চেন্নাই, 9 নভেম্বর : তামিলনাড়ুর এন কাঞ্চিপুরমে এক সাংবাদিককে খুন । মোসেস (28) নামে সোমানগালামের বাসিন্দা ওই সাংবাদিক জমি দখল নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিলেন । অভিযোগ, সেই ঘটনার জেরে তাঁকে খুন করে দুষ্কৃতীরা ।
একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন মোসেস । ছ'মাস আগে পাঝাইয়ানাল্লুর এলাকায় একটি জমি দখলের অভিযোগ ওঠে । তার খবর প্রকাশ করেছিলেন মোসেস । ঘটনার পর থেকে দখলকারী তাঁকে খুনের হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ । মোসেস ও তাঁর বাবা এই বিষয়ে সোমানগালাম থানায় অভিযোগ দায়ের করেন । কিন্তু পুলিশ অভিযোগ গ্রহণ করেনি । গতকাল রাত 11টা নাগাদ তিনি বাড়ি ফেরেন । সেইসময় তাঁর বাড়ির সামনে তিন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর রাস্তা আটকায় । পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা ছুরি দিয়ে তাঁর উপর হামলা চালায় । মোসেস-এর বাবা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনায় সোমানগালাম থানায় অভিযোগ দায়ের হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের কাছে ভিগ্নেশ এলি আপ্পু, আট্টাই ভেঙ্কটেশ, মনোজ এবং নবমানি নামে চারজন অভিযুক্তের নাম উঠে এসেছে ।