ETV Bharat / bharat

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ বি এস ইয়েদুরাপ্পার - Karnataka

শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা ৷

ইয়েদুরাপ্পার
author img

By

Published : Jul 26, 2019, 6:36 PM IST

Updated : Jul 26, 2019, 7:20 PM IST

বেঙ্গালুরু, 26 জুলাই : চতুর্থবারের জন্য কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা ৷ শপথের আগে ইয়েদুরাপ্পা দাবি করেন, নতুন সরকারের আমলেও রাজনৈতিক প্রতিহিংসার কোনও ঘটনা হবে না ৷

আস্থা ভোটে পরাজয়ের পর মঙ্গলবার পদত্যাগ করেন এইচ ডি কুমারস্বামী ৷ কর্নাটকের মসনদে বসার দৌড়ে এগিয়ে ছিলেন ইয়েদুরাপ্পা ৷ ইতিমধ্যে গতকাল তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার করেন স্পিকার কে আর রমেশ কুমার ৷ ফলে কর্নাটক বিধানসভায় বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় 222 ৷ পরিবর্তিত ম্যাজিক ফিগার হয় 112 ৷ কিন্তু, বাকি বিক্ষুব্ধ বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে ছিল ৷ এখানেই তৈরি হয় জটিলতা ৷ কারণ সেক্ষেত্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা নেই BJP-র হাতে ৷ ফলে কর্নাটকে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা তৈরি হয় ৷ BJP-র মুখপাত্র জি মধুসূদনের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া গেছিল ৷ তিনি বলেছিলেন, "যদি স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ না করেন তাহলে রাজ্যপাল (বাজুভাই বালা) রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন ৷ এরকম পরিস্থিতিতে আমরা সরকার গঠনের দাবি জানাব না ৷"

কিন্ত, আজ সকালে পরিস্থিতি ফের নতুন মোড় দেয় ৷ সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে দেখা করেন ইয়েদুরাপ্পা ৷ তারপর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ইয়েদুরাপ্পা ৷ তবে তাঁর পথ খুব একটা মসৃণ হবে না বলে ওয়াকিবহল মহলের মত ৷ কারণ, বুধবারের (31 জুলাই) মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ৷ যদিও সূত্রের খবর, তার আগে সোমবারই আস্থা ভোটে যেতে পারেন তিনি ৷ আপাতত 106 জন বিধায়কের সমর্থন রয়েছে BJP-র কাছে ৷ যা সংখ্যাগরিষ্ঠতার থেকে কম ৷ যদিও ইয়েদুরাপ্পা জানান, আস্থা ভোটে জেতার বিষয়ে তিনি 101 শতাংশ নিশ্চিত ৷

বেঙ্গালুরু, 26 জুলাই : চতুর্থবারের জন্য কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা ৷ শপথের আগে ইয়েদুরাপ্পা দাবি করেন, নতুন সরকারের আমলেও রাজনৈতিক প্রতিহিংসার কোনও ঘটনা হবে না ৷

আস্থা ভোটে পরাজয়ের পর মঙ্গলবার পদত্যাগ করেন এইচ ডি কুমারস্বামী ৷ কর্নাটকের মসনদে বসার দৌড়ে এগিয়ে ছিলেন ইয়েদুরাপ্পা ৷ ইতিমধ্যে গতকাল তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার করেন স্পিকার কে আর রমেশ কুমার ৷ ফলে কর্নাটক বিধানসভায় বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় 222 ৷ পরিবর্তিত ম্যাজিক ফিগার হয় 112 ৷ কিন্তু, বাকি বিক্ষুব্ধ বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে ছিল ৷ এখানেই তৈরি হয় জটিলতা ৷ কারণ সেক্ষেত্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা নেই BJP-র হাতে ৷ ফলে কর্নাটকে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা তৈরি হয় ৷ BJP-র মুখপাত্র জি মধুসূদনের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া গেছিল ৷ তিনি বলেছিলেন, "যদি স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ না করেন তাহলে রাজ্যপাল (বাজুভাই বালা) রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন ৷ এরকম পরিস্থিতিতে আমরা সরকার গঠনের দাবি জানাব না ৷"

কিন্ত, আজ সকালে পরিস্থিতি ফের নতুন মোড় দেয় ৷ সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে দেখা করেন ইয়েদুরাপ্পা ৷ তারপর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ইয়েদুরাপ্পা ৷ তবে তাঁর পথ খুব একটা মসৃণ হবে না বলে ওয়াকিবহল মহলের মত ৷ কারণ, বুধবারের (31 জুলাই) মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ৷ যদিও সূত্রের খবর, তার আগে সোমবারই আস্থা ভোটে যেতে পারেন তিনি ৷ আপাতত 106 জন বিধায়কের সমর্থন রয়েছে BJP-র কাছে ৷ যা সংখ্যাগরিষ্ঠতার থেকে কম ৷ যদিও ইয়েদুরাপ্পা জানান, আস্থা ভোটে জেতার বিষয়ে তিনি 101 শতাংশ নিশ্চিত ৷

New Delhi, July 26 (ANI): Reacting on Samajwadi MP Azam Khan's 'inappropriate' comment, Leader of Congress in Lok Sabha, Adhir Ranjan Chowdhury said that their party is against disrespect of women. "There have been incidents when Sonia Gandhi Ji was called 'Italy ki," he said further.
Last Updated : Jul 26, 2019, 7:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.