কানপুর, 7 জুন : নিজেই নিজের জরিমানা করে নজির গড়লেন কানপুরের IG। মাস্ক না পরলে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে । সেই নিয়মের বাইরে নন পুলিশ প্রধানও। গাড়ি থেকে মাস্ক না পরে নেমেছেন, তাই নিজেই নিজের বিরুদ্ধে জরিমানা করার নির্দেশ দিলেন স্টেশন ইনচার্জকে।
কানপুরের ইন্সপেক্টর জেনারেল মোহিত আগরওয়াল শুক্রবার তদন্তের কাজে বারায় যান, সেখানে মাস্ক না পরেই তিনি গাড়ি থেকে নেমে পড়েন। সার্কেল অফিসার সহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পর তিনি অনুভব করেন যে তিনি মাস্ক পরে নেই। নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মাস্ক পরে নিলেও নিয়ম অনুযায়ী স্টেশন ইনচার্জকে তার বিরুদ্ধে একটি জরিমানার চালান কাটতে বলেন এবং 100 টাকা জরিমানা মূল্য দেন।
IG মোহিত আগরওয়াল বলেন, " আমি সার্কেল অফিসার ও অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলছিলাম। পরে নিজের ভুল বুঝতে পারি যে আমি মাস্ক পরে নেই। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে মাস্ক বের করে পরলেও আমার মনে হয়, এই ভুলের জন্য আমার জরিমানা হওয়া উচিত। এতে সাধারণ মানুষ ও পুলিশের কাছে একটি উদাহরণ তৈরি হবে। "
তিনি জানান, কোরোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফ থেকে মাস্ক না পরে রাস্তায় বেরোলে 100 টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের তরফ থেকেও মাস্কের ব্যবহারে জোর দেওয়া হয়েছে। কোনও ব্যক্তি নিয়ম অমান্য করলে তা অপরাধ হিসেবেই গণ্য করা হবে বলে জানানো হয়েছে।