বেঙ্গালুরু, 1 জানুয়ারি : ব্রিটেনে এক হাজার প্রশিক্ষিত নার্স পাঠাচ্ছে কর্নাটক সরকার ৷ কর্নাটক সরকার জানিয়েছে, এর ফলে কোভিড পরিস্থিতিতেও কর্মসংস্থান হবে ৷ অন্যদিকে ইউরোপে ভারতীয় নার্সদের বাড়তি চাহিদার কথাও জানিয়েছে রাজ্য সরকার ৷ প্রসঙ্গত, ব্রিটেনে কোভিডের নতুন স্ট্রেনে সংক্রমণ মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছেছে ৷ নতুন করে লকডাউন জারি হয়েছে ৷ সে দেশে চিকিৎসক, নার্স-সহ অতিরিক্ত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন তৈরি হয়েছে ৷
কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ড. সি এন অশ্বথা নারায়ণ জানিয়েছেন, ইউরোপ-সহ গোটা পৃথিবীতেই ভারতীয় নার্সদের বিপুল চাহিদা রয়েছে ৷ বিদেশের বহু হাসপাতাল ভারতীয় নার্সদের নিয়োগ করতে আগ্রহী ৷
তিনি বলেন, "প্রথম ধাপে এক হাজার নার্স পাঠানো হচ্ছে ৷" এরা নার্সের প্রশিক্ষণ ছাড়াও কর্নাটক সরকারের ভোকেশনাল ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে ভাষা ও সংযোগস্থাপনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছে ৷"
আরও পড়ুন: দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত বেড়ে 25
কর্নাটক সরকারের তরফে জানানো হয়েছে, ব্রিটেন সরকার বার্ষিক 20 লাখ টাকার বেতনের প্যাকেজ দিচ্ছে ভারতীয় নার্সদের ৷ পরবর্তীকালে কানাডাতেও রাজ্যের নার্সদের পাঠানো হতে পারে ৷
ড. সি এন অশ্বথা নারায়ণ বলেন, "ডিপার্টমেন্ট অফ স্কিল ডেভেলপমেন্ট, ন্যাশানাল হেল্থ সার্ভিসেস ও হেল্থ এডুকেশন ইংল্যান্ডের যৌথ প্রয়াসে ভারতীয় নার্সদের ব্রিটেনে পাঠানো হচ্ছে ৷ কোভিড পরিস্থিতিতে যা কর্নাটক তথা ভারতের কর্মসংস্থান এবং ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবাকে মজবুত করবে ৷"
এদিকে, এখনও পর্যন্ত ব্রিটেন ফেরত 25 জন ভারতীয়ের শরীরে কোভিডের নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে ৷ যার মধ্যে কলকাতার একজন ৷ কানাডা থেকে কলকাতায় ফেরা কোভিড আক্রান্ত এক যুবতি নতুন স্ট্রেনে আক্রান্ত কি না তা খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷