে কোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে অতি সক্রিয় কেন্দ্রীয় সরকার ৷ ইন্টারনেট-ফোন পরিষেবা বন্ধ থাকার কথা দিন কয়েক আগেই ঘোষণা করা হয়েছিল ৷ সেই নির্দেশিকা এখনও বলবৎ হয়েছে ৷ মাইকে বার বার ঘোষণা করা হচ্ছে, কেউ যেন বাড়ির বাইরে না আসেন ৷ কারণ, এখনও 144 ধারা তোলা হয়নি ৷ সচিত্র পরিচয়পত্র না দেখিয়ে, একজনকেও ছাড়া হচ্ছে না ৷ প্রতিটি গাড়িতে চলছে খুঁটিয়ে তল্লাশি ৷ যেন সামান্যতম ঢিলেমি দিতে রাজি নয় কেউ ৷

ফোন-ইন্টারনেটের পাশাপাশি ডাক যোগাযোগও কার্যত বন্ধ৷ আপাতত জম্মু ও কাশ্মীরে কোনও চিঠি পাঠানো যাবে না । শুধু চিঠি নয়, নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের পার্সেল নিয়েও । শুধু কলকাতা, দিল্লি, মুম্বই নয়, এই নির্দেশ পৌঁছেছে দেশের সর্বত্র । নির্দেশিকায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির নিরিখে এই সিদ্ধান্ত । তবে, জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলার আগেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেখানে জম্মু ও কাশ্মীরকে রাজ্য বলেই উল্লেখ করা হয়েছে । বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত জম্মু ও কাশ্মীর সার্কেলের জন্য কোনও ধরনের ‘মেইল’ বুক করা যাবে না । তার মধ্যে চিঠি যেমন রয়েছে, তেমনই সব ধরনের পার্সেলও রয়েছে । বেসরকারি কুরিয়ার সার্ভিসও আপাতত জম্মু ও কাশ্মীরে তাদের পরিষেবা বন্ধ রেখেছে বলে ডাক বিভাগ সূত্রে খবর ।

এই সংক্রান্ত আরও খবর: নিয়ম মেনেই কি জম্মু ও কাশ্মীর ভাগ? অমিতের কাছে জবাব চাইলেন অধীর

যদিও, গত তিন দিনে উপত্যকায় কোনও হিংসার ঘটনা ঘটেনি বলেই প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হয়েছে, কোনওভাবেই হিংসাকে প্রশ্রয় দেওয়া হবে না ৷ শান্তি বজায় রাখতে যে কোনওরকম পদক্ষেপ করতে প্রস্তুত প্রশাসন ৷ জম্মু-কাশ্মীরের DGP দলবীর সিংয়ের দাবি, উত্তর-দক্ষিণ-মধ্য কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ৷ একই সঙ্গে, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আগামী তিন মাসের জন্য জম্মু-কাশ্মীরে খাবার-পণ্য সবই মজুত আছে ৷ কাউকে কোনওরকম সমস্যায় পড়তে হবে না ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় বজায় থাকুক শান্তি, বার্তা ট্রাম্প প্রশাসনের

প্রশাসনের তরফে যাই বলা হোক না কেন, ঠিক যেন অন্য গ্রহে পরিণত হয়েছে উপত্যকা ৷ কাজের সন্ধানে যাওয়া দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন তাঁদের আত্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ৷ দিন তিনেক আগে শেষ বারের মতো বাড়ির লোকগুলোর সঙ্গে কথা হয়েছিল৷ আবার কবে হবে, জানেন না কেউই ৷ তেমনই কেউ জানেন না, কবে আবার স্বাভাবিক হবে পরিস্থিতি? কবে আবার স্কুল খুলব? কবে আবার পর্যটকরা আসবেন? কবে মুক্তি দেওয়া হবে প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে? এ সব প্রশ্নই ঘুরে ফিরে আসছে উপত্যাকার আকাশে-বাতাসে ৷

জম্মু ও কাশ্মীর, 6 অগাস্ট : রাস্তার মাঝ বরাবর বিছানো রয়েছে কাঁটাতার ৷ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কাঁধে টহল দিচ্ছেন সেনা জওয়ানরা ৷ যেন তাঁদের বিনা অনুমতিতে মাছি গলবার জো টুকু নেই ৷

কেটেছে সবে মাত্র 24 ঘণ্টা ৷ গতকালই জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার কথা রাজ্যসভায় ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর তারপর থেকেই যেন আরও থমথমে হয়ে উঠেছে গোটা উপত্যকা ৷ যে কোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে অতি সক্রিয় কেন্দ্রীয় সরকার ৷ ইন্টারনেট-ফোন পরিষেবা বন্ধ থাকার কথা দিন কয়েক আগেই ঘোষণা করা হয়েছিল ৷ সেই নির্দেশিকা এখনও বলবৎ হয়েছে ৷ মাইকে বার বার ঘোষণা করা হচ্ছে, কেউ যেন বাড়ির বাইরে না আসেন ৷ কারণ, এখনও 144 ধারা তোলা হয়নি ৷ সচিত্র পরিচয়পত্র না দেখিয়ে, একজনকেও ছাড়া হচ্ছে না ৷ প্রতিটি গাড়িতে চলছে খুঁটিয়ে তল্লাশি ৷ যেন সামান্যতম ঢিলেমি দিতে রাজি নয় কেউ ৷

ফোন-ইন্টারনেটের পাশাপাশি ডাক যোগাযোগও কার্যত বন্ধ৷ আপাতত জম্মু ও কাশ্মীরে কোনও চিঠি পাঠানো যাবে না । শুধু চিঠি নয়, নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের পার্সেল নিয়েও । শুধু কলকাতা, দিল্লি, মুম্বই নয়, এই নির্দেশ পৌঁছেছে দেশের সর্বত্র । নির্দেশিকায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির নিরিখে এই সিদ্ধান্ত । তবে, জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলার আগেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেখানে জম্মু ও কাশ্মীরকে রাজ্য বলেই উল্লেখ করা হয়েছে । বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত জম্মু ও কাশ্মীর সার্কেলের জন্য কোনও ধরনের ‘মেইল’ বুক করা যাবে না । তার মধ্যে চিঠি যেমন রয়েছে, তেমনই সব ধরনের পার্সেলও রয়েছে । বেসরকারি কুরিয়ার সার্ভিসও আপাতত জম্মু ও কাশ্মীরে তাদের পরিষেবা বন্ধ রেখেছে বলে ডাক বিভাগ সূত্রে খবর ।

এই সংক্রান্ত আরও খবর: নিয়ম মেনেই কি জম্মু ও কাশ্মীর ভাগ? অমিতের কাছে জবাব চাইলেন অধীর

যদিও, গত তিন দিনে উপত্যকায় কোনও হিংসার ঘটনা ঘটেনি বলেই প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হয়েছে, কোনওভাবেই হিংসাকে প্রশ্রয় দেওয়া হবে না ৷ শান্তি বজায় রাখতে যে কোনওরকম পদক্ষেপ করতে প্রস্তুত প্রশাসন ৷ জম্মু-কাশ্মীরের DGP দলবীর সিংয়ের দাবি, উত্তর-দক্ষিণ-মধ্য কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ৷ একই সঙ্গে, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আগামী তিন মাসের জন্য জম্মু-কাশ্মীরে খাবার-পণ্য সবই মজুত আছে ৷ কাউকে কোনওরকম সমস্যায় পড়তে হবে না ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় বজায় থাকুক শান্তি, বার্তা ট্রাম্প প্রশাসনের

প্রশাসনের তরফে যাই বলা হোক না কেন, ঠিক যেন অন্য গ্রহে পরিণত হয়েছে উপত্যকা ৷ কাজের সন্ধানে যাওয়া দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন তাঁদের আত্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ৷ দিন তিনেক আগে শেষ বারের মতো বাড়ির লোকগুলোর সঙ্গে কথা হয়েছিল৷ আবার কবে হবে, জানেন না কেউই ৷ তেমনই কেউ জানেন না, কবে আবার স্বাভাবিক হবে পরিস্থিতি? কবে আবার স্কুল খুলব? কবে আবার পর্যটকরা আসবেন? কবে মুক্তি দেওয়া হবে প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে? এ সব প্রশ্নই ঘুরে ফিরে আসছে উপত্যাকার আকাশে-বাতাসে ৷

Washington DC (US), Aug 06 (ANI): A US-based group representing expatriate Mohajirs and The Voice of Karachi Chairman Nadeem Nusrat speaking to ANI, after India moved to end Kashmir's special status said, "Why Pakistan has been raising this issue of Kashmir for a long time? Will have to actually question Pakistan that has Pakistan been able to provide rights, protection and justice to its own people who are the part of Pakistan? Take the example of Mohajirs, it is more than 70 years and Pakistan has not accepted them as the son of the soil."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.