ETV Bharat / bharat

দেশের স্বার্থকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে ভারতের বিচারব্যবস্থা : মোদি

গুজরাত হাইকোর্টের হীরকজয়ন্তী পালন৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর বক্তব্য়ে ভারতীয় বিচারব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদি৷ করেন ডাকটিকিট প্রকাশ৷

Judiciary has always interpreted Constitution positively to strengthen it further: PM Modi
ভারতের বিচারব্যবস্থা বরাবরই আমাদের সংবিধানকে শক্তিশালী করেছে: মোদি
author img

By

Published : Feb 6, 2021, 3:22 PM IST

দিল্লি, 6 ফেব্রুয়ারি : আমাদের বিচারব্যবস্থা বরাবরই সংবিধানের ইতিবাচক ব্যাখ্যা করেছে ৷ যাতে সংবিধানকে আরও মজবুত করা যায় ৷ শনিবার গুজরাত হাইকোর্টের হীরকজয়ন্তী উপলক্ষে বক্তব্য পেশের সময় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেওয়া এদিনের ভাষণে তাঁর বার্তা, ভারতের বিচারব্য়বস্থা তার কর্তব্যপালনে সদা জাগ্রত এবং দেশবাসীর অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ৷ দেশের স্বার্থকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে ভারতের বিচারব্যবস্থা ৷

এদিন এই উপলক্ষে একটি ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘‘সত্য ও সুবিচার রক্ষায় এতদিন ধরে গুজরাত হাইকোর্ট যে কাজ করেছে, তারজন্য গুজরাত হাইকোর্টকে আমি অভিনন্দন জানাতে চাই৷ অতীতে গুজরাত হাইকোর্ট এবং বার একাধিক বিষয়ে নিজের স্বাতন্ত্র প্রমাণ করেছে৷’’

প্রধানমন্ত্রী মনে করেন, ভারতীয় বিচারব্যবস্থা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে গুজরাত হাইকোর্ট যথাযথ দায়িত্ব পালন করেছে ৷ তিনি বলেন, ‘‘শতবর্ষপ্রাচীন সভ্যতার উপর ভিত্তি করেই ভারতীয় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে৷ আমাদের ইতিহাস বলছে, সুবিচারই যোগ্য প্রশাসন গঠন করে৷ দেশে বিশ্বমানের বিচারব্যবস্থা তৈরি করতে আদালত এবং বারকে একসঙ্গে কাজ করতে হবে৷’’

আরও পড়ুন: চৌরিচৌরা ঘটনার শতবর্ষে পা, ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের অ্য়াডভোকেট জেনেরাল কমল ত্রিবেদী, ভারতের সলিসিটর জেনেরাল তুষার মেহতা, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সুপ্রিম কোর্টের বিচারপতি এমপি শাহ এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ-সহ অন্যরা৷

দিল্লি, 6 ফেব্রুয়ারি : আমাদের বিচারব্যবস্থা বরাবরই সংবিধানের ইতিবাচক ব্যাখ্যা করেছে ৷ যাতে সংবিধানকে আরও মজবুত করা যায় ৷ শনিবার গুজরাত হাইকোর্টের হীরকজয়ন্তী উপলক্ষে বক্তব্য পেশের সময় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেওয়া এদিনের ভাষণে তাঁর বার্তা, ভারতের বিচারব্য়বস্থা তার কর্তব্যপালনে সদা জাগ্রত এবং দেশবাসীর অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ৷ দেশের স্বার্থকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে ভারতের বিচারব্যবস্থা ৷

এদিন এই উপলক্ষে একটি ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘‘সত্য ও সুবিচার রক্ষায় এতদিন ধরে গুজরাত হাইকোর্ট যে কাজ করেছে, তারজন্য গুজরাত হাইকোর্টকে আমি অভিনন্দন জানাতে চাই৷ অতীতে গুজরাত হাইকোর্ট এবং বার একাধিক বিষয়ে নিজের স্বাতন্ত্র প্রমাণ করেছে৷’’

প্রধানমন্ত্রী মনে করেন, ভারতীয় বিচারব্যবস্থা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে গুজরাত হাইকোর্ট যথাযথ দায়িত্ব পালন করেছে ৷ তিনি বলেন, ‘‘শতবর্ষপ্রাচীন সভ্যতার উপর ভিত্তি করেই ভারতীয় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে৷ আমাদের ইতিহাস বলছে, সুবিচারই যোগ্য প্রশাসন গঠন করে৷ দেশে বিশ্বমানের বিচারব্যবস্থা তৈরি করতে আদালত এবং বারকে একসঙ্গে কাজ করতে হবে৷’’

আরও পড়ুন: চৌরিচৌরা ঘটনার শতবর্ষে পা, ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের অ্য়াডভোকেট জেনেরাল কমল ত্রিবেদী, ভারতের সলিসিটর জেনেরাল তুষার মেহতা, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সুপ্রিম কোর্টের বিচারপতি এমপি শাহ এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ-সহ অন্যরা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.