ETV Bharat / bharat

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েও ভোট দিতে পারবেন না দ্রাবিড় - brand ambassador

নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাহুল দ্রাবিড় নিজেই ভোট দিতে পারবেন না এবার।

রাহুল দ্রাবিড়
author img

By

Published : Apr 15, 2019, 1:03 AM IST

বেঙ্গালুরু, 15 এপ্রিল : কর্নাটক নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাহুল দ্রাবিড়। বিভিন্ন ছবি, ভিডিয়োয় তাঁকে দেখা যায় জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানাতে। কিন্তু এবার ভোটই দিতে পারবেন না তিনি।

18 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট রাহুল দ্রাবিড়ের কেন্দ্রে। সম্প্রতি নিজের নির্বাচন কেন্দ্র পরিবর্তন করেন রাহুল দ্রাবিড়। এর আগে ইন্দিরানগরে থাকতেন দ্রাবিড়। যা শান্তিনগর লোকসভা কেন্দ্রের অধীনে। সম্প্রতি তিনি তাঁর বাড়ি পরিবর্তন করে RMV এক্সটেনশনে যান। সেই অনুযায়ী তাঁর ভাই বিজয় নির্বাচন কমিশনের 7 নম্বর ফর্ম পূরণ করেন। ভোটার লিস্ট থেকে নাম প্রত্যাহার করার জন্য সেই ফর্ম পূরণ করতে হয়। এর ফলে শান্তিনগর লোকসভার ভোটার তালিকা থেকে নাম প্রত্যাহার হয়ে যায় রাহুল দ্রাবিড়ের।

কিন্তু তাঁর নতুন কেন্দ্রের ভোটার তালিকায় নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম ভরেননি রাহুল দ্রাবিড়। ফলে নতুন কেন্দ্রের ভোটার তালিকায় তাঁর নাম আসেনি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, 7 নম্বর ফর্ম পরিবারের যে কেউ ভরতে পারেন। কিন্তু 6 নম্বর ফর্ম সেই ব্যক্তিকেই পূরণ করতে হয়। কিন্তু রাহুল দ্রাবিড় তা করেননি।

কর্নাটকের নির্বাচন কমিশন সূত্রে খবর, তাঁর নাম তোলার জন্য আধিকারিকরা বিভিন্নবার রাহুল দ্রাবিড়ের বাড়ি যান। সেইসময় তিনি বাড়িতে ছিলেন না।

কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জীব কুমার জানান, দ্রাবিড় তাঁর নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দিলেও পরে তালিকায় তুলতে ভুলে যান। এখন তাঁর নাম ভোটার তালিকায় তোলা সম্ভব নয়।

ফলে কর্নাটক নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিজেই এবার তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

বেঙ্গালুরু, 15 এপ্রিল : কর্নাটক নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাহুল দ্রাবিড়। বিভিন্ন ছবি, ভিডিয়োয় তাঁকে দেখা যায় জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানাতে। কিন্তু এবার ভোটই দিতে পারবেন না তিনি।

18 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট রাহুল দ্রাবিড়ের কেন্দ্রে। সম্প্রতি নিজের নির্বাচন কেন্দ্র পরিবর্তন করেন রাহুল দ্রাবিড়। এর আগে ইন্দিরানগরে থাকতেন দ্রাবিড়। যা শান্তিনগর লোকসভা কেন্দ্রের অধীনে। সম্প্রতি তিনি তাঁর বাড়ি পরিবর্তন করে RMV এক্সটেনশনে যান। সেই অনুযায়ী তাঁর ভাই বিজয় নির্বাচন কমিশনের 7 নম্বর ফর্ম পূরণ করেন। ভোটার লিস্ট থেকে নাম প্রত্যাহার করার জন্য সেই ফর্ম পূরণ করতে হয়। এর ফলে শান্তিনগর লোকসভার ভোটার তালিকা থেকে নাম প্রত্যাহার হয়ে যায় রাহুল দ্রাবিড়ের।

কিন্তু তাঁর নতুন কেন্দ্রের ভোটার তালিকায় নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম ভরেননি রাহুল দ্রাবিড়। ফলে নতুন কেন্দ্রের ভোটার তালিকায় তাঁর নাম আসেনি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, 7 নম্বর ফর্ম পরিবারের যে কেউ ভরতে পারেন। কিন্তু 6 নম্বর ফর্ম সেই ব্যক্তিকেই পূরণ করতে হয়। কিন্তু রাহুল দ্রাবিড় তা করেননি।

কর্নাটকের নির্বাচন কমিশন সূত্রে খবর, তাঁর নাম তোলার জন্য আধিকারিকরা বিভিন্নবার রাহুল দ্রাবিড়ের বাড়ি যান। সেইসময় তিনি বাড়িতে ছিলেন না।

কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জীব কুমার জানান, দ্রাবিড় তাঁর নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দিলেও পরে তালিকায় তুলতে ভুলে যান। এখন তাঁর নাম ভোটার তালিকায় তোলা সম্ভব নয়।

ফলে কর্নাটক নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিজেই এবার তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

Rampur (UP), Apr 14 (ANI): While speaking at a public rally in Uttar Pradesh's Rampur, Samajwadi Party leader Azam apparently made certain derogatory remarks for BJP leader Jaya Prada on Sunday. SP Member of Parliament Khan on BJP candidate from Rampur said, "The one whom I brought to Rampur, the public took 17 years in understanding that person's reality but I understood it in just 17 days that the person's underwear is of 'khaki' color."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.