ETV Bharat / bharat

COVID-19 ড্রাগের জেনেরিক সংস্করণের জন্য DCGI এর অনুমোদন পেল জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস - Remdesivir

ভারতে গুরুতর কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির 100 মিলিগ্রাম শিশি জেনেরিক সংস্করণের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া(DCGI ) এর অনুমোদন পেল জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস ।

Corona
Corona
author img

By

Published : Jul 22, 2020, 12:55 AM IST

দিল্লি, 21জুলাই : জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস জানিয়েছেযে ভারতে গুরুতর কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ড্রাগরেমডেসিভির 100 মিলিগ্রামশিশি জেনেরিক সংস্করণের জন্য ওষুধ নিয়ন্ত্রক ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফইন্ডিয়া(DCGI ) এরঅনুমোদন পেয়েছে। গতরাতে জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস BSE-র কাছে একটি ফাইলিং দায়ের করেজানিয়েছে, কম্পানিরসহযোগী সংস্থা জুবিল্যান্ট জেনেরিকস রেমডেসিভির 100 মিলিগ্রাম / শিয়াল (লাইফিলাইজডইনজেকশন) তৈরি ও বাজারজাত করার জন্য অনুমোদন পেয়েছে। জুবিল্যান্টের রেমডেসিভিরটিভারতে 'জুবিআই-আর' ব্র্যান্ড নামে বাজারজাত করা হবে ।এটি100 মিলিগ্রামেরশিশিগুলিতে (ইনজেকশনযোগ্য) উপলব্ধ করা হবে। সংস্থাটি তার নেটওয়ার্কের মাধ্যমেওষুধটি ভারতীয় বাজারে বিতরণ করবে এবং 2020 সালের অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যেএটি ভারতে পাওয়া যাবে।

সংস্থাটিবলেছে যে পরিমাণে এবং স্বল্প মূল্যে ভারতে এই ওষুধটি দ্রুত সরবরাহের দিকে মনোনিবেশকরা হয়েছে। তবে, জুবিল্যান্টলাইফ সায়েন্সেস ওষুধের দাম সম্পর্কে কোনও বিবরণ দেয়নি। 2020 সালের মে মাসে, জুবিল্যান্ট এবং গিলিয়ড সায়েন্সেসইনক একটি লাইসেন্স চুক্তি সম্পাদন করে যা ভারতকে সহ 127 টি দেশে গিলিয়েডের আবিষ্কৃত ড্রাগরেমডেসিভির রেজিস্ট্রেশন, উৎপাদন ওবিক্রয় করার অধিকার প্রদান করে।

ফার্মা মেজর মাইলান গতকাল 'ড্রেসেম'ইন ব্র্যান্ড নামে রেমডেসিভির ওষুধের জেনেরিকসংস্করণটি বাণিজ্যিকভাবে চালু করে। সংস্থাটি এর আগে জানিয়েছিল,রেমডেসিভিয়ার ভারতে জুলাই মাসে 100 মিলিগ্রামের শিশি প্রতি 4,800 টাকাতে পাওয়া যাবে। মায়ানান এক বিবৃতিতে বলেছে, সংস্থাটি জেনেরিক রেমডেসিভির প্রথম ব্যাচ প্রকাশকরেছে এবং ওষুধের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সরবরাহ বাড়াতেথাকবে। বিবৃতিতে আরও বলা হয়, সংস্থাটি ডেসরেমের ভারতে প্রাপ্যতা সম্পর্কে তথ্যঅ্যাক্সেসের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।

দিল্লি, 21জুলাই : জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস জানিয়েছেযে ভারতে গুরুতর কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ড্রাগরেমডেসিভির 100 মিলিগ্রামশিশি জেনেরিক সংস্করণের জন্য ওষুধ নিয়ন্ত্রক ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফইন্ডিয়া(DCGI ) এরঅনুমোদন পেয়েছে। গতরাতে জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস BSE-র কাছে একটি ফাইলিং দায়ের করেজানিয়েছে, কম্পানিরসহযোগী সংস্থা জুবিল্যান্ট জেনেরিকস রেমডেসিভির 100 মিলিগ্রাম / শিয়াল (লাইফিলাইজডইনজেকশন) তৈরি ও বাজারজাত করার জন্য অনুমোদন পেয়েছে। জুবিল্যান্টের রেমডেসিভিরটিভারতে 'জুবিআই-আর' ব্র্যান্ড নামে বাজারজাত করা হবে ।এটি100 মিলিগ্রামেরশিশিগুলিতে (ইনজেকশনযোগ্য) উপলব্ধ করা হবে। সংস্থাটি তার নেটওয়ার্কের মাধ্যমেওষুধটি ভারতীয় বাজারে বিতরণ করবে এবং 2020 সালের অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যেএটি ভারতে পাওয়া যাবে।

সংস্থাটিবলেছে যে পরিমাণে এবং স্বল্প মূল্যে ভারতে এই ওষুধটি দ্রুত সরবরাহের দিকে মনোনিবেশকরা হয়েছে। তবে, জুবিল্যান্টলাইফ সায়েন্সেস ওষুধের দাম সম্পর্কে কোনও বিবরণ দেয়নি। 2020 সালের মে মাসে, জুবিল্যান্ট এবং গিলিয়ড সায়েন্সেসইনক একটি লাইসেন্স চুক্তি সম্পাদন করে যা ভারতকে সহ 127 টি দেশে গিলিয়েডের আবিষ্কৃত ড্রাগরেমডেসিভির রেজিস্ট্রেশন, উৎপাদন ওবিক্রয় করার অধিকার প্রদান করে।

ফার্মা মেজর মাইলান গতকাল 'ড্রেসেম'ইন ব্র্যান্ড নামে রেমডেসিভির ওষুধের জেনেরিকসংস্করণটি বাণিজ্যিকভাবে চালু করে। সংস্থাটি এর আগে জানিয়েছিল,রেমডেসিভিয়ার ভারতে জুলাই মাসে 100 মিলিগ্রামের শিশি প্রতি 4,800 টাকাতে পাওয়া যাবে। মায়ানান এক বিবৃতিতে বলেছে, সংস্থাটি জেনেরিক রেমডেসিভির প্রথম ব্যাচ প্রকাশকরেছে এবং ওষুধের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সরবরাহ বাড়াতেথাকবে। বিবৃতিতে আরও বলা হয়, সংস্থাটি ডেসরেমের ভারতে প্রাপ্যতা সম্পর্কে তথ্যঅ্যাক্সেসের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.