বেঙ্গালুরু, 26 জুলাই : চতুর্থবারের জন্য কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা ৷ শপথের আগে ইয়েদুরাপ্পা দাবি করেন, নতুন সরকারের আমলেও রাজনৈতিক প্রতিহিংসার কোনও ঘটনা হবে না ৷
আস্থা ভোটে পরাজয়ের পর মঙ্গলবার পদত্যাগ করেন এইচ ডি কুমারস্বামী ৷ কর্নাটকের মসনদে বসার দৌড়ে এগিয়ে ছিলেন ইয়েদুরাপ্পা ৷ ইতিমধ্যে গতকাল তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার করেন স্পিকার কে আর রমেশ কুমার ৷ ফলে কর্নাটক বিধানসভায় বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় 222 ৷ পরিবর্তিত ম্যাজিক ফিগার হয় 112 ৷ কিন্তু, বাকি বিক্ষুব্ধ বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে ছিল ৷ এখানেই তৈরি হয় জটিলতা ৷ কারণ সেক্ষেত্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা নেই BJP-র হাতে ৷ ফলে কর্নাটকে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা তৈরি হয় ৷ BJP-র মুখপাত্র জি মধুসূদনের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া গেছিল ৷ তিনি বলেছিলেন, "যদি স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ না করেন তাহলে রাজ্যপাল (বাজুভাই বালা) রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন ৷ এরকম পরিস্থিতিতে আমরা সরকার গঠনের দাবি জানাব না ৷"
কিন্ত, আজ সকালে পরিস্থিতি ফের নতুন মোড় দেয় ৷ সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে দেখা করেন ইয়েদুরাপ্পা ৷ তারপর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ইয়েদুরাপ্পা ৷ তবে তাঁর পথ খুব একটা মসৃণ হবে না বলে ওয়াকিবহল মহলের মত ৷ কারণ, বুধবারের (31 জুলাই) মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ৷ যদিও সূত্রের খবর, তার আগে সোমবারই আস্থা ভোটে যেতে পারেন তিনি ৷ আপাতত 106 জন বিধায়কের সমর্থন রয়েছে BJP-র কাছে ৷ যা সংখ্যাগরিষ্ঠতার থেকে কম ৷ যদিও ইয়েদুরাপ্পা জানান, আস্থা ভোটে জেতার বিষয়ে তিনি 101 শতাংশ নিশ্চিত ৷