ETV Bharat / bharat

লড়াই শেষ, অপেক্ষা করুন কর্মফলের ; মোদিকে পালটা রাহুলের - narendra modi

"কর্মফলের জন্য অপেক্ষা করুন । লড়াই শেষ। আপনার নিজস্ব চিন্তাভাবনা আমার বাবার নামে চালানোর চেষ্টা করে বাঁচতে পারবেন না।" মোদিকে পালটা কটাক্ষ রাহুল গান্ধির

রাহুল গান্ধি
author img

By

Published : May 5, 2019, 2:50 PM IST

দিল্লি, 5 মে : "লড়াই শেষ। কর্মফলের জন্য অপেক্ষা করুন । আপনার নিজস্ব চিন্তাভাবনা আমার বাবার নামে চালানোর চেষ্টা করে বাঁচতে পারবেন না। আমার তরফ থেকে আপনাকে প্রচুর ভালোবাসা ও আন্তরিকতা ।" নরেন্দ্র মোদিকে পালটা আক্রমণ করলেন রাহুল গান্ধি ।

গতকাল বোফর্স দুর্নীতির অভিযোগ তুলে রাজীব গান্ধিকে এক নাম্বার দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছিলেন মোদি । রাহুলের উদ্দেশে বলেছিলেন, "আপনার বাবার স্বচ্ছ (মিস্টার ক্লিন) ভাবমূর্তি ছিল কিন্তু পরবর্তীতে এক নম্বর দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।"

এরপরই আজ টুইটে পালটা প্রতিক্রিয়া দেন রাহুল গান্ধি । এই ইশুতে মোদিকে একহাত নেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও । টুইটে লেখেন, "মিস্টার মোদি, 1991 সালে যে ব্যক্তি প্রয়াত হয়েছেন, তাঁর মানহানি করে আপনি ভদ্রতা ও শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন ।"

এই সংক্রান্ত খবর : আপনার বাবা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন : মোদি

দিল্লি, 5 মে : "লড়াই শেষ। কর্মফলের জন্য অপেক্ষা করুন । আপনার নিজস্ব চিন্তাভাবনা আমার বাবার নামে চালানোর চেষ্টা করে বাঁচতে পারবেন না। আমার তরফ থেকে আপনাকে প্রচুর ভালোবাসা ও আন্তরিকতা ।" নরেন্দ্র মোদিকে পালটা আক্রমণ করলেন রাহুল গান্ধি ।

গতকাল বোফর্স দুর্নীতির অভিযোগ তুলে রাজীব গান্ধিকে এক নাম্বার দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছিলেন মোদি । রাহুলের উদ্দেশে বলেছিলেন, "আপনার বাবার স্বচ্ছ (মিস্টার ক্লিন) ভাবমূর্তি ছিল কিন্তু পরবর্তীতে এক নম্বর দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।"

এরপরই আজ টুইটে পালটা প্রতিক্রিয়া দেন রাহুল গান্ধি । এই ইশুতে মোদিকে একহাত নেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও । টুইটে লেখেন, "মিস্টার মোদি, 1991 সালে যে ব্যক্তি প্রয়াত হয়েছেন, তাঁর মানহানি করে আপনি ভদ্রতা ও শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন ।"

এই সংক্রান্ত খবর : আপনার বাবা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন : মোদি


Aligarh (Uttar Pradesh), May 05 (ANI): The holy month of Ramadan starts on May 06 or 07 on the sight of moon. People who follow Islam keep a month long fast during Ramadan. People thronged markets in Aligarh. Market are beautifully decorated and bustled with people eager to buy food items, skullcaps, traditional Ramadan sweets and prayer material.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.